Maruti Suzuki Invicto লঞ্চ করে গেল, দাম 24.79 লাখ টাকা, হাতে গোনা কয়েক দিনে 6,200 বুকিং
Maruti Suzuki Invicto গাড়িটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, তাদের মধ্যে দুটি 7 সিটার এবং একটি 8 সিটার। Invicto Zeta+ 7 সিটার গাড়ির দাম 24.79 লাখ টাকা। Invicto Zeta+ 8 সিটারের দাম 24.84 লাখ টাকা এবং Invicto Alpha+ 7 সিটারের দাম 28.42 লাখ টাকা।
Maruti Suzuki Invicto গাড়িটি ভারতে লঞ্চ করে গেল। এখনও পর্যন্ত এটিই সংস্থার সবথেকে দামি গাড়ি। মারুতি ইনভিক্টো গাড়ির দাম শুরু হচ্ছে 24.79 লাখ টাকা থেকে। এক্কেবারে টপ-স্পেকের মডেলের জন্য কাস্টমারদের 28.42 লাখ টাকা খরচ করতে হবে। দেশের সমস্ত Nexa ডিলারশিপ থেকে এই গাড়িটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। প্রসঙ্গত, Ignis, Baleno, Ciaz, XL6, Fronx, Jimny এবং Grand Vitara-র মতো গাড়িগুলিও বিক্রয় করা হয় এই শোরুম থেকেই। দেশে এই মুহূর্তে মোট 460টি Nexa আউটলেট রয়েছে।
Maruti Suzuki Invicto: বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম
এই গাড়িটি মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, তাদের মধ্যে দুটি 7 সিটার এবং একটি 8 সিটার। Invicto Zeta+ 7 সিটার গাড়ির দাম 24.79 লাখ টাকা। Invicto Zeta+ 8 সিটারের দাম 24.84 লাখ টাকা এবং Invicto Alpha+ 7 সিটারের দাম 28.42 লাখ টাকা।
Maruti Suzuki Invicto: ফিচার্স
এক্সটিরিয়ারে এই গাড়িটি Innova Hycross-এর থেকে বেশ কিছুটা আলাদা। গ্রিল, ফ্রন্ট বাম্পার এবং অ্যালয় হুইল ইত্যাদি অন্যরকম করা হয়েছে। Invicto গাড়িটিতে ডুয়াল ক্রোম স্ল্যাট সহযোগে একটি স্বতন্ত্র ফ্রন্ট গ্রিল, টুইন LED হেডল্যাম্প ও তার সঙ্গে LED DRL রয়েছে। গাড়িটির পিছনে আপনি একটি LED টেউলল্যাম্প দেখতে পাবেন। এক্কেবারে নতুন ভাবে ডিজ়াইন করা 17 ইঞ্চির কাট অ্যালয় হুইল রয়েছে গাড়িটিতে।
গাড়িটির কেবিনে অল-ব্ল্যাক লেআউট রয়েছে। শ্যাম্পেন গোল্ড অ্যাক্সেন্ট এবং সফ্ট-টাচ লেদারেট মেটিরিয়াল দেওয়া হয়েছে গাড়িটির অন্দরমহলে। এই MPV-তে রয়েছে এইট-ওয়ে পাওয়ার্ড মেমোরি ফাংশান সহযোগে একটি ড্রাইভার সিট, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ডুয়াল-জ়োন ক্লাইমেট কন্ট্রোল রয়েছে ফ্রন্ট ও রিয়ার রো-এর জন্য। 10.1 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চির কালার্ড MID ও ড্রাইভ মোড থিম, রিয়ার ডোর সানশেড, পাওয়ার্ড টেইলগেট, 360 ডিগ্রি ভিউ মনিটর, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং একটি প্যানোরমিক সানরুফ।
Invicto গাড়িটিতে Suzuki Connect টেকনোলজি দেওয়া হয়েছে। 50টিরও বেশি কানেক্টেড ফিচার্স রয়েছে এতে, যা আপনি রিমোটের সাহায্যেই কন্ট্রোল করতে পারবেন। Alexa-র দ্বারা আপনি 30টিরও বেশি ফিচার্স অপারেট করতে পারবেন।
Maruti Suzuki Invicto: সেফটি ফিচার্স
ফ্রন্ট, সাইড এবং কার্টেইন মিলিয়ে মোট ছয়টি এয়ারব্যাগ রয়েছে গাড়িটিতে। অন্যান্য সুরক্ষা ফিচারের মধ্যে রয়েছে ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক, অটো হোল্ড সহযোগে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ABS ও তার সঙ্গে EBD, হিল হোল্ড অ্যাসিস্ট সহযোগে ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল, থ্রি পয়েন্ট সিটবেল্ট এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কোরেজেস। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতোও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার রয়েচে এই গাড়িতে।
Maruti Suzuki Invicto: হাইব্রিড পাওয়ারট্রেন
ইন্টেলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড সিস্টেন রয়েছে গাড়িটিতে। Invicto-র 2.0 লিটারের পেট্রোল ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে ই-সিভিটির সঙ্গে। গাড়িটির সামগ্রিক সিস্টেম পাওয়ার রেট করা হয়েছে 184hp-তে, ইঞ্জিন পাওয়ার 150hp এবং মোটর পাওয়ার 112hp। ইঞ্জিন টর্কটি 188Nm এবং মোটর টর্ক 206Nm-এর। মোট চারটি ড্রাইভ মোড রয়েছে গাড়িটির- ইভি, নর্মাল, ইকো এবং পাওয়ার। 23.24kmpl মাইলেজ দিতে পারে।
Maruti Suzuki Invicto: ব্যাটারি ওয়ারান্টি
Invicto-র হাইব্রিড সিস্টেম ব্যাটারিটি 8 বছর/1,60,000km স্ট্যান্ডার্ড ওয়ারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি এটি একটি NiMH (Nickel-Metal Hydride) ব্যাটারি প্যাক।