MG Comet EV ছুটছে দেশের রাস্তায়, 26 এপ্রিল লঞ্চের আগেই জেনে নিন দাম ও ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 21, 2023 | 3:18 PM

MG Comet-এ থাকছে একটি 17.3kWh ব্যাটারি, যা এক চার্জে 230 km রেঞ্জ দিতে পারবে। মনে করা হচ্ছে, Tata Tiago EV এবং Citroen eC3-র সঙ্গে প্রতিযোগিতায় নামানোর জন্য গাড়িটির দাম 10-12 লাখ টাকার মধ্যে রাখা হবে।

MG Comet EV ছুটছে দেশের রাস্তায়, 26 এপ্রিল লঞ্চের আগেই জেনে নিন দাম ও ফিচার্স
26 এপ্রিল লঞ্চের আগে MG Comet EV-র পর্দা উন্মোচিত।

Follow Us

MG Comet EV India Launch News: কথা ছিল, 19 এপ্রিল লঞ্চ হবে। কিন্তু MG Motor India ঘোষণা করল, 26 এপ্রিল ভারতে লঞ্চ করা হবে MG Comet EV গাড়িটি। ZS EV-র পর এটিই হতে চলেছে ভারতে MG-র দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। MG Comet EV টক্কর দিতে পারে Tata Tiago EV এবং Citroen eC3-র সঙ্গে। এবার বহু প্রতীক্ষিত লঞ্চের আগে গাড়িটির একাধিক তথ্য সামনে আনল MG Motor। গাড়িটির ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত অফিসিয়াল তথ্যগুলি একনজরে দেখে নেওয়া যাক।

MG Comet EV ভারতে আসছে ইন্দোনেশিয়ার মার্কেটের জনপ্রিয় Wuling Air EV-র রিব্যাজড বা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে। SAIC-এর GSEV বা গ্লোবাল স্মল ইলেকট্রিক ভেহিকল বর্ন-ইভি প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হচ্ছে গাড়িটি। MG Comet-এ থাকছে একটি 17.3kWh ব্যাটারি, যা এক চার্জে 230 km রেঞ্জ দিতে পারবে। জানা গিয়েছে, এই গাড়িটির ব্যাটারি Tata AutoComp-এর কাছ থেকে নেওয়া হয়েছে। এছাড়া গাড়িটি 41 bhp সর্বাধিক পাওয়ার এবং 110Nm পিক টর্ক জেনারেট করতে পারে।

গাড়িটি দৈর্ঘ্যে 2,974mm, উচ্চতায় 1,640mm এবং প্রস্থে 1,505mm। দুই দরজার এই ইলেকট্রিক গাড়িতে চারজনের সিট ক্যাপাসিটি রয়েছে। MG এই গাড়িতে বক্সি ডিজ়াইন দিয়েছে, যা ইভিটির স্পেস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ছোট হওয়া সত্ত্বেও গাড়িটির কেবিন স্পেসও যথেষ্ট। শহরের ব্যস্ত রাস্তায় কোনও ঝঞ্ঝাট ছাড়াই এই গাড়ি চালানো যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

MG Comet গাড়িটি আকারে ছোট ঠিকই। তবে তাতে বড় গাড়ির মতো একাধিক ফিচার্স রয়েছে। তার মধ্যেই উল্লেখযোগ্য হল একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম। Comet EV-র ইন্টিরিয়ারে রয়েছে টু-স্পোক স্টিয়ারিং হুইল, যা Apple iPod দ্বারা অনুপ্রাণিত কন্ট্রোল দেওয়া হয়েছে। ফোর সিটার লেআউটের এই গাড়িতে বর্ন ইভির মতোই স্পেস অ্যাডভান্টেজ রয়েছে।

সেফটির দিক থেকে এই গাড়িতে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, EBD সহযোগে ABS, রিয়ার পার্কিং সেন্সর, একটি স্পিড অ্যালার্ট সিস্টেম, TPMS, রিভার্স পার্কিং ক্যামেরা, একটি স্পিড-সেন্সিং ডোর লক ফাংশন, একটি সিট-বেল্ট রিমাইন্ডার সিস্টেম এবং ইম্যাক্ট সেন্সিং অটো ডোর-আনলক ফাংশন।

MG Comet EV-র দাম সম্পর্কে কোম্পানির তরফে অফিসিয়াল কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, Tata Tiago EV এবং Citroen eC3-র সঙ্গে প্রতিযোগিতায় নামানোর জন্য গাড়িটির দাম 10-12 লাখ টাকার মধ্যে রাখা হবে।

Next Article