Comet EV Price: জনপ্রিয় গাড়ি কোম্পানি MG Motors চলতি বছরের 26 এপ্রিল ভারতীয় বাজারে নতুন বৈদ্যুতিক গাড়ি Comet EV লঞ্চ করেছে। এটিতে দেশের সবচেয়ে ছোট এবং সস্তা বৈদ্যুতিক গাড়ি বলা হচ্ছে। আর তার ফলেই এটি বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এই গাড়িটির দিকে ঝুঁকছেন। গাড়িতে এয়ারব্যাগ, TPMS, ABS, EBD-এর মতো ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গে রিভার্স পার্কিং ক্যামেরা, ISOFIX চাইল্ড অ্যাঙ্করেজ, থ্রি পয়েন্ট সিটবেল্টও দেওয়া হয়েছে এতে। Comet EV-এর প্রারম্ভিক মূল্য মাত্র 7,98,000 টাকা, মানে এটি Tata Tiago EV থেকেও সস্তা। যার কারণে গাড়িটিকে অনেক নিরাপদ বলে মনে করছেন অনেকেই। কিন্তু যে কোনও জিনিস কেনার আগে সব সময় তার সম্পর্কে সমস্ত তথ্য ভাল করে জেনে নেওয়া দরকার।
গাড়ির ডিজাইন কেমন?
প্রথম নজরে এই গাড়িটি আপনার কাছে খুব ছোট মনে হতে পারে। কিন্তু এটিই তার বিশেষত্ব। শহরের যানজটে গাড়ি চালানোর সময় এই ছোট গাড়িটিই আপনাকে এগিয়ে নিয়ে যাবে সবার আগে। এটা দেখে কারও কারও মনে পড়তে পারে টাটার গাড়ি ন্যানোর কথা। এমনকি এটিকে কিছুটা মারুতির ওয়াগন আর (Maruti Wagon R)-এর মতোও মনে হতে পারে। কোম্পানির মতে, এই গাড়িটি সেই সমস্ত লোকদের জন্য তৈরি করা হয়েছে, যারা শহরের রাস্তায় বেশি ড্রাইভিং করেন।
দেখতে কেমন?
গাড়িটির দৈর্ঘ্য তিন মিটারেরও কম। যদিও এর প্রস্থ 1505 মিমি, উচ্চতা 1640 মিমি এবং এর হুইলবেস 2010 মিমি। গাড়ির টার্নিং রেডিয়াস মাত্র 4.2 মিটার, তাই খুব ছোট জায়গায়ও ঘুরতে সমস্যা হয় না। এটি চারজনের জন্য তৈরি করা হয়েছে। গাড়িটিতে দু’টি গেট রয়েছে। পিছনের সিটে বসার জন্য সামনের সিটটিকে কিছুটা এগতে হবে। আপনি এতে একটি কেবিন স্পেস পাবেন। গাড়িতে লাগেজ রাখার বিশেষ জায়গা রয়েছে।
ফিচার দেখে নিন:
কোম্পানি এটিতে অনেকগুলি দুর্দান্ত সব ফিচার দিয়েছে। ফিচার হিসেবে এতে সিন্থেটিক লেদার সিট, লেদার কভারড স্টিয়ারিং হুইল, 10.25 ইঞ্চি ইন্টিগ্রেটেড ফ্লোটিং ওয়াইড স্ক্রিন দেওয়া হয়েছে। দু’টি স্ক্রিনের আকারই 10.25 ইঞ্চি। এক স্ক্রিনে দেওয়া হয়েছে ইনফোটেইনমেন্ট সিস্টেম। দ্বিতীয় স্ক্রিনে গাড়ির রেঞ্জ, ব্যাটারি স্ট্যাটাস, ড্রাইভ মোড, স্পিড এই সব দেখা যাচ্ছে। এছাড়াও স্টিয়ারিং-এ Apple iPod-এর মতো বোতাম রয়েছে, যেগুলি দেখতে দারুণ। গাড়ির বাইরের অংশে কানেক্টেড ডিআরএল, এলইডি হেডলাইট, এলইডি টেললাইটের পাশাপাশি পেছনে কানেক্টেড লাইট দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে Comet EV-এ 17.3 Kwh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 100% চার্জ হতে সময় লাগে সাত ঘণ্টা। কোম্পানির দাবি, এটি 230 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। অন্যদিকে মোটরটির কথা বললে এটিকে দেওয়া হয়েছে পারমানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর। এই মোটর থেকে, গাড়িটি 40 হর্সপাওয়ারের শক্তি সহ 110 নিউটন মিটার টর্ক তৈরি করে। এতে অটোমেটিক ট্রান্সমিশন দেওয়া হয়েছে। যার কারণে গাড়ি চালানো খুব সহজ হয়ে যায়।