Odysse Electric: সস্তার সহজ কিস্তিতে দুর্ধর্ষ এই E-Bike আপনি এখন ফ্লিপকার্টেও পেয়ে যাবেন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 16, 2023 | 4:15 PM

Flipkart এর সঙ্গে জুটি বেঁধেছে Odysse Electric। সংস্থার প্রত্যেকটি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার প্রি-বুকিং থেকে শুরু করে কেনা পর্যন্ত সবই আপনি এবার ফ্লিপকার্ট থেকে করতে পারবেন।

Odysse Electric: সস্তার সহজ কিস্তিতে দুর্ধর্ষ এই E-Bike আপনি এখন ফ্লিপকার্টেও পেয়ে যাবেন
দুর্দান্ত ইলেকট্রিক বাইক এবার ফ্লিপকার্টে।

Follow Us

E-Scooter: দেশি ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Odysse Electric এর ঝুলিতে এই মুহূর্তে বেশ কয়েকটি মডেল রয়েছে। কিন্তু দেশের সর্বত্র সংস্থাটির শোরুম নেই, যে কারণে অনেককেই Odysse Electric স্কুটার কিনতে গিয়ে সমস্যায় পড়তে হয়। সেই চিন্তাভাবনা থেকেই Flipkart এর সঙ্গে জুটি বেঁধেছে Odysse Electric। সংস্থার প্রত্যেকটি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার প্রি-বুকিং থেকে শুরু করে কেনা পর্যন্ত সবই আপনি এবার ফ্লিপকার্ট থেকে করতে পারবেন। তার থেকেও বড় কথা হল, একবারে মোটা টাকা দিয়ে আপনি যদি Odysse ইলেকট্রিক বাইক বা স্কুটারগুলি ক্রয় করতে না পারেন, তাহলে ফ্লিপকার্ট থেকে সহজ কয়েকটি কিস্তির মাধ্যমে তা বাড়ি নিয়ে আসতে পারেন। সেই সঙ্গেই আবার থাকছে লঞ্চ অফার, এক্সক্লুসিভ ডিল, ডিসকাউন্ট এবং বিভিন্ন ফাইন্যান্সিং স্কিম।

Odysse-র লাইন-আপে রয়েছে Vader নামক একটি ইলেকট্রিক বাইক। চমৎকার সেই ই-বাইকের দাম বেশ কম। Odysse Vader ই-বাইকে রয়েছে সাত ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে, ইন্টারনেট অফ থিংস, চারটি ড্রাইভ মোড, 18 লিটারের স্টোরেজ, গুগল ম্যাপ নেভিগেশন। তার ঠিক পরেই আর একটু বেশি রেঞ্জে রয়েছে Odysse Evoqis ইলেকট্রিক বাইক। আগের মডেলের মতোই এতেও রয়েছে প্রায় একই ফিচার, তবে বেশি রেঞ্জের কারণে তার দাম একটু বেশি।

Odysse ইলেকট্রিকের কাছে রয়েছে একটি দুর্ধর্ষ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার, যার নাম Odysse Hawk Plus। এই স্কুটারটিতে ক্রুজ় কন্ট্রোলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। রয়েছে Racer Lite V2 এবং E2Go Lite নামক দুটি লো-স্পিড ইলেকট্রিক স্কুটার।

Odysse Electric Vehicles প্রাইভেট লিমিটেডের সিইও নেমিন ভোহরা বলছেন, “আজকের যুগ যেখানে প্রযুক্তির দ্বারা চালিত, সেখানে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি সমাজের সমস্ত অংশের মানুষের কাছে সবকিছু পৌঁছে দেওয়ার অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। Flipkart এর সঙ্গে আমাদের পার্টনারশিপ হল একটি কৌশলগত পদক্ষেপ, যা আমাদের মডেলগুলিকে একটা বড় অংশের কাস্টমারের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।”

তবে শুধুই Odysse Electric নয়। ই-কমার্স প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই Matter, Okaya, and Bounce Infinity-র মতো বিভিন্ন ইলেকট্রিক স্কুটার ও বাইক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে জুটি বেঁধেছে। ফ্লিপকার্টে ইলেকট্রিক স্কুটার কেনার সবথেকে বড় সুবিধা হল, আপনি এখানে নানাবিধ ডিলস থেকে শুরু করে ডিসকাউন্ট, ফাইন্যান্স অপশন, EMI অপশন সহ আরও একাধিক অফার পেয়ে যাবেন।

Next Article