Mahindra SUV: গাড়ির লুক রাফ অ্যান্ড টাফ, অনেক নতুন ফিচার নিয়ে ভারতে এল Mahindra Bolero Neo

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 26, 2023 | 2:40 PM

Bolero Neo Limited Edition: Mahindra Bolero একটি জনপ্রিয় SUV। Bolero ভারতে মাহিন্দ্রার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। এখন Mahindra ভারতে Mahindra Bolero Neo Limited Edition লঞ্চ করেছে।

Mahindra SUV: গাড়ির লুক রাফ অ্যান্ড টাফ, অনেক নতুন ফিচার নিয়ে ভারতে এল Mahindra Bolero Neo

Follow Us

Mahindra Latest SUV: Mahindra ভারতে তাদের SUV সেগমেন্টের বাজার বিস্তার করে চলেছে একের পর এক SUV লঞ্চ করে। মাহিন্দ্রার প্রতিটি গাড়ি মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। Mahindra Bolero একটি জনপ্রিয় SUV। Bolero ভারতে মাহিন্দ্রার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। এখন Mahindra ভারতে Mahindra Bolero Neo Limited Edition লঞ্চ করেছে। তবে চলুন জেনে নেওয়া যাক এই নতুন সংস্করণটির ফিচার ও স্পেসিফিকেশন।

Mahindra Bolero Neo Limited Edition-তে একটি 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এটিতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি সাপোর্ট করে। এতে রিভার্স পার্কিং ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল, মাহিন্দ্রা ব্লু সেন্স কানেক্টিভিটি অ্যাপ এবং স্টিয়ারিং মাউন্ট করা অডয়ো কন্ট্রোলও রয়েছে।

ড্রাইভারের সিটের নিচে একটি ট্রে এর মাধ্যমে স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে। SUV গাড়িটিতে একদম পিছনে দুটি সাইড ফেসিং জাম্প সিট সহ সাতটি সিট দেওয়া হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশন আগের মতই রাখা হয়েছে। এতে পরিচিত 1.5 লিটারের mHawk 100 ডিজেল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে 100বিএইচপি এবং 260 এনএম। এছাড়াও যুক্ত রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম। ইঞ্জিনটি একটি 5-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এছাড়াও নতুন মাহিন্দ্রা বোলেরো নিও লিমিটেড এডিশনের কিছু আপগ্রেডেশনের মধ্যে রয়েছে রুফ স্কাই-র‍্যাক, নতুন ফগ লাইট, এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প এবং ডিপ সিলভার রঙের কভার দিয়ে ঢাকা রিয়ার স্পেয়ার হুইল।

Mahindra Bolero Neo Limited Edition-এর দাম:

Bolero Neo Limited Edition SUVটি 11.50 লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছে। মূলত বুলেরও নিও মডেলটির টপ ভার্সন N10-র উপর নির্ভর করেই তৈরি এই স্পেশাল এডিশনটি লঞ্চ করা হয়েছে। এটির মূল্য N10 ভ্যারিয়েন্টের তুলনায় 29,000 টাকা বেশি হলেও N10(O) এর তুলনায় 78,000 টাকা সস্তা। কোম্পানি তার অনুমোদিত ডিলারশিপে লিমিটেড এডিশন Bolero Neo-এর জন্য বুকিং শুরু করেছে।

Next Article