এক বছরে 2.5 লাখ ইলেকট্রিক স্কুটার বিক্রি করে Ola Electric-এর রেকর্ড
21 ডিসেম্বরের বাহন ডেটা অনুসারে, চলতি বছরে রিটেল ইলেকট্রিক টু-হুইলার সেলের নিরিখে ওলা ইলেকট্রিক 131 শতাংশ ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। এই পরিসংখ্যান আরও বাড়তে চলেছে। কারণ, বছর শেষ হতে এখনও 10টা দিন হাতে রয়েছে। গত বছরের ঠিক এই সময়েই ওলা ইলেকট্রিক দেশের বাজারে 1,09,395 ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রয় করেছিল।
রেকর্ড গড়ল Ola Electric। চলতি বছরে সর্বাধিক ইলেকট্রিক স্কুটার বিক্রয়ের নজির সৃষ্টি করল বেঙ্গালুরুর ব্র্যান্ডটি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তারা 1 জানুয়ারি, 2023 থেকে 21 ডিসেম্বর, 2023 পর্যন্ত সময়কালে মোট 2,52,647টি ইলেকট্রিক স্কুটার বিক্রয় করেছে দেশের বাজারে। প্রথম ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা হিসেবে এক ক্যালেন্ডার-বর্ষে 2.5 লাখেরও বেশি ইউনিট বিক্রয় করল ওলা ইলেকট্রিক। পরিসংখ্যান বলছে, এই বছরের শেষ সপ্তাহ পর্যন্ত ভারতে বিক্রি হওয়া 8,28,537 বৈদ্যুতিক দু’চাকা যানের 31 শতাংশই বিক্রয় করেছে ভাবিশ আগরওয়ালের স্টার্ট-আপটি।
21 ডিসেম্বরের বাহন ডেটা অনুসারে, চলতি বছরে রিটেল ইলেকট্রিক টু-হুইলার সেলের নিরিখে ওলা ইলেকট্রিক 131 শতাংশ ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। এই পরিসংখ্যান আরও বাড়তে চলেছে। কারণ, বছর শেষ হতে এখনও 10টা দিন হাতে রয়েছে। গত বছরের ঠিক এই সময়েই ওলা ইলেকট্রিক দেশের বাজারে 1,09,395 ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রয় করেছিল।
খুচরো বিক্রিবাট্টা ধারাবাহিকভাবে প্রতি মাসে প্রায় 20,000 ইউনিটের গড় হিসাবে বেড়েছে। আর সেখান থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে, ওলার ইলেকট্রিক স্কুটারের কী পরিমাণ চাহিদা দেশের বাজারে তৈরি হয়েছে। বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে ওলা 18,353 ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছিল। তারপর 20,000 এর ইউনিট টপকাতে সংস্থাটিকে বেশি অপেক্ষা করতে হয়নি। মার্চ মাসেই 21,434 ইউনিট বিদ্যুচ্চালিত স্কুটার বিক্রি করে। আবার, উৎসবের মরশুমে নভেম্বর মাসে ওলা ইলেকট্রিক সর্বমোট 29,898 ইউনিট বিক্রি করে।
পুরো 12 মাসের জন্য ওলা ইলেকট্রিকের মার্কেট শেয়ার 30.50 শতাংশে দাঁড়িয়েছে। অন্য দুই বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতারা অর্থাৎ TVS ও Ather Energy চলতি বছরে ছয়-অঙ্কের সেলস মার্ক অতিক্রম করেছে। যদিও তারা ওলার ধারেকাছে নেই। TVS মোটর কোম্পানি যেখানে 1,62,399 ইউনিট বিক্রয় করে 19.60 শতাংশের শেয়ার ধরে রেখেছে, সেই জায়গায় Ather Energy 1,01,940 ইউনিট বিক্রি করে 12.30 শতাংশের শেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছে।
এদিকে Ola Electric চলতি বছরেই তাদের S1 পোর্টফোলিওর সুবিস্তার করেছে। এই সেগমেন্টে ব্র্যান্ডটি মোট পাঁচটি ইলেকট্রিক স্কুটার যোগ করেছে। এদের মধ্যে S1 X (2kWh) বাইকের দাম শুরু হচ্ছে 90,000 টাকা থেকে। এটিই এখন ওলার সবথেকে সস্তার ইলেকট্রিক স্কুটার।