Maruti Suzuki-র সবথেকে আকর্ষণীয় গাড়ি Invicto পৌঁছল ডিলারশিপের কাছে, ফাঁস অন্দরমহলের একাধিক ছবি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 26, 2023 | 5:10 PM

5 জুলাই, 2023 লঞ্চ করছে Maruti Suzuki Invicto। একাধিক সূত্র মারফত খবর মিলেছে, গাড়িটির দাম হতে পারে 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকার মধ্যে। ইতিমধ্যেই গাড়িটি দেশের একাধিক ডিলারশিপের কাছে পৌঁছেও গিয়েছে। আর সেখান থেকেই এই MPV-র কিছু ছবিও লিক হয়েছে।

Maruti Suzuki-র সবথেকে আকর্ষণীয় গাড়ি Invicto পৌঁছল ডিলারশিপের কাছে, ফাঁস অন্দরমহলের একাধিক ছবি
মারুতির তাক লাগানো গাড়ি আসছে!

Follow Us

Maruti Suzuki তাদের সবথেকে দামি গাড়িটি লঞ্চ করতে চলেছে দেশের বাজারে। সেই গাড়ির নাম Maruti Suzuki Invicto। চলতি বছরের 5 জুলাই গাড়িটি ভারতে লঞ্চ করে যাবে। এর মধ্যেই গাড়িটির ইন্টিরিয়রের একাধিক ছবি ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই গাড়িটির অন্দরমহল সম্পর্কে একাধিক ধারণা মিলেছে।

Maruti Suzuki Invicto: ইন্টিরিয়ার ফিচার্স ও সেফটি

গাড়িটির যে ছবিগুলি লিক হয়েছে, সেখান থেকে এটুকু স্পষ্ট হয়েছে যে তার অন্দরমহল এক্কেবারে Innova Hycross-এর মতোই। আসলে মারুতি সুজ়ুকির এই MPV তৈরি হচ্ছে Innova Hycross-এর উপরে ভিত্তি করেই। তবে গাড়িটি একটি নতুন আপহলস্ট্রি পেয়েছে। তার পাশাপাশি Invicto-র ড্যাশবোর্ডে দেওয়া হচ্ছে অল-ব্ল্যাক কেবিন ও তার সঙ্গে কপার অ্যাক্সেন্ট। অন্যদিকে Innova Hycross-এ যেমন ডুয়াল টোন ইন্টিরিয়র ছিল, তার পরিবর্তে Maruti Suzuki Invicto-তে থাকছে ডোর প্যাড।

ফিচার্সের দিক থেকে এই গাড়িতে এখন 10.1 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি সহযোগে। লার্জ প্যানোরমিক সানরুফ, ভেন্টিটেলেড ফ্রন্ট সিট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ছয়টি এয়ারব্যাগ, অ্যাম্বিয়েন্ট লাইটিং ইত্যাদি একাধিক জরুরি ফিচার্স রয়েছে। তবে, একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, Maruti Suzuki Invicto গাড়িতে ADAS ফিচার্স না-ও থাকতে পারে।

Maruti Suzuki Invicto: ইঞ্জিন ও গিয়ারবক্স

গাড়িটির পাওয়ারট্রেনও Innova Hycross-এর মতো একই প্রায়। তবে, মারুতির এই গাড়িটিতে কেবলই 2.0 লিটারের হাইব্রিড ইউনিট থাকছে এবং কোনও ন্যাচেরালি-অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন এতে দেওয়া হচ্ছে না। Invicto-র 2.0 লিটার ফোর-সিলিন্ডার হাইব্রিড পাওয়ারট্রেনটি পেয়ার করা রয়েছে একটি ইলেকট্রিক মোটরের সঙ্গে, যা সম্মিলিত আউটপুট 183 bhp। এটি পেয়ার করা থাকছে একটি e-CVT এর সঙ্গে।

Maruti Suzuki Invicto: দাম ও প্রতিদ্বন্দ্বী

5 জুলাই, 2023 লঞ্চ করছে Maruti Suzuki Invicto। একাধিক সূত্র মারফত খবর মিলেছে, গাড়িটির দাম হতে পারে 20 লাখ টাকা থেকে 30 লাখ টাকার মধ্যে। তবে, তা এক্স-শোরুমের। একবার এই গাড়ি দেশের বাজারে হাজির হলে তা টক্কর দিতে পারে Mahindra XUV700, Toyota Innova Hycross, MG Hector Plus-এর মতো একাধিক গাড়ির সঙ্গে।

Next Article