E-Bike OFFER: কয়েক দিন আগেই Matter নামের এক স্টার্টআপ তাদের ইলেকট্রিক বাইক Aera লঞ্চ করে। আমেদাবাদের স্টার্টআপ সংস্থাটি সোমবার সেই ই-বাইকে দুর্দান্ত ছাড়ের ঘোষণা করেছে। Matter Aera বিদ্যুচ্চালিত বাইকের প্রথম 9,999 মডেলের প্রি-বুকিং করতে মাত্র 1,999 টাকার টোকেন অ্যামাউন্ট দিতে হবে। তার পরিবর্তে কাস্টমাররা 5,000 টাকা পর্যন্ত বেনিফিট পেয়ে যাবেন। পরবর্তী 10,000 থেকে 29,999 প্রি-বুকিংয়ের জন্য কাস্টমারদের টোকেন অ্যামাউন্ট হিসেবে 2,999 টাকা দিতে হবে এবং তার জন্য 2,500 টাকার বেনিফিট পাওয়া যাবে।
অফারের এখানেই শেষ নয়। এর পরে আবার 30,000 প্রি-বুকিংয়ের জন্য 3,999 টাকার অতিরিক্ত বেনিফিট পাওয়া যাবে। যদিও এক্ষেত্রে সংস্থার তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, কাস্টমাররা যদি নিজেদের মত পরিবর্তন করেন, তখন ক্যান্সেলেশনের জন্য পুরো টাকাটাই রিফান্ড করা হবে। 17 মে থেকে বুকিং শুরু হচ্ছে দেশের 25টি শহরে। সেই তালিকায় রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, মুম্বই, আমেদাবাদ, দিল্লি এনসিআর, কলকাতা সহ আরও অনেক।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই ইলেকট্রিক বাইক বুক করা যাবে। পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং OtoCapital থেকেও এই বাইক বুক করতে পারবেন কাস্টমাররা। ফার্স্ট-কাম, ফার্স্ট-সার্ভ বেসিসেই উপভোক্তাদের কাছে বাইকগুলি ডেলিভার করা হবে।
কাস্টমাররা চাইলে একই নম্বর থেকে দুটি বাইক বুক করতে পারবেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে 25টি শহরের বাইরে যে সব মানুষজন বাইকটি বুক করবেন, তাঁরা একটি ওয়েটলিস্টে জয়েন করতে পারেন এবং তাঁদের এলাকায় বাইকগুলি চলে এলে নোটিফাই করা হবে। ইতিমধ্যে যাঁরা টেস্ট ড্রাইভের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান, তাঁরা Matter Experience সেন্টারে গিয়ে টেস্ট ড্রাইভ নিতে পারেন।
Matter Aera হল দেশের প্রথম গিয়ার্ড ইলেকট্রিক বাইক, যাতে ফোর-স্পিড হাইপার-শিফ্ট গিয়ার রয়েছে। ছয় সেকেন্ডের মধ্যে ই-বাইকটি 0-60 kmph-এ অ্যাক্সিলারেট করতে পারে। 25 পয়সা প্রতি কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি। বাইকটির পাওয়ারের জন্য রয়েছে লিক্যুইড-কুলড ব্যাটারি এবং একটি পাওয়ারট্রেন যা হিট ম্যানেজমেন্ট করে। এক চার্জে 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই বাইক।
রয়েছে ইন্টারনেট সক্রিয় টেকনোলজি এবং একটি 7 ইঞ্চির টাচস্ক্রিন। বাইকটির দাম শুরু হচ্ছে 1,43,999 টাকা থেকে।