Maruti Celerio Price: স্মার্টফোন হোক, কিংবা গাড়ি, যে কোনও জিনিস কেনার আগেই মানুষ অফার খোঁজে। ফলে কোম্পনিগুলিও সুযোগ বুঝে কোনও না কোনও অফার দেয়। আপনি কি একটি নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন? তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। Maruti Celerio-তে আপনি চলতি জুলাই মাসে 54,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। কোম্পানির তরফে একটি বিরাট অফার দেওয়া হচ্ছে। অনেকেই হয়তো জানেন না, Maruti Celerio-এর বর্তমানে তিনটি মডেল রয়েছে। একটি ম্যানুয়াল, একটি অটোমেটিক আর একটি সিএনজি। এই তিনটি মডেলের উপরই কোম্পানিটি ডিসকাউন্ট দিচ্ছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনও একটি মডেল কিনে নিতে পারেন। অফারটি 31 জুলাই, 2023 পর্যন্ত চলবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন মডেলে কী কী অফার পাবেন।
Celerio ম্যানুয়াল ডিসকাউন্ট অফার:
Maruti Celerio-এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টটি মানুষের কাছে বেশি জনপ্রিয়। এতে একটি শক্তিশালী পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 66 bhp শক্তি এবং 89 Nm টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি একটি 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। Celerio-এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টে Maruti 25.24 kmpl-এর মাইলেজ পাবেন।
ম্যানুয়ালের VXi, ZXi এবং ZXi+ ভ্যারিয়েন্টে নগদ 35,000 টাকা ছাড় পাবেন। আর LXi ভ্যারিয়েন্টটিতে 30,000 টাকা ছাড় পাবেন। আর যদি এক্সচেঞ্জ করেন, তাহলে বোনাস হিসেবে 15,000 টাকা ছাড় পাবেন।
Celerio অটোমেটিক ডিসকাউন্ট অফার:
Celerio-এর এই মডেলে 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন একটি AMT গিয়ারবক্স রয়েছে। চলতি জুলাইয়ে এই অটোমেটিক ভার্সন কিনলে 10,000 টাকার নগদ ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, এই ভ্যারিয়েন্টগুলিতে 15,000 টাকা পর্যন্ত একটি এক্সচেঞ্জ বোনাসও পাবেন।
Celerio সিএনজি ডিসকাউন্ট অফার:
মারুতি সুজুকি সেলেরিওর সিএনজি ভ্যারিয়েন্টটি 56 bhp শক্তি এবং 82.1 Nm টর্ক জেনারেট করে। এটিতে একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। কোম্পানির দাবি, Celerio CNG 35.6 kmpl মাইলেজ দেয়।
আপনি VXi, ZXi, এবং ZXi+ ভ্যারিয়েন্টে 30,000 টাকা নগদ ছাড় পাবেন। আর এক্সচেঞ্জ বোনাস হিসেবে 15,000 টাকা পাবেন।