Renault Offers: কুইড, ডাস্টার-সহ রেনোর একাধিক গাড়িতে ১.১১ লাখ টাকা ছাড়, দেরি করলেই বড় সুযোগ হাতছাড়া!
Kwid, Duster, Triber And Kriber Discount By Renault: নববর্ষে গাড়ির কেনার প্ল্যান করছেন? রেনো আপনার জন্য দুরন্ত অফার নিয়ে হাজির হয়েছে। সংস্থার একাধিক মডেলে আপনি পেয়ে যেতে পারেন ১.১ লাখ টাকা পর্যন্ত ছাড়। এখনই জেনে নিন।
এপ্রিল মাসে শুরু থেকেই দেশের বেশির ভাগ গাড়ি প্রস্তুতকারক সংস্থা (Automakers) তাদের একাধিক মডেলে ছাড় (Car Offers) দেওয়ার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কোনও কোনও সংস্থা আবার তাদের একাধিক মডেলের দামও বাড়িয়েছে। উদ্দেশ্য একটাই, আগামী আর্থিক বর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে দেশের গাড়ির বাজারে জাঁকিয়ে বসা। সেই বিষয়টিতেই আরও জোর দিতে ফ্রেঞ্চ গাড়ি প্রস্তুতকারক সংস্থা রেনো (Renault) ভারতে তাদের একাধিক গাড়ির মডেলে আকর্ষণীয় ছাড় দিতে চলেছে। সেই তালিকায় রয়েছে রেনো কুইড থেকে শুরু করে ডাস্টার-সহ একাধিক মডেল। এই সব ডিসকাউন্টের তালিকায় রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, লয়্যালটি বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট-সহ আরও একাধিক অফার। তবে রেনোর তরফে দেওয়া এই ছাড় পেতে গেলে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি আপনার লোকেশন এবং আর একটি গাড়ির মডেল। এখন রেনোর কোন গাড়িতে কত টাকা পর্য়ন্ত ছাড় দেওয়া হচ্ছে, সেগুলিই এক নজরে দেখে নেওয়া যাক।
রেনো কুইড
রেনোর এই গাড়িটিতে চালকদের প্রাথমিক ভাবে ১০,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। নতুন আপগ্রেডেড ভার্সনের ক্ষেত্রে সেই ছাড়ের পরিমাণ ৫,০০০ টাকা। সেই সঙ্গেই আবার যাঁরা রেনো কুইড গাড়িটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন ৩৮,০০০ টাকা লয়্যালটি বোনাস। অফারের এখানেই শেষ নয়। এর পরেও আবার আপনি পেতে পারেন রেনো কুইড গাড়িটির ০.৮ লিটার পেট্রল ভার্সনে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়। পাশাপাশিই আবার গাড়িটির ১.০ লিটার পেট্রল ভার্সনে আপনার জন্য থাকছে ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস।
রেনো টিবার ও কিগার
চলতি মাসেই রেনো ট্রিবার গাড়িটির বেশ কিছু মডেলে আপনাকে ১০,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হতে পারে। সেই সঙ্গেই আবার এই বিশেষ এমপিভি গাড়িটি ক্রয় করলে আপনার জন্য থাকছে ২০,০০০ টাকা এক্সচেঞ্জ ইনসেন্টিভ এবং ৪৪,০০০ টাকা লয়্যালটি বেনিফিট। যদিও রেনো কিগার সাবকম্প্যাক্ট এসইউভি গাড়িটিতে আপাতত কোনও ক্যাশ ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না। তবে এই গাড়িতে থাকছে মোটা টাকার লয়্যালটি বেনিফিট। রেনো কিগার গাড়িটি ক্রয় করলে আপনি পেতে পারেন ৫৫,০০০ টাকা পর্যন্ত লয়্যালটি বেনিফিট।
রেনো ডাস্টার
রেনো ডাস্টার গাড়িটি ভারতে আর নতুন করে তৈরি করা হবে না। আর সেই কারণেই এখনও পর্যন্ত যে সব রেনো ডিলারদের কাছে ডাস্টার গাড়িটি রয়ে গিয়েছে, তাঁরাই আকর্ষণীয় ছাড় নিয়ে এসেছেন এই গাড়িটির ক্ষেত্রে। গাড়িটি ক্রয় করলে আপনাকে প্রথমেই দেওয়া হবে ৫০,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট। তার উপরে আবার আপনি পেয়ে যাবেন ৫০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। শুধু তাই নয়। এত সব অফারের উপরে আবার থাকছে ১.১. লাখ টাকা পর্যন্ত লয়্যালটি বেনিফিট।
রেনো ডাস্টার গাড়িতে থাকছে ৩০,০০০ টাকার কর্পোরেট বেনিফিটসও। অন্যান্য গাড়িরি ক্ষেত্রে এই কর্পোরেট বেনিফিটসের পরিমাণ ১৫,০০০ টাকা। এছাড়াও এই ব্র্যান্ড ডাস্টার গাড়িটির ক্ষেত্রে তার কাস্টমারদের ১০,০০০ টাকা রুরাল বোনাস অফার করবে। অন্যান্য গাড়ির ক্ষেত্রে ৫,০০০ টাকা রুরাল বোনাস অফার করা হবে।
অন্যান্য বেনিফিটস
এতসব অফারের পরেও রেনো তার নতুন কাস্টমারদের জন্য রিলিভ পলিসির আন্ডারে ১০,০০০ টাকা স্ক্র্যাপিং বোনাস অফার করতে চলেছে।
আরও পড়ুন: দুর্ধর্ষ স্কুটার নিয়ে এল ইয়ামাহা, যা দেখতে এক্কেবারে বাইকের মতো! দাম ও ফিচার্স সম্পর্কে জেনে নিন
আরও পড়ুন: অনেক হল ওয়ার্ক ফ্রম হোম, কর্মীদের অফিসে ফেরাতে বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার দিচ্ছে গুগল
আরও পড়ুন: ইলেকট্রিক সাইকেল কিনলেই ১৫,০০০ টাকা ছাড়, বড় ঘোষণা এই রাজ্য সরকারের