MG Motor India ভারতে Comet EV-র একটি নতুন ভার্সন লঞ্চ করেছে। সেই লেটেস্ট ইলেকট্রিক ভেহিকলের নাম MG Comet EV Gamer Edition। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই গেমার এডিশনটি বেশ কিছু নান্দনিক আপডেট পেয়েছে। মোট তিনটি ভ্যারিয়েন্ট থাকছে এই গেমার এডিশনেরও— পেস, প্লে প্লাশ। বাজার চলতি সাধারণ মডেলের তুলনায় এই লেটেস্ট গেমার এডিশনের দাম 64,999 টাকা বেশি। আগ্রহী ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের সমস্ত MG ডিলারশিপ থেকে মডেলটি ক্রয় করতে পারবেন। ভারতীয় গেমার নমন মাথুর এই এডিশনটি ডিজাইন করেছেন, যাঁকে দেশের গেমিং দুনিয়ায় ‘MORTAL’ বলা হয়।
MG Comet EV Gamer Edition: স্ট্যান্ডার্ড মডেলের থেকে কতটা আলাদা?
স্ট্যান্ডার্ড কমেট ইভি-র গাড়িটির এক্সটিরিয়ার এবং ইন্টিরিয়ারে একাধিক পরিবর্তন রয়েছে গেমার এডিশনটির। এই মাইক্রো ইলেকট্রিক হ্যাচব্যাকের বাইরের অংশটি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক মেটিরিয়ালের সাহায্যে। ডার্ক ক্রোম দ্বারা হাইলাইট করা হয়েছে মডেলটি, মেটালিক ফিনিশ এবং ইলুমিনেটেড টেক্সচার রয়েছে। বডি সাইড মডিউলিং দেওয়া হয়েছে। কমেট ব্র্য়ান্ডিং দেওয়া হয়েছে গাড়ির রুফে, বিশেষ হুইল কভার রয়েছে এবং তার পাশাপাশি ফ্রন্ট ও রিয়ার ফগ ল্যাম্প গার্নিশ দেওয়া হয়েছে।
গাড়িটির ইন্টিরিয়র কেবিনে দেওয়া হয়েছে NEON এলিমেন্ট, যা গ্লোয়িং মেটিরিয়াল থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বিশেষ সিট কভার, স্টিয়ারিং হুইল কভার, ড্যাশবোর্ডে কন্ট্রাস্টিং ইনসার্ট, ডোর প্যানেল এবং নতুন কার্পেট ম্যাট। গাড়িটির চাবি ট্যাকটাইল প্যাটার্ন পেয়েছে, যা গেমিং উৎসাহীদের জন্য নজরকাড়া করে তুলেছে।
MG Comet EV Gamer Edition: স্পেসিফিকেশন
MG Motor তার এই নতুন Comet EV Gamer Edition এর ফিচার ও স্পেসিফিকেশনের কোনও পরিবর্তন করেনি। স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই এই নতুন মডেলেও রয়েছে 17.3 kWh ব্যাটারি প্যাক, যা সর্বাধিক 230 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এমনই একটা ইলেকট্রিক মোটরের থেকে এনার্জি পাচ্ছে গাড়িটি, যা 41.42 bhp এবং 110 Nm পিক আউটপুট জেনারেট করতে পারে। MG-র তরফ থেকে বলা হচ্ছে, ইলেকট্রিক স্কুটারটি মাত্র 7 ঘণ্টার মধ্যে 0-100% চার্জ হয়ে যেতে পারে একটি 3.3 kW চার্জারের মাধ্যমে।