One Electric Scooter: ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা One Electric তিনটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। ভারতের পাশাপাশি এশিয়া ও ইউরোপের মার্কেটেও নিয়ে আসা হয়েছে ওয়ান ইলেকট্রিকের নতুন দু-চাকা গাড়িগুলি। নতুন One Electric টু-হুইলারগুলির মধ্যে একটি স্কুটার ও দুটি ই-বাইক। বাইক ট্যাক্সি, লাস্ট মাইল ডেলিভারি এবং সস্তায় সিটি কমিউটার রাইডের দিকে লক্ষ্য রেখেই এই মডেলগুলি লঞ্চ করা হয়েছে।
সংস্থাটি এই মুহূর্তে দেশে B2B পার্টনারদের সঙ্গে কাজ করছে। কমার্শিয়াল অপারেশনের জন্যই একের পর EV ডিজ়াইন করে চলেছে সংস্থাটি। খুব শীঘ্রই কনজ়িউমার সেগমেন্টে ঢুকে পড়ছে One Electric। ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন প্রান্তে ডিলারদেরও সিলেক্ট করে ফেলেছে। পাশাপাশি বিদেশের বাজারে পদার্পণের জন্যও উপযুক্ত পার্টনারদের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে।
ওয়ান ইলেকট্রিকের এই নতুন ভেহিকলগুলি ভারতেই ডিজ়াইন ও ডেভেলপ করা হয়েছে। তাই নয়। বাইক ও স্কুটারগুলির ডিজাইন পেটেন্টগুলিও ভারতেই তৈরি করা হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, তারাই দেশের প্রথম কোম্পানি যারা সম্পূর্ণ ভাবে মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক ভেহিকল তৈরি করতে সক্ষম হয়েছে।
এই তিনটি মডেলের পাশাপাশি সংস্থাটি একটি লো স্পিড মডেলও নিয়ে হাজির হয়েছে, 5 কিলোমিটারের মধ্যে ছোট্ট দূরত্ব দ্রুত কভার করতে সাহায্য করবে। সেই ই-স্কুটারের দামও বেশ কম, মাত্র 39,000 টাকা। আর সেই দামে স্কুটারটি 25 kmph টপ স্পিড দিতে পারে এবং তার সর্বাধিক রেঞ্জ 80 কিলোমিটার।
One Electric সিইও গৌরব উপ্পল বলছেন, “আমাদের মার্কেট ডেটার উপরে ভিত্তি করে নতুন ইলেকট্রিক ভেহিকলগুলি তৈরি করা হয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটের জন্যও এই ই-বাইক ও স্কুটারগুলি চমৎকার হতে চলেছে। ইউরোপের মতো দেশের মার্কেটে যেখানে স্পিড লিমিটেড, সেখানে লাস্ট মাইল ডেলিভারি অপশনের জন্য 60 kmph গতিবেগের XR মডেলটি চমৎকার হতে পারে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কেটের জন্য আমাদের বড় পাওয়ার ট্রেন ইন্টিগ্রেট করা হয়েছে।”