OKaya Faast F3: 10 ফেব্রুয়ারি সস্তার হাই-স্পিড E-Scooter নিয়ে আসছে OKaya, একচার্জে 140Km রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 07, 2023 | 2:32 PM

E-Scooter News: OKaya Faast F3 ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক গতি হতে চলেছে 70 থেকে 80 km/h, যা বৈদ্যুতিক স্কুটারের নিরিখে অনেকটাই স্পিড। Ola-র কম দামি S1 Air স্কুটারের সঙ্গে টক্কর দিতেই Faast F3 মডেলটিকে বাজারে নামাচ্ছে ওকায়া।

OKaya Faast F3: 10 ফেব্রুয়ারি সস্তার হাই-স্পিড E-Scooter নিয়ে আসছে OKaya, একচার্জে 140Km রেঞ্জ
সস্তার নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে ওকায়া।

Follow Us

Okaya Electric তার নতুন ই-স্কুটার নিয়ে আসতে চলেছে ভারতে। সম্প্রতি দেশের এই টু-হুইলার EV প্রস্তুতকারক সংস্থাটি তার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আসন্ন বৈদ্যুতিক স্কুটারটি টিজ়ও করেছে। সেই ইলেকট্রিক স্কুটারের নাম OKaya Faast F3। সংস্থার তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, 10 ফেব্রুয়ারি, 2023-এ লঞ্চ করা হবে নতুন ই-স্কুটারটি। এই মুহূর্তে দেশি দু-চাকা ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাটির ঝুলিতে রয়েছে মোট তিনটি বিদ্যুচ্চালিত স্কুটার। OKaya Faast F3 হতে চলেছে সংস্থার চতুর্থ ইলেকট্রিক স্কুটার।

OKaya Faast F3: ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

মূলত দুরন্ত গতির দিকে লক্ষ্য রেখেই নতুন ই-স্কুটারটি লঞ্চ করতে চলেছে OKaya। Faast F3 ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক গতি হতে চলেছে 70 থেকে 80 km/h, যা বৈদ্যুতিক স্কুটারের নিরিখে অনেকটাই স্পিড। আসন্ন এই স্কুটারে 1200W মোটর দেওয়া হচ্ছে, যার পিক পাওয়ার হবে 2500W। দুর্ধর্ষ ব্যাটারি থাকছে স্কুটারটিতে। একজোড়া ব্যাটারি ব্যবস্থাপনার 3.5kWh Li-ion LFP দেওয়া হচ্ছে এই ওকায়া স্কুটারে, যা অনেক দিন ধরেই এই সেগমেন্টে প্রতীক্ষিত একটি ব্যাটারি সেটআপ। সেখান থেকেই মনে করা হচ্ছে, স্কুটারটি এক চার্জে 120Km থেকে 140Km পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে।

OKaya Faast F3: দাম কত হতে পারে?

তবে Faast F3 আনার আগেই বাজারে Faast F4 ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছিল OKaya। এই স্কুটারে রয়েছে 72V 30Ah LFP ব্যাটারি, যা 4.4 kWh পিক এনার্জি দিতে পারে। একবার চার্জে স্কুটারটি 140-160 km পর্যন্ত রেঞ্জ দিতে পারে। তার থেকেও বড় কথা হল, এই রেঞ্জ দিতে সক্ষম স্কুটারটি একবার চার্জ হতে সময়ও খুব কম নেয়, মাত্র 5-6 ঘণ্টা। Faast F4 ই-স্কুটারটি কুইক চার্জিং সাপোর্ট করে। এর মোট তিনটি রাইডিং মোড রয়েছে- ইকো, সিটি এবং স্পোর্টস। মডেলটির দাম 1.14 লাখ টাকা (এক্স-শোরুম)। সেখান থেকেই মনে করা হচ্ছে, Faast F4 স্কুটারের দাম যদি 1 লাখ টাকার বেশি হয়, তাহলে Faast F3 তার কম দামেই লঞ্চ করা হবে। Ola-র কম দামি S1 Air স্কুটারের সঙ্গে টক্কর দিতেই Faast F3 মডেলটিকে বাজারে নামাচ্ছে ওকায়া। সেই দিক থেকেই মনে করা হচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারের দাম বেশ কম হবে।

Okaya Electric: অন্যান্য ই-স্কুটার

Faast F4 বাদ দিয়ে এই মুহূর্তে Okaya Electric-এর ঝুলিতে রয়েছে আরও দুটি ইলেকট্রিক স্কুটার। তাদের মধ্যে একটি হল Okaya Freedum। এই স্কুটারে রয়েছে সিঙ্গেল 48V 30Ah লিথিয়াম ব্যাটারি প্যাক। স্কুটারটির 7-75 কিলোমিটার এবং একবার ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 5-6 ঘণ্টা। তবে এই ওয়াকা ফ্রিডাম ইলেকট্রিক স্কুটারের কোনও রাইডিং মোড নেই। রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প এবং LED ডেটাইম রানিং ল্যাম্প। এটি একটি স্লো স্পিডের ইলেকট্রিক স্কুটার, তাই তার সর্বাধিক গতি25 kmph। Okaya Freedum ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র 74,899 টাকা (এক্স-শোরুম)।

Okaya-র আর একটি ইলেকট্রিক স্কুটার হল ClassicIQ। এই স্কুটারে রয়েছে Freedum-এর মতো একই ব্যাটারি প্যাক। সেই 48V 30Ah লিথিয়াম ব্যাটারি প্যাকটি একবার চার্জে 60-70 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এটিও একটি স্লো-স্পিড ইলেকট্রিক স্কুটার। এর সর্বাধিক স্পিড 25 Kmph। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই স্কুটারে রয়েছে LED লাইটিং এবং LED ডেটাইম রানিং ল্যাম্প। Okaya ClassicIQ ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র 74,499 টাকা (এক্স-শোরুম)।

Next Article