Mahindra SUV: নতুন বছরের শুরুতে অন্যতম বড় চমক নিয়ে আসতে চলেছে মাহিন্দ্রার Thar SUV-র (Mahindra’s Thar SUV) একটি নতুন সস্তা ভ্যারিয়েন্ট। একগুচ্ছ পরিবর্তন করা হবে Thar SUV-তে। 9 জানুয়ারি গাড়িটির দাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে Mahindra Thar ফোর হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টগুলির (এক্স শোরুম) দাম শুরু হচ্ছে 13.59 লাখ টাকা থেকে। টপ মডেলটির দাম 16.29 লাখ টাকা। নতুন কালার অপশন যোগ ছাড়াও আলাদা অনেক পরিবর্তন করা হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, Thar আসছে দুটি নতুন রঙে ব্লেজিং ব্রোঞ্জ এবং এভারেস্ট হোয়াইট। তাছাড়াও এই 2WD সংস্করণটিতে রয়েছে হার্ড টপ রুফ (Roof)। মাহিন্দ্রার জনপ্রিয় SUV মডেল XUV300-তে ব্যবহৃত 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। টু-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টটি পূর্ববর্তী সংস্করণের মতোই, তবে এতে 4×4 ব্যাজ অনুপস্থিত। তবে Mahindra Thor 2WD এর দাম লক্ষণীয়ভাবেই বেশ কম হবে। এক্স শোরুম প্রাইস শুরু হতে পারে 10 লাখ টাকা থেকে।
নতুন সস্তা Thar SUV-তে সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। এছাড়াও আছে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 177 BHP আউটপুট পাওয়া যাবে। অন্য দিকে 2.2 লিটারের সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ ইঞ্জিন রয়েছে 4×4 সংস্করণটিতে। সঙ্গে থাকবে 6 স্পিডযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স অথবা টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।
তবে 2WD এবং 4WD উভয় ভার্সনেই 2.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প হিসাবে উপলব্ধ।
নতুন ভেরিয়েন্ট একটি বড় বদলের সঙ্গে আসতে চলেছে। যেটার মধ্যে অন্যতম হলো ড্রাইভিং সিস্টেম। এটি টু হুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পাওয়া যাবে। বর্তমান ডিজেল মডেলটি ফোর হুইল ড্রাইভ সিস্টেমে পাওয়া যায়। এর মধ্যে গিয়ার লিভারের জায়গায় সেন্ট্রাল কন্ট্রোল দেওয়া হয়েছে। ডিজেল ইঞ্জিন ছাড়া কোম্পানি বর্তমান 2.0 লিটার টার্বো পেট্রোল ভেরিয়েন্টেরকেও টুহুইল ড্রাইভ সিস্টেমের সঙ্গে পেশ করতে চলেছে। এর মধ্যেও সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স শামিল করা হবে।