AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ola-র সবথেকে কম দামি ই-স্কুটার S1X এবং Ola S1X+ লঞ্চ হয়ে গেল, দাম মাত্র 79,999 টাকা

Ola S1X ইলেকট্রিক স্কুটারটি মোট দুটি ব্যাটারি প্যাকের অপশনে অফার করা হচ্ছে। তাদের মধ্যে 2kWh ব্যাটারি প্যাকের মডেলটি পাওয়া যাবে 89,999 টাকায়। তবে ইন্ট্রোডাক্টারি অফারে তা 21 অগস্ট পর্যন্ত এই দামে পাওয়া যাবে। এই বাইকটিরই একটি 2kWh ব্যাটারি প্যাক ভার্সন রয়েছে, যার দাম 79,999 টাকা।

Ola-র সবথেকে কম দামি ই-স্কুটার S1X এবং Ola S1X+ লঞ্চ হয়ে গেল, দাম মাত্র 79,999 টাকা
এসে গেল সবথেকে সস্তার ইলেকট্রিক স্কুটার।
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 5:02 PM
Share

দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল Ola Electric। সেই মডেল দুটি হল Ola S1X এবং Ola S1X+। ওলা ইলেকট্রিকের S1 লাইন-আপের সবথেকে সস্তার মডেল হল এই দুটি। এদের মধ্যে Ola S1X এর দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে এবং Ola S1X+ স্কুটারের দাম শুরু হচ্ছে 99,999 টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের।

Ola S1X ইলেকট্রিক স্কুটারটি মোট দুটি ব্যাটারি প্যাকের অপশনে অফার করা হচ্ছে। তাদের মধ্যে 2kWh ব্যাটারি প্যাকের মডেলটি পাওয়া যাবে 89,999 টাকায়। তবে ইন্ট্রোডাক্টারি অফারে তা 21 অগস্ট পর্যন্ত এই দামে পাওয়া যাবে। এই বাইকটিরই একটি 2kWh ব্যাটারি প্যাক ভার্সন রয়েছে, যার দাম 79,999 টাকা। এই দামও অফারেই পাওয়া যাবে 21 অগস্ট পর্যন্ত। তারপরে স্কুটারের দাম হয়ে যাবে 89,999 টাকা। চলতি বছরের ডিসেম্বর থেকে দুটি স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে।

Ola S1X+ স্কুটারে একটাই মাত্র 3kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সেই মডেলের দাম 99,999 টাকা। তবে এটিও ইন্ট্রোডাক্টারি অফারেই পাওয়া যাবে 21 অগস্ট পর্যন্ত। তারপরে এই ইলেকট্রিক স্কুটারের দাম হয়ে যাবে 1,09,999 টাকা। সেপ্টেম্বরের শেষ থেকেই স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে।

3kWh ব্যাটারি ভার্সনেক মডেলটির রেঞ্জ একচার্জে 151 km। সেই S1+ ই-স্কুটারের সর্বাধিক স্পিড 90 kmph এবং এটি 0-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে অ্যাক্সিলারেট করতে সময় নেয় মাত্র 3.3 সেকেন্ড। এই ই-স্কুটারের বুট স্পেস 34 লিটারের এবং ফ্ল্যাট ফোর থাকার দৌলতে স্কুটারটি আরও প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে।

স্কুটারটি মাল্টি-টোন ডিজ়াইন ল্যাঙ্গুয়েজে অফার করা হচ্ছে। যার অর্থ হল এর অর্ধেকাংশ কালো এবং বাকিটা অন্য কোনও রং থাকছে, তা সাদা বা লাল ইত্যাদি একাধিক রঙের। হেডল্যাম্পের জন্য এই স্কুটারে রয়েছে একটি ভিন্ন কাউল, সার্কুলার মিররস এবং একটি নতুন ডিসপ্লে।

অ্যালয় হুইলের পরিবর্তে স্কুটারটিতে স্টিল রিম ব্যবহার করা হয়েছে। Gen 2 প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে নির্মিত হয়েছে স্কুটারটি। S1 এবং S1 Air এই স্কুটার দুটিও তৈরি হয়েছে সেই একই প্ল্যাটফর্মে। স্কুটারের চ্যাসিস সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক রয়েছে সামনে এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার দেওয়া হয়েছে। অন্য দিকে স্কুটারের ব্রেকিং ডিউটির জন্য সামনে ও পিছনে ড্রাম ব্রেক রয়েছে।