Ola S1 Pro চুরি করেছিল প্যাকার্স অ্যান্ড মুভার্স, লোকেশন ট্র্যাকিং ফিচারের সাহায্যেই মালিকের কাছে ফিরে এল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 15, 2023 | 4:28 PM

Ola Electric Scooter-এর ট্র্যাকিং ফিচার এবার এক চালকের জন্য ব্যাপক উপকারী হিসেবে প্রমাণিত হল। তিনি স্কুটারটি কিনেছিলেন। কিন্তু ডেলিভারি পাননি। কারণ, মাঝপথে তা চুরি হয়ে গিয়েছিল। সেই স্কুটারই তিনি শেষমেশ ফিরে পেলেন।

Ola S1 Pro চুরি করেছিল প্যাকার্স অ্যান্ড মুভার্স, লোকেশন ট্র্যাকিং ফিচারের সাহায্যেই মালিকের কাছে ফিরে এল
ফিচারই ফেরাল চুরি যাওয়া স্কুটার।

Follow Us

Ola S1 Pro Theft: প্রতিটি ইলেকট্রিক স্কুটারেই থাকে অনবোর্ড GPS। নেভিগেশনের কাজে লাগে, পাশাপাশি বিভিন্ন স্মার্টফোন ফিচারের সঙ্গেও ব্যবহারকারীদের কানেক্টেড থাকতে সাহায্য করে। Ola Electric Scooter-এর সেই ট্র্যাকিং ফিচার এবার এক চালকের জন্য ব্যাপক উপকারী হিসেবে প্রমাণিত হল। তিনি স্কুটারটি কিনেছিলেন। কিন্তু ডেলিভারি পাননি। কারণ, মাঝপথে তা চুরি হয়ে গিয়েছিল। সেই স্কুটারই তিনি শেষমেশ ফিরে পেলেন। টুইটারে সমগ্র ঘটনাটির বিবরণ দিয়ে Ola Electric এবং যোধপুর পুলিশের কাছে ধন্যবাদ জানিয়েছেন অঞ্জলি পাল নামের এক মহিলা।

দিন কয়েক আগেই অঞ্জলি তাঁর স্কুটারের বেশি কিছু জরুরি তথ্য দিয়ে সেটিকে ট্র্যাক করার অনুরোধ জানিয়েছিলেন Ola Electric-এর কাছে। তবে সব তথ্য বিশদে তিনি প্রকাশ করেননি। তার কয়েক দিনের মধ্যেই তিনি আর একটি টুইট করলেন, যেখানে দেখা গেল তিনি সেই চুরি যাওয়ার স্কুটারের পাশেই দাঁড়িয়ে রয়েছেন। সেই পোস্টেই তিনি ওলা ইলেকট্রিক এবং যোধপুর পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, স্কুটারটি উদ্ধার করা হয় জয়পুর থেকে যা যোধপুর থেকে 300 কিলোমিটার দূরে।

ছবিটি দেখে বোঝা গিয়েছে, চোরেরা এই স্কুটারটি নিয়ে একটি কার্গোতে করে অন্য শহরে পাঠানোর পরিকল্পনা করেছিল। কারণ, তারা স্কুটারটিকে প্যাক করেছিল। তবে Ola Electric-এর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে স্কুটারটিকে ট্র্যাক করতে সক্ষম হয় পুলিশ। প্রসঙ্গত, Ola S1 Pro-সহ এই মুহূর্তে মার্কেটে আরও একাধিক ই-স্কুটারে রয়েছে লাইভ ট্র্যাকিং ফিচার। তবে ওই স্কুটারের চালক অঞ্জলি জানান যে, তিনি সেই ফিচার সম্পর্কে অবগত ছিলেন না এবং ওলা ইলেকট্রিক সেটিকে উদ্ধার করতে সাহায্য করে।


এখন কোনও স্কুটারে যদি লোকেশন ট্র্যাকিং ফিচার না-ও থাকে, তাহলেও তাতে আলাদা করে অ্যান্টি-থেফট ডিভাইস যোগ করা যায়। গাড়িচুরির ঘটনা কমাতে এ এক অনন্য প্রযুক্তি। আধুনিক যানবাহনে ইমোবিলাইজারের উপস্থিতি সত্ত্বেও, চোররা এখনও সেগুলি চুরি করতে উন্নত সরঞ্জাম ব্যবহার করতে পারে। স্টিয়ারিং লক, গিয়ার লক, হুইল লক এবং জিপিএস ট্র্যাকারগুলি এই জাতীয় পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর বিকল্প। এই ডিভাইসগুলি বিভিন্ন বৈশিষ্ট্য অফার করে, যেমন চালককে আনঅথরাইজ়ড ইগনিশন সম্পর্কে নোটিফাই করাএবং ইঞ্জিনটিকে রিমোট উপায়ে অক্ষম করা ইত্যাদি।

কিছু অ্যান্টি থেফট ডিভাইসে আবার GPS ফেন্স, যা স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন টার্ন অফ করে, যদি ভেহিকলটি একটি নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করে। এই অ্যান্টি-থেফট ডিভাইসগুলি সমস্ত ধরনের গাড়িতেই আপনি বসাতে পারেন, তা সে ইলেকট্রিক হোক বা ICE হোক। তবে তার জন্য কিছু সাবস্ক্রিপশন ফি লাগে GPS মেইন্টেন করার জন্য। পাশাপাশি ডিভাইসের ইন্টারনেট কানেক্টিভিটি সচল রাখার জন্যও এই ফি দিতে হয়। GPS-এর মাধ্যমে সাম্প্রতিক অতীতে গুচ্ছের গাড়ি উদ্ধার করা হয়েছে।

Next Article