MG Air Electric: নতুন বছরের শুরুতেই ভারতে MG Motor-এর সস্তার ইলেকট্রিক গাড়ি, 150 Km রেঞ্জ, ফিচার কেমন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 29, 2022 | 5:33 PM

MG Air Electric Launch News: 2023 সালের শুরুতেই MG Motor তার সস্তার EV লঞ্চ করবে। ইন্দোনেশিয়ার মার্কেটে এই গাড়ির যে মডেল বিক্রি হয়, ভারতীয় ভার্সনটি সামান্য আলাদা করা হবে। পরিবর্তিত হবে তার নামও।

MG Air Electric: নতুন বছরের শুরুতেই ভারতে MG Motor-এর সস্তার ইলেকট্রিক গাড়ি, 150 Km রেঞ্জ, ফিচার কেমন?
এবার ভারতেও আসছে MG Air Electric ।

Follow Us

MG Motor Cheapest EV: MG Motor তার সবথেকে সস্তার ইলেকট্রিক গাড়িটি লঞ্চ করতে চলেছে ভারতে। সংস্থার তরফে এদিন ঘোষণা করা হয়েছে, 2023 সালের শুরুতেই MG Motor তার সস্তার EV লঞ্চ করবে। এই ইলেকট্রিক গাড়িটি Air EV-র উপরে ভিত্তি করে নির্মিত হয়ছে, যা ইতিমধ্যেই MG Motor এর সহোদর ব্র্যান্ড Wuling বিক্রি করছে। নতুন ইলেকট্রিক গাড়িটির কোডনেম E230, ইন্দোনেশিয়ার মার্কেটে গাড়ি এর মধ্যেঅ লঞ্চ করা হয়েছে। তবে ভারতের রাস্তা, পরিবেশ এবং সর্বোপরি আবহওয়ার কথা মাথায় রেখে সেই ভারতীয় ভার্সনটিতে একাধিক পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এ-ও খবর মিলেছে যে, গাড়িটি ভারতের রাস্তায় টেস্টিংও হয়েছে।

এদিকে আবার MG Motor তার আসন্ন সস্তার ইলেকট্রিক গাড়ির নামও পরিবর্তন করতে পারে। Air EV-র ভারতীয় ভার্সনের নাম অন্য কিছু হবে বলেই মনে করা হচ্ছে। এখন এমজি মোটরের এই ইভি-র নাম কী হতে চলেছে, তা তখনই বোঝা যাবে যখন 2023 সালের শুরুতে গাড়িটি ভারতে লঞ্চ হবে। তবে এটুকু নিশ্চিত হওয়া গিয়েছে যে, গ্লোবাল স্মল ইলেকট্রিক ভেহিকলস (GSEV) প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করেই নির্মিত হচ্ছে গাড়িটি। প্ল্যাটফর্মটি বিভিন্ন বডি স্টাইলের জন্য অ্যাডাপ্ট করা হতে পারে বলেও জানা গিয়েছে।

ইন্ডিয়া-স্পেসিফিক হওয়ার ফলে গাড়িটিতে একাধিক পরিবর্তন হতে পারে। উদাহরণস্বরূপ, এই গাড়িতে একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে যা প্রচণ্ড গরমে হ্যান্ডেল করতে পারবে এবং উন্নত ক্লাইমেট কন্ট্রোল ইউনিটও অফার করবে। এছাড়া এই ইলেকট্রিক হ্যাচব্যাকে MG ব্যাজ দেওয়া হবে, যখন এটি ভারতে লঞ্চ হবে।

তবে সস্তার এই ইলেকট্রিক গাড়ির ডিজ়াইন মজাদার, কিউট এবং অত্যন্ত আকর্ষণীয় করা হচ্ছে। গাড়িটি আকার ও আয়তনে বেশ ছোট, শহরের দৈনন্দিন কাজকর্মের জন্যই তৈরি করা হয়েছে। গাড়িতে থাকছে দুটি বড় দরজা, যেগুলি ইনগ্রেস ও ইগ্রেসের কাজটা সহজ করে দেবে।

এই ইলেকট্রিক ভেহিকলের আপ-ফ্রন্টে ফুল-উইধ লাইট বার এবং একটি ক্রোম স্ট্রিপ থাকছে, যা এর প্রান্ত জুড়ে রিয়ারভিউ মিরর পর্যন্ত পৌঁছে গিয়েছে। গ্লোবাল মার্কে Air EV গাড়িটি স্টিল হুইল সহযোগে অফার করা হয়। তবে ভারতে তা সামান্য পরিবর্তিত হতে পারে। খুব সম্ভবত এ দেশের রাস্তার কথা মাথায় রেখে এই গাড়িতে থাকতে পারে অ্যালয় হুইল বা স্টাইলিশ হুইল। MG Motors-এর অন্যান্য গাড়ির মতো এটিতেও একাধিক আকর্ষণীয় ফিচার দেওয়া হবে।

এই গাড়িতে কী ব্যাটারি দেওয়া হবে এবং তার ক্যাপাসিটি কী হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, 20-25 kWh ব্যাটারি থাকতে পারে এই গাড়িতে। গাড়িটির রেঞ্জ হতে চলেছে 150 Km। অর্থাৎ একবার চার্জেই এই গাড়িটি 150 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে। এছাড়া গাড়িটির ইলেকট্রিক মোটরের পাওয়ার আউটপুট 40 bhp হবে, যা সিটি কমিউটার্স এবং ডিউটির ক্ষেত্রে যথেষ্ট।

Next Article