Okaya Faast F2F ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল, মাত্র 83,999 টাকায় 80 কিলোমিটার রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 28, 2023 | 2:22 PM

Okaya Faast F2F স্কুটারের দাম মাত্র 83,999 টাকা (এক্স-শোরুম)। লোডের উপরে নির্ভর করে স্কুটারটি তার সর্বাধিক স্পিড তুলতে পারবে, টপ স্পিড 55 km/h। একবার চার্জে এই ইলেকট্রিক স্কুটার 70/80 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলে জানা গিয়েছে।

Okaya Faast F2F ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল, মাত্র 83,999 টাকায় 80 কিলোমিটার রেঞ্জ
এক সপ্তাহের ব্যবধানে দুই নতুন ই-স্কুটার নিয়ে এল ওকায়া।

Follow Us

Okaya Electric ভারতে আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। সংস্থার লেটেস্ট প্রডাক্টটি যোগ করা হয়েছে Faast ইলেকট্রিক স্কুটারলাইন আপে, নাম Okaya Faast F2F। দেশে এই স্কুটারটি কম দামেই লঞ্চ করা হয়েছে, আর দাম মাত্র 83,999 টাকা (এক্স-শোরুম)। লোডের উপরে নির্ভর করে স্কুটারটি তার সর্বাধিক স্পিড তুলতে পারবে, টপ স্পিড 55 km/h। একবার চার্জে এই ইলেকট্রিক স্কুটার 70/80 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলে জানা গিয়েছে। কয়েক দিন আগেই ওকায়া ইলেকট্রিক আর একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছিল, যার নাম Faast F3। এই মুহূর্তে যাঁরা ইকোনমিক্যাল সিটি স্কুটারের খোঁজ করছেন, তাঁদের জন্য চমৎকার হতে পারে লেটেস্ট মডেলটি। মোট ছয়টি কালার অপশন রয়েছে এই নতুন স্কুটারের মেটালিক ব্ল্যাক, মেটালিক সিয়ান, ম্যাট গ্রিন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট।

Okaya Faast F2F: স্পেসিফিকেশনস

এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে 800W-BLDC হাব মোটর এবং একটি 60V36Ah (2.2 kWh) লিথিয়াম আয়ন LFP ব্যাটারি। তিনটি ড্রাইভিং মোড রয়েছে এই স্কুটারের- ইকো, সিটি এবং স্পোর্টস। এই তিন মোডই শহরের রাস্তার জন্য আদর্শ এবং একবার সম্পূর্ণ চার্জ হতে স্কুটারটি সময় নেয় মাত্র 4-5 ঘণ্টা। স্কুটারটির সর্বাধিক স্পিড 55 km/h এবং একবার চার্জে এই স্কুটার 70/80 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। ই-স্কুটারের ব্যাটারির সঙ্গে 2 বছর বা 20,000 কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

Okaya Faast F2F: ফিচার্স

এই স্কুটারের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং হাইড্রোলিক স্প্রিং-লোডেড রিয়ার শক অ্যাবজ়র্বার। টিউবলেস 10 ইঞ্চির টায়ারে চালিত এই ই-স্কুটার। Faast F2F ইলেকট্রিক স্কুটারে এছাড়াও রয়েছে স্টাইলিশ DRL হেডল্যাম্প, শার্প টেইলল্যাম্প এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে আপনার স্কুটার সংক্রান্ত সব তথ্য দেখে নিতে পারবেন।

Okaya Faast F2F নিয়ে কোম্পানি কী বলছে

নতুন লঞ্চ হওয়া Okaya Faast F2F ই-স্কুটার নিয়ে ওকায়া ইলেকট্রিকের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অংশুল গুপ্তা বলছেন, “উচ্চমানের ইলেকট্রিক স্কুটার এবং বিশ্বস্ত ইভি-র নতুন স্ট্যান্ডার্ড সেট করেছি আমরা এই লেটেস্ট ই-স্কুটারটি দিয়ে। আরামদায়ক এবং আড়ম্বরপূর্ণ Faast F2F শক্তি-দক্ষ এবং সমানভাবে আমাদের অন্যান্য স্কুটারের মতোই চমৎকার বিক্রয়োত্তর পরিষেবাও মিলবে। আমরা নিশ্চিত যে কম দামের এই ইলেকট্রিক স্কুটার বহু ভারতীয়ের মন জয় করবে।”

Next Article
Top-Rated Helmets: বাজারে দেদার বিকোচ্ছে হালকা অথচ মজবুত এই 5 হেলমেট, রেটিংও বেশ ভাল