Shantiniketan Poush Mela: টাইম শেষ, তাও চলছে পৌষমেলা! সাতসকালে পুলিশ নিয়ে সোজা মাঠে হাজির কাজল শেখ
Shantiniketan Poush Mela: সকালেই পুলিশ নিয়ে ময়দানে নেমে পড়েন কাজল। কথা বলেন দোকানদারদের সঙ্গে। নির্দেশ পেয়ে তড়িঘড়ি বন্ধ করা হয় অনেক দোকানই। ফাঁকা করা হয় মাঠ। পুরো এলাকা ঘুরে দেখেন পুলিশ কর্তারাও।
বোলপুর: সময়সীমা শেষ হয়েছে। তারপরেও চলছে পৌষমেলা। কিন্তু কেন এমনটা হবে? বন্ধ করতে মেলায় চলে গেলেন জেলা সভাধিপতি কাজল শেখ। ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা চলার কথা ছিল। অর্থাৎ, ৬ দিনের জন্য ছিল খাতায়-কলমে অনুমতি। কিন্তু, মেয়াদ শেষ হলেও এখনও মেলার মাঠে খোলা রয়েছে অধিকাংশ দোকান। যদিও প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কোনও ভাবেই বেধে দেওয়া গাইডলাইনের অমান্য করা যাবে না। কিন্তু, তারপরেও মেলা চলায় চাপানউতোর তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
সকালেই পুলিশ নিয়ে ময়দানে নেমে পড়েন কাজল। কথা বলেন দোকানদারদের সঙ্গে। নির্দেশ পেয়ে তড়িঘড়ি বন্ধ করা হয় অনেক দোকানই। ফাঁকা করা হয় মাঠ। পুরো এলাকা ঘুরে দেখেন পুলিশ কর্তারাও।
এই খবরটিও পড়ুন
কাজল বলছেন, “আমাদের সবরকমেরই আছে। কোনও কোনও ক্ষেত্রে কিছু রূপ দেখানোর প্রয়োজন পড়ে। দোকানদারদের কাল রাতেই উঠে যেতে বলা হয়েছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ, ট্রাস্ট, পুলিশের পক্ষ থেকে অনুরোধও করা হয়েছিল। রাত ১২টার পর যাতে আর কেউ না থাকে সে কথা বলা হয়েছিল। কয়েকটা দোকান খোলা ছিল। তাঁদের বন্ধ করার কথা বলা হয়েছে। কারণ আমাদের আগের মিটিংয়ে ঠিক হয়েছিল যাঁরা কথা শুনবে না তাঁদের ব্ল্য়াকলিস্ট করা হবে। প্রয়োজনে পুলিশ-প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”