₹1 লাখে Okaya Faast F3 হাজির, চোরের ‘কাজ’ কঠিন করে তুলবে 125 Km রেঞ্জের এই E-Scooter!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 11, 2023 | 3:41 PM

Okaya Faast F3 Price And Specs: একবার চার্জে এই স্কুটারের সর্বাধিক রেঞ্জ 125 Km। বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে 3.53 kWh লিথিয়াম আয়ন LFP ডুয়াল ব্যাটারি, যা পোর্টেবল ফর্মের। Faast F3-র দাম 99,999 টাকা।

₹1 লাখে Okaya Faast F3 হাজির, চোরের কাজ কঠিন করে তুলবে 125 Km রেঞ্জের এই E-Scooter!
অ্যান্টি থেফট ফিচারের কারণে এই ইলেকট্রিক স্কুটার চুরি করা দুঃসাধ্য কাজ।

Follow Us

Okaya EV তার নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে দিল। দিল্লির EV স্টার্ট-আপের সেই নতুন স্কুটারের নাম Okaya Faast F3। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জে এই স্কুটারের সর্বাধিক রেঞ্জ 125 Km। বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে 3.53 kWh লিথিয়াম আয়ন LFP ডুয়াল ব্যাটারি, যা পোর্টেবল ফর্মের। ওকায়ার নতুন ই-স্কুটারের সর্বাধিক স্পিড 70 Km/h। একবার সম্পূর্ণভাবে চার্জ হতে স্কুটারটি সময় নেয় মাত্র 4-5 ঘণ্টা। এই ইলেকট্রিক স্কুটারের দাম 99,999 টাকা। ব্যাটারি ও মোটর সমেত তিন বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে এই স্কুটারের সঙ্গে।

Okaya Faast F3-র গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং, রিভার্স মোড এবং পার্কিং মোড। পাশাপাশি টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং হাইড্রোলিক শক অ্যাবসর্বারও দেওয়া হয়েছে এই স্কুটারের পিছনে। নতুন ই-স্কুটার লঞ্চ করে Okaya Electric Vehicles-এর ম্যানেজিং ডিরেক্টর অনশুন গুপ্তা বলছেন, “চালকদের স্বস্তিদায়ক নিরাপদ রাইডিংয়ের অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে Okaya Faast F3 ইলেকট্রিক স্কুটার। এক্কেবারে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং ফিচার্সে ঠাসা এই দু-চাকা যান তাঁদের জন্য সেরা হতে চলেছে যাঁরা ইলেকট্রিক মোবিলিটিতে সুইচ করতে চাইছেন।”

মোট ছয়টি কালারে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার: মেটালিক ব্ল্যাক, মেটালিক সিয়ান, ম্যাট গ্রিন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট। লেটেস্ট ইলেকট্রিক স্কুটারটিতে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।

Okaya Faast F3 E-Scooter: ফিচার্স ও স্পেসিফিকেশনস

* হাই ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন LFP ব্যাটারি দেওয়া হয়েছে এই স্কুটারে, যা ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, “টু-ওয়ে রেডিও সিরিজ় থাকার ফলে অত্যন্ত গরম এবং ঠান্ডা এলাকায় অসামান্য তাপমাত্র বৈশিষ্ট্য দেখাতে পারে স্কুটারটি।”

* 2500W মোটর রয়েছে, যা কম্বাইন করা থাকছে 3.53 kWh ডুয়াল ব্যাটারির সঙ্গে। সংস্থার দাবি এই ই-স্কুটারের একবার চার্জে সর্বাধিক রেঞ্জ 125 কিলোমিটার এবং সর্বাধিক স্পিড 70 km/h। তিনটি রাইড মোড রয়েছে স্কুটারটির: ইকো, সিটি এবং স্পোর্টস।

* Faast F3 ইলেকট্রিক স্কুটারে 12 ইঞ্চির টিউবলেস টায়ার, টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে।

* অ্যান্টি-থেফ্ট ফিচারের মতো বৈশিষ্ট্য রয়েছে। স্কুটারটি যখন লক করা থাকবে, তখন তার চাকাগুলিও লক করা থাকবে। ফলে, এই স্কুটার কোনও ভাবে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না।

Next Article