Tata Tiago EV Price: MG Comet EV ভারতীয় বাজারে চালু হয়েছে। MG Comet EV বর্তমানে বাজারে সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি হয়ে উঠেছে। যার প্রারম্ভিক মূল্য 7.98 লক্ষ টাকা (এক্স-শোরুম)। MG Comet EV লঞ্চের পর থেকেই গাড়ি প্রেমীরা এটি Tata Tiago EV-এর সঙ্গে তুলনা করছেন। অনেকের মতে টাটা মোটরসের সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি টিয়াগো ইভিকে অনায়াকে টেক্কা দিতে পারে MG Comet EV। এর সঙ্গে তুলনা করার সবচেয়ে বড় কারণ হল দু’টি ইলেকট্রিক গাড়ির দাম 10 লাখ টাকা। তাহলে কে দৌড়ে এগিয়ে রয়েছে? চলুন গাড়ি দু”টির তুলনা করে দেখে নেওয়া যাক।
MG Comet EV Vs Tata Tiago EV: দামের পার্থক্য
MG Comet EV-এর প্রারম্ভিক মূল্য মাত্র 7,98,000 টাকা। একই সময়ে, Tata Tiago EV-এর বর্তমান প্রারম্ভিক (এক্স-শোরুম) মূল্য 8.69 লক্ষ টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম 11.99 লক্ষ টাকা।
ব্যাটারি এবং রেঞ্জের তুলনা:
MG Comet EV গাড়িটিতে 17.3kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা সিঙ্গেল চার্জে 230 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। একই সময়ে, Tiago EV-এ একটি 19.2 kWh ব্যাটারি রয়েছে, যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
চার্জিং টাইম কার কত?
MG Comet EV গাড়িটি 7 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একই সঙ্গে টাটা টিয়াগো ইভিতেও ডিসি ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। Tiago EV একটি DC ফাস্ট চার্জার দিয়ে মাত্র এক ঘন্টায় 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
ফিচারের দিক থেকে কে এগিয়ে?
MG Comet EV গাড়িটি ফিচারের দিক থেকে Tiago EV-এর থেকে ভাল। তবে Tiago EV-এর বসার জায়গা অনেক বড়। MG Comet EV-এ ওয়্যারলেস স্মার্টফোন কানেকশনের পাশাপাশি 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.25-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 55 টিরও বেশি কানেকশন ফিচার, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ডিজিটাল ব্লুটুথ কী, ভয়েস কমান্ড, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, পিছনের পার্কিং ক্যামেরা এবং সেন্সর রয়েছে।
অন্যদিকে, Tata Tiago EV-এ একটি 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, হারমানের 4টি স্পিকার, অটোমেটিক এসি, রেইন সেন্সিং ওয়াইপার, ক্রুজ কন্ট্রোল, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, EBD সহ ABS এবং রিয়ার ভিউ ক্যামেরা রয়েছে।