মারুতি সুজুকি 2030 সালের মধ্যে ভারতে 6টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি Wagon R, Fronx এবং Swift-এর ইলেকট্রিক ভার্সনও আনতে পারে।
Maruti Suzuki eVX: ভারতে লঞ্চ হওয়া Maruti-র এটিই হবে প্রথম বৈদ্যুতিক গাড়ি। সংস্থাটি অটো এক্সপো 2023-এ eVX ধারণাটি প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ডুয়াল ইলেকট্রিক মোটর সহ এই ইলেকট্রিক গাড়িতে অল-হুইল ড্রাইভ (AWD) ফিচার পাওয়া যাবে। এটিতে একটি 60kWh ব্যাটারি প্যাক থাকবে এবং সম্পূর্ণ চার্জে, গাড়িটি সম্ভাব্য 550 কিলোমিটার চলতে পারবে।
Maruti Suzuki WagonR EV: দীর্ঘদিন ধরে মারুতি Wagon R-এর ইলেকট্রিক ভার্সন বাজারে আনার পরিকল্পনা করছে। Wagon R EV-এর ইলেকট্রিক সংস্করণে ডিজাইনে কিছু পরিবর্তন করা যেতে পারে। এই গাড়িটি কোম্পানির সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক গাড়ি হতে পারে। যেটি সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটার যাবে।
Maruti Suzuki Fronx EV: Maruti Fronx হল ভারতে মারুতির সর্বশেষ মডেল। এই গাড়িটি ব্যালেনো হ্যাচব্যাকের ক্রসওভার ভার্সন। অনুমান করা হচ্ছে যে, কোম্পানিটি এর ইলেকট্রিক সংস্করণও চালু করার পরিকল্পনা করছে। গাড়িটি সম্পূর্ণ চার্জে 350 কিলোমিটার চলবে বলে আশা করা হচ্ছে।
Maruti Suzuki Swift EV: কোম্পানি ভারতে জনপ্রিয় হ্যাচব্যাক সুইফটের একটি ইলেকট্রিক ভার্সনও চালু করতে পারে। এর ইলেকট্রিক মডেল এলে গ্রাহকদের কাছ থেকে ভাল সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। একবার চার্জে সুইফট ইভি প্রায় 300 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম হবে।
Maruti Suzuki Hustler EV: Maruti এর নতুন ইলেকট্রিক গাড়ির মধ্যে Hustler EV এর নামও থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও এই গাড়িটি কখনও ভারতে আনা হয়নি, তবে এর ইলেকট্রিক ভার্সন অবশ্যই এখানে চালু করা যেতে পারে। এর স্পেসিফিকেশন Wagon R EV এর মতোই থাকবে বলে আশা করা হচ্ছে।
Maruti Premium Compact EV: একটি সম্পূর্ণ নতুন BEVও মারুতি বাজারে আনতে পারে। এর দৈর্ঘ্য চার মিটারেরও বেশি হতে পারে। আসন্ন ইলেকট্রিক গাড়িটি একটি ব্যয়বহুল মডেল হবে। যা একবার চার্জে প্রায় 400 কিলোমিটার চলতে পারবে।