Ola E-Scooter Financing Options: খুব অল্প সময়ের মধ্যেই দেশের একটা বড় অংশের মানুষের পছন্দের ইলেকট্রিক স্কুটার হয়ে উঠেছে Ola S1 এবং Ola S1 Pro। এখনও এমন অনেক মানুষই আছেন, যাঁরা ই-স্কুটারটি কেনার চিন্তাভাবনা করেও পারছেন না। কারণ, একসঙ্গে 1 লাখ টাকার কিছু বেশি অর্থ খরচ করা সত্যিই অনেকের কাছে মুশকিলের। এবার সেই সমস্যার সুরাহা করতে একধাপ এগোল Ola Electric। ইভি প্রস্তুতকারক সংস্থাটি IDFC First Bank এবং L&T Financial Services-এর সঙ্গে জুটি বেঁধে 60 মাসের লোনের অপশন নিয়ে হাজির হয়েছে। আর তাতে ইন্ডাস্ট্রির সবথেকে কম সুদের হারও দিতে হবে, যা মাত্র 6.99 শতাংশ। ঋণের মাধ্যমে এই ওলার কোনও ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে কাস্টমারদের এক পয়সাও ডাউন পেমেন্ট দিতে হবে না। Ola গ্যারান্টি দিচ্ছে, এই মুহূর্তে তারা সবথেকে সস্তার EMI অফার কাস্টমারদের জন্য নিয়ে এসেছে।
এর আগে অন্য আরও ব্যাঙ্ক এবং NBFC ইলেকট্রিক টু-হুইলারের সঙ্গে 36 মাসের EMI অফার করছিল। কিছু কিছু ব্যাঙ্ক বড়জোড় 48 মাস পর্যন্ত EMI অফার দিচ্ছিল। এখন Ola Electric বড় চমক দিল। এক্কেবারে 60 মাস বা পাঁচ বছরের জন্য এই ইলেকট্রিক স্কুটারের এই লোন তারা দেশে তাদের প্রতিটি এক্সপিরিয়েন্স সেন্টার থেকেই অফার করতে চলেছে। এই সব Ola Experience Centerগুলিতে গেলেই আপনাকে পছন্দের ই-স্কুটারের উপরে ফাইন্যান্সিং অপশন সম্পর্কে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে। তবে, বুকিং এবং কেনা এই দুটি কাজ আপনাকে Ola App থেকেই করতে হবে।
দেশে এই মুহূর্তে Ola Electric-এর প্রায় 700 এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে। চলতি বছরের অগস্ট মাসের মধ্যেই সংস্থাটি দেশে 1000তম রিটেল আউটলেটটি খুলতে চলেছে। ওলা ইলেকট্রিকের ঝুলিতে এই মুহূর্তে মোট তিনটি ইলেকট্রিক স্কুটার রয়েছে: S1 Air, S1 এবং S1 Pro। চলতি বছরের জুলাই মাস থেকেই S1 Air ইলেকট্রিক স্কুটারটির ডেলিভারি শুরু হবে দেশে।
লোনের এই সময়সীমা বাড়ানো নিয়ে Ola-র চিফ বিজ়নেস অফিসার অঙ্কুশ আগরওয়াল বলছেন, “ইলেকট্রিক ভেহিকলের বাজারে নেতৃত্বস্থানীয় জায়গা থেকে আমরা দেশের সমস্ত প্রান্তের মানুষকে সুবিধা করে দিতে ফাইন্যান্সিয়াল পার্টনারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের এই নতুন অফারগুলি আরও বেশি পরিমাণে মানুষকে Ola-র ইলেকট্রিক স্কুটারের প্রতি আকর্ষিত করবে। ফাইন্যান্সিংয়ের এই অপশনগুলি ইভির মালিকানার খরচ আইসিই ভেহিকলের মালিকানার তুলনায় এক্কেবারে অর্ধেক করে দিয়েছে।”
FAME II ভর্তুকিতে সাম্প্রতিক সংশোধনের ফলে বৈদ্যুতিক দু-চাকা যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যা সাময়িক ভাবে হলেও বিক্রিবাট্টাকে প্রভাবিত করবে। তবুও ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থাগুলি যেসব ফাইন্যান্সিংয়ের সহজতর অফার নিয়ে হাজির হচ্ছে, সেগুলিতে একবারে মোটা টাকা দিয়ে ই-স্কুটার দেওয়ার পরিবর্তে মাসিক কিস্তিতে শোধ করার পক্ষে অনেকটাই সুবিধাজনক করে তুলবে।