পেট্রল-ডিজ়েল দু’রকম ইঞ্জিনের Tata Safari-ই এবার আরও আপগ্রেডেড, জোর ধাক্কার আশঙ্কা Mahindra-র

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 21, 2023 | 1:08 PM

Tata Safari 2024: Tata Safari 2024 কে ভারতীয় রাস্তায় বেশ কয়েকবার পরীক্ষা করতে দেখা গিয়েছে। এই নতুন মডেলে পাবেন আকর্ষনীয় ডিজাইন এবং উন্নত ফিচারের কেবিন। নতুন Safari-এর স্টাইলিং অনেকটা Harrier EV-এর মতো।

পেট্রল-ডিজ়েল দুরকম ইঞ্জিনের Tata Safari-ই এবার আরও আপগ্রেডেড, জোর ধাক্কার আশঙ্কা Mahindra-র

Follow Us

ভারতীয় বাজারে Tata Motors-এর বিরাট জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে প্রাধান্য দিয়েই কোম্পানিটি একের পর এক গাড়ি বাজারে আনছে। সেই মতোই Tata Motors এই আর্থিক বছরের শেষ হওয়ার আগেই তার 3 SUV-এর আপগ্রেড ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এক মিডিয়া রিপোর্ট অনুসারে, নতুন Nexon 2023 সালের আগস্টের মধ্যে বাজারে আসতে পারে। আর নতুন Harrier 2023 সালের শেষের দিকে লঞ্চ করা হবে। এখানেই শেষ নয়, 2024-এ Tata Safari আনতে চলেছে কোম্পানিটি। এছাড়াও, কোম্পানি চলতি বছরে Punch EV এবং পরের বছর Curve SUV coupe লঞ্চ করবে। প্রচুর মানুষ বর্তমানে Tata Safari-এর জন্য অপেক্ষা করে রয়েছেন। এতে অনেক আপডেট করছে কোম্পানিটি। এই SUVটি Mahindra XUV700-কে অনায়াসে টেক্কা দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

ডিজাইন ও ইন্টেরিয়র:

Tata Safari 2024 কে ভারতীয় রাস্তায় বেশ কয়েকবার পরীক্ষা করতে দেখা গিয়েছে। এই নতুন মডেলে পাবেন আকর্ষনীয় ডিজাইন এবং উন্নত ফিচারের কেবিন। নতুন Safari-এর স্টাইলিং অনেকটা Harrier EV-এর মতো। Harrier EV অটো এক্সপো 2023-এ সামনে আনা হয়েছিল। নতুন এই মডেলটিতে LED হেডল্যাম্প সহ একটি নতুন ফ্রন্ট ফ্যাসিয়া রয়েছে। পিছনের দিকে নতুন এলইডি টেল-লাইট এবং একটি আপডেট করা টেলগেট এবং একটি নতুন বাম্পার পাওয়া যাবে। নতুন অ্যালয় হুইল ছাড়া সাইড প্রোফাইলে এখনও অবধি কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও এই নতুন মডেলটিতে 19-ইঞ্চি বড় অ্যালয় হুইল পেয়ে যাবেন।

উন্নত সব ফিচার রয়েছে:

এই Tata Safari 2024-এর কেবিনে বিরাট বড় কোনও পরিবর্তন থাকবে বলে আশা করা যায় না। কারণ কোম্পানিটি সম্প্রতি তেমন কিছুই জানায়নি। তবে AT ভ্যারিয়েন্টে ল্যান্ড রোভার গিয়ার লিভার, নতুন সিট এবং কিছু অন্যান্য পরিবর্তন পাওয়ার সম্ভাবনা রয়েছে। SUV-টিতে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 7-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অটোমেটিক ওয়েদার কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ এই সব ফিচার পেয়ে যাবেন। এছাড়াও এই এসইউভিটিতে 6টি এয়ারব্যাগ, EBD সহ ABS, ব্রেক অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অন্যান্য অনেক সিকিউরিটি ফিচার দেওয়া হয়েছে।

Next Article