বিশাল রেঞ্জ! এক চার্জে 300 Km, এসে গেল Rivot NX100 ইলেকট্রিক স্কুটার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 29, 2023 | 5:46 PM

Rivot NX100 ই-স্কুটারের রেঞ্জ শুরু হচ্ছে 100 কিলোমিটার থেকে। ক্রেতারা এই রেঞ্জই চাইলে 300 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। মোট তিনটি ভ্যারিয়েন্টের উপরে নির্ভর করছে কতটা পর্যন্ত রেঞ্জ আপনি পেতে পারেন। স্কুটারের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল Rivot Motors-এর ইনভার্টার প্রযুক্তি দেওয়া হয়েছে এতে, যা এনার্জি এফিসিয়েন্ট এবং 55-60 kWh রেঞ্জের।

বিশাল রেঞ্জ! এক চার্জে 300 Km, এসে গেল Rivot NX100 ইলেকট্রিক স্কুটার
এই প্রথম দেশে এত লম্বা রেঞ্জের ই-স্কুটার লঞ্চ হল।

Follow Us

Latest Electric Scooter: ফের একটি চমৎকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল দেশে, যার নাম Rivot NX100। দেশি স্টার্ট-আপ Rivot Motors এই বিদ্যুচ্চালিত স্কুটারটি ডেভেলপ করেছে। মোট পাঁচটি ভ্যারিয়েন্ট রয়েছে স্কুটারের- ক্লাসিক, এলিট, স্পোর্টস, প্রিমিয়াম এবং অফল্যান্ডার। ভিন্ন ভিন্ন চালকের চাহিদা এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভ্যারিয়েন্টগুলি তৈরি করা হয়েছে। তবে যে ভ্যারিয়েন্টই হোক না কেন, তাদের দাম 89,000 টাকার মধ্যেই।

এদের মধ্যে আবার Rivot NX100 স্কুটারের স্ট্রিট রাইডার ভ্যারিয়েন্টের তিনটি সাব-ভ্যারিয়েন্ট রয়েছে- ক্লাসিক, প্রিমিয়াম এবং এলিট। ব্ল্যাক, হোয়াইট, গ্রে, মিনারাল গ্রিন, পিস্তা, পিঙ্ক ও পার্পল এই কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্কুটারটি। অন্য দিকে স্পোর্টস ভ্যারিয়েন্টটিতে রয়েছে সাদা ও কমলা ডুয়াল টোন। আবার অফল্যান্ডার অর্থাৎ টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ডেজার্ট কালারে পাওয়া যাবে।

Rivot Motors-এর এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ আপগ্রেডেবল। অর্থাৎ ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত অর্থ ব্যয় করে ক্রেতারা রেঞ্জ বাড়িয়ে নিতে পারেন বা অধিক রেঞ্জের স্কুটারই ক্রয় করতে পারেন। Rivot NX100 ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ ভাবে দেশিয় ভিত্তিতে তৈরি। কর্নাটকের বেলাগাভিতে তৈরি করা হয়েছে স্কুটারটি।

Rivot NX100 ই-স্কুটারের রেঞ্জ শুরু হচ্ছে 100 কিলোমিটার থেকে। ক্রেতারা এই রেঞ্জই চাইলে 300 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। মোট তিনটি ভ্যারিয়েন্টের উপরে নির্ভর করছে কতটা পর্যন্ত রেঞ্জ আপনি পেতে পারেন। স্কুটারের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল Rivot Motors-এর ইনভার্টার প্রযুক্তি দেওয়া হয়েছে এতে, যা এনার্জি এফিসিয়েন্ট এবং 55-60 kWh রেঞ্জের।

স্কুটারগুলিতে স্পেশ্যালাইজ়ড LiMFP ব্যাটারি কেমিস্ট্রি থাকার ফলে যে কোনও তাপমাত্রায়, যে কোনও পরিস্থিতিতে অপ্টিমাল পারফরম্যান্স দিতে পারে। স্কুটারের অনন্য মোটরটি ডেভেলপ করেছে IPMSM এবং SynRM টেকনোলজির সম্মিলিত টিম। রেঞ্জ থেকে শুরু করে ব্যাটারি সবদিকেই এই স্কুটার তার চালকদের সেরার সেরা অভিজ্ঞতা দিতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।

Next Article