Ratan Tata News: রতন টাটা, নামটাই যেন যথেষ্ট। যাঁর কোনও পরিচয়ের প্রয়োজন নেই। এই দেশের একাধিক ভেঞ্চার্স তাঁর মস্তিষ্কপ্রসূত। Tata Motors-কে আজকের জায়গায় নিয়ে আসতে মিস্টার টাটা যে কী অক্লান্ত পরিশ্রমটাই না করেছেন, তা আমরা প্রায় সবাই শুনেছি। আবার Tata Nano-র মতো গাড়িও ভারতে জনপ্রিয়তা পায়নি, তা-ও সেই মিস্টার টাটার ব্রেইনচাইল্ড। গাড়ি অন্ত প্রাণ মানুষটা। আর তাঁর গ্যারাজে ঢুঁ মারলেও আপনি পেয়ে যাবেন দামি, সস্তা, নিজের কোম্পানি, প্রতিযোগী কোম্পানি, দেশ-বিদেশের অনেক মডেল। রতন টাটার গাড়ির কালেকশন নিয়েই আজ আমরা জেনে নেব। নিছকই সাধারণ মানুষটা কত বেশি দামি, আর কত কম দামি গাড়ি ব্যবহার করতে পারেন, তা দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়।
Tata NEXON: তাঁর গ্যারাজে একাধিক বিদেশি গাড়ির পাশাপাশি নিজ-সংস্থারই একটি মডেল রয়েছে। টাটা নেক্সন গাড়িটি মিস্টার টাটার খুব পছন্দেরও। এটি টাটার প্রথম সাব-ফোর মিটার SUV। এখন টাটা নেক্সন দেশের বেস্ট-সেলিং গাড়ি। নেক্সন এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় যে কারণে, তা হল গাড়িটির নিরাপত্তা। গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে এই গাড়িটি 5 স্টার রেটিং প্রাপ্ত। এখন এর ইলেকট্রিক ভ্যারিয়েন্টও এসে গিয়েছে দেশে।
Ferrari California: রেড শেডের একটি অনবদ্য লুকের ফেরারি ক্যালিফর্নিয়া রয়েছে রতন টাটার কাছে। ফেরারির সিগনেচার রেড শেডে এই ক্যালিফর্নিয়া গাড়িটি হল হার্ড টপ কনভার্টিবল। মুম্বইয়ের রাস্তায় তাঁকে একাধিকবার এই গাড়িটি ড্রাইভ করতে দেখা গিয়েছিল। রয়েছে 4.3 লিটারের V8, যা 490 bhp এবং 504 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। তবে এই মডেলটি এখন আর নেই।
Honda Civic: দেশে যে কয়েকটা সেডানের এখনও ফ্যান ফলোয়িং রয়েছে, তার একটি হল হন্ডা সিভিক। অনেক সেলিব্রিটির মতোই রতন টাটার কাছেও রয়েছে এই গাড়িটি। এক সময় প্রতিদিনের ব্যবহারের জন্য তিনি হন্ডা সিভিকের একটি সাদা রঙের মডেল ব্যবহার করতেন। এই গাড়িটি তাঁকে একাধিক বার চালাতেও দেখা গিয়েছে। Honda Civic-এ রয়েছে 1.8 লিটারের একটি V-TEC ইঞ্জিন, যা 130 Bhp এবং 172Nm পিক টর্ক জেনারেট করে।
Mercedes-Benz 500 SL: মিস্টার টাটার গ্যারাজে একটি Mercedes-Benz 500 SL কনভার্টিবল গাড়ি রয়েছে। সিলভার-গ্রে শেড ফিনিশিংয়ের এই মার্সিডিজ় মডেলটিই ছিল রতন টাটার কাছে। কনভার্টিবলের প্রতি তাঁর খুব ঝোঁক ছিল। এই ক্লাসি লুকিংয়ের সেডানটিতে 5.0 লিটারের V8 ইঞ্জিন রয়েছে, যা 300 Bhp পাওয়া জেনারেট করে।
Land Rover Freelander: 2008 সালে ফোর্ড থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ডগুলি অধিগ্রহণ করেন টাটা। এই ব্র্যান্ডগুলির মালিকানার পাশাপাশি তাঁর কাছে ল্যান্ড রোভারের একটি SUV-ও রয়েছে। লাল ইন্টিরিয়রের একটি ফ্রিল্যান্ডার এসইউভিতে একাধিক বার দেখা গিয়েছিল রতন টাটাকে। আশ্চর্যের বিষয়টি হল, রতন টাটার গ্যারাজে কোনও রেঞ্জ রোভার নেই।
Mercedes-Benz W124: এটি সেই গাড়িগুলির মধ্যে একটি যা রতন টাটার গ্যারাজে একবার দেখা গিয়েছি। যদিও এই গাড়িটি নিয়ে তাঁকে কখনও রাস্তায় দেখা যায়নি।
Cadillac XLR: তার গ্যারেজে আর একটি কনভার্টিবল গাড়ি হল এই Cadillac XLR, যাতে একটি ভাঁজ করা হার্ডটপ রয়েছে। স্পোর্টি লুকের এই গাড়িটির একটি দুর্ধর্ষ লাল শেডের মডেল রয়েছে। জেনারেল মোটরস দ্বারা নির্মিত এই ক্যাডিলাক XLR একটি 4.6 লিটার নর্থস্টার V8 ইঞ্জিন দ্বারা চালিত।
Tata Indigo Marina: টাটা ইন্ডিগো মেরিনা ভারতের বাজারে সে ভাবে জনপ্রিয় হতে পারেনি। তবে নিজের কোম্পানির এই একটি মডেল গ্যারাজে রেখে দিয়েছিলেন রতন টাটা। এখনও তাঁর গ্যারাজে এই গাড়িটি রয়েছে। এক সময় মিস্টার টাটাকে দেখা গিয়েছিল, তাঁর পোষ্য কুকুরদের মেরিনা গাড়িতে চাপিয়ে ঘুরতে। গাড়িটির কেবিন স্পেস বাড়িয়েছিলেন তিনি। যাতে সব কুকুরদের জায়গা হয়।
Mercedes-Benz S-Class: বিশ্বের অনেক শিল্পপতির মতো রতন টাটার গ্যারাজেও একটি এস-ক্লাস রয়েছে। কালো শেডের মার্সিডিজ় ব্যবহার করেন তিনি। তাঁকে প্রায়শই এই বিলাবহুল সেডানটির পিছনের আসনে দেখা যায়।
Tata Nano EV (কাস্টম বিল্ট): টাটার ইলেকট্রিক ভেহিকল পাওয়ারট্রেইন সলিউশন Electra EV একটি কাস্টম Tata Nano EV তৈরি করেছিল। তার ডেলিভার করা হয়েছিল রতন টাটার কাছে। ন্যানো-র ইলেকট্রিক ভার্সনটি তাঁর খুব পছন্দ হয়েছিল বলে জানান রতন টাটা।