Maruti Suzuki-র S-Presso গাড়িতে 75,000 টাকা ডিসকাউন্ট, ডিসেম্বরে লোভনীয় অফার, ফিচার কেমন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 05, 2022 | 4:51 PM

Maruti S-Presso গাড়িটিতে সব মিলিয়ে 75,000 টাকা ছাড় পাবেন কাস্টমাররা। তবে এই পরিমাণ ছাড় মিলবে এস-প্রেসোর CNG ভ্যারিয়েন্টে। তবে ছাড় থাকছে পেট্রল মডেলটিতেও। এস-প্রেসোর পেট্রল ভার্সনটিতে 65,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে।

Maruti Suzuki-র S-Presso গাড়িতে 75,000 টাকা ডিসকাউন্ট, ডিসেম্বরে লোভনীয় অফার, ফিচার কেমন?
মারুতির মাইক্রোএসইউভি-তে ব্যাপক ছাড়।

Follow Us

Maruti Suzuki প্রতি মাসেই একপ্রকার নিয়ম করে তার বিবিধ রেঞ্জের গাড়িগুলিতে আকর্ষণীয় অফার দিয়ে থাকে। ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে ব্যাঙ্কের অফার এমনই নানাবিধ ছাড় থাকে গাড়িগুলিতে। ডিসেম্বরে Maruti Suzuki তার জনপ্রিয় মাইক্রো SUV-তে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। গাড়িটির পেট্রল এবং সিএনজি দুটি ভ্যারিয়েন্টেই এই ছাড় মিলবে। গাড়িটির নাম Maruti S-Presso, যাতে 75,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। মারুতি সুজ়ুকির এই S-Presso গাড়িটির দাম এমনিতে 4.25 লাখ টাকা। গাড়িটির মোট আটটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার মধ্যে দুটি CNG। এস-প্রেসোর এই সিএনজি ভ্যারিয়েন্টটি 32.73 Km/Kg মাইলেজ দিতে পারে। এখন গাড়িটি আপনি কত কম দামে কিনতে পারবেন, এর কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নিন।

75,000 টাকা ডিসকাউন্ট

Maruti S-Presso গাড়িটিতে সব মিলিয়ে 75,000 টাকা ছাড় পাবেন কাস্টমাররা। তবে এই পরিমাণ ছাড় মিলবে এস-প্রেসোর CNG ভ্যারিয়েন্টে। তবে ছাড় থাকছে পেট্রল মডেলটিতেও। এস-প্রেসোর পেট্রল ভার্সনটিতে 65,000 টাকা পর্যন্ত ছাড় মিলবে। তার মধ্যে রয়েছে 45,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট।

অন্য দিকে গাড়িটির CNG ভার্সনটি 75,000 টাকা কম দামে কিনতে পারবেন উপভোক্তারা। এই ছাড়ের মধ্যে রয়েছে 65,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং 10,000 টাকার এক্সচেঞ্জ অফার। এই মারুতি মাইক্রো এসইউভি গাড়িটির LXi CNG ভ্যারিয়েন্টের দাম 5.90 লাখ টাকা এবং VXi ভ্যারিয়েন্টের দাম 6.10 লাখ টাকা।

জুলাই মাসে এসেছিল নতুন মডেল

Maruti Suzuki তার মাইক্রো SUV-র একটি নতুন 2022 মডেল লঞ্চ করেছিল। সেই S-Presso 2022 আপডেটেড মডেলে K-সিরিজ় জেনারেশন, 1.0 লিটার ডুয়াল জেট এবং ডুয়াল VVT ইঞ্জিন সহযোগে নিয়ে আসা হয়েছে। এছাড়াও গাড়িটিতে রয়েছে আইডল স্টার্ট-স্টপ টেকনোলজি দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগের মডেলের থেকে আপডেটেড ভার্সনটির ফুয়েল এফিসিয়েন্সি অনেকটা বাড়ানো হয়েছে। নতুন এস-প্রেসো গাড়ির Vxi(0) এবং Vxi+(O) AGS ভ্যারিয়েন্ট 25.30 km/l, Vxi/Vxi+ MT 24.76 km/l এবং Std/Lxi MT 24.12 km/l মাইলেজ দিতে পারে। শুধু তাই নয়। নতুন গাড়িটির সমস্ত AGS ভ্যারিয়েন্টে ESP সহযোগে হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVMs-ও পাওয়া যাবে।

দুরন্ত ইঞ্জিন এবং কম্ফর্ট ডিজ়াইন

নতুন এস-প্রেসো গাড়িতে নেক্সট জেনারেশন K-Series 1.0L ডুয়াল ডেট, ডুয়াল VVT ইঞ্জিন দেওয়া হয়েছে। গাড়িটি 49kW পাওয়ার জেনারেট করতে পারে 5500rpm-এ এবং 89Nm পিক টর্ক জেনারেট করতে পারে 3500rpm-এ। এই গাড়ির ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও নতুন এস-প্রেসো গাড়িতে ইয়ুথফুলনেস, ভাইট্যালিটি এবং এনার্জি প্রদর্শন করার জন্য ‘গো-গাটার্স’ ফিচার দেওয়া হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে কমান্ডিং ড্রাইভ ভিউ, ডায়নামিক সেন্টার কন্সোল, কেবিনে আগের থেকে অনেকটা বেশি স্পেস, হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং বোল্ড এসইউভি-র মতো এক্সটিরিয়ার, যা ড্রাইভিংয়ের সময় চালকদের স্বস্তির স্বাদ দিতে পারবে।

Next Article