নজরকাড়া লুকের Simple Dot One ই-স্কুটার লঞ্চ হল, কম দামে 151 Km রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 16, 2023 | 9:58 PM

দেশের বাজারে Dot One ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করা হয়েছে 99,999 টাকায় (এক্স-শোরুম)। আপাতত এই স্কুটার বেঙ্গালুরুর মানুষজনই ক্রয় করতে পারবেন। তারপরই তা ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে। অন্যান্য রাজ্যে স্কুটারের দাম কিছুটা বেশি হতে পারে, যা জানুয়ারি মাসে সংস্থাটি প্রকাশ করবে বলে জানা গিয়েছে।

নজরকাড়া লুকের Simple Dot One ই-স্কুটার লঞ্চ হল, কম দামে 151 Km রেঞ্জ
নতুন ইলেকট্রিক স্কুটার এসে গেল।

Follow Us

বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ Simple Energy একটি নতুন স্কুটার লঞ্চ করেছে। এটি সংস্থার দ্বিতীয় বিদ্যুচ্চালিত স্কুটার। মডেলের নাম Simple Dot One। লেটেস্ট স্কুটারটি লঞ্চ করে সিম্পল এনার্জির প্রতিষ্ঠাতা ও সিইও সুহাস রাজকুমার বলছেন, সংস্থার জন্য এই ডট ওয়ান স্কুটার লঞ্চ করা অন্যতম সেরা মুহূর্ত। তাঁর কথায়, “ডট ওয়ান স্কুটারটি আমাদের গ্রাহককুলকে অত্যাধুনিক বৈশিষ্ট্যের সঙ্গে মার্জিত ডিজাইনকে মিলিয়ে উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গতিশীলতার অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক।”

Simple Dot One: দাম ও অন্যান্য তথ্য

দেশের বাজারে Dot One ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করা হয়েছে 99,999 টাকায় (এক্স-শোরুম)। আপাতত এই স্কুটার বেঙ্গালুরুর মানুষজনই ক্রয় করতে পারবেন। তারপরই তা ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে। অন্যান্য রাজ্যে স্কুটারের দাম কিছুটা বেশি হতে পারে, যা জানুয়ারি মাসে সংস্থাটি প্রকাশ করবে বলে জানা গিয়েছে।

Simple Dot One: মূল স্পেসিফিকেশন

সিম্পল এনার্জির প্রথম ইলেকট্রিক স্কুটারটি ছিল One। সেই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করেই নতুন স্কুটার অর্থাৎ ডট ওয়ানও তৈরি করা হয়েছে। Simple Dot One একচার্জে 151 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। চমৎকার একটি 3.7 kWh ব্যাটারি এবং 8.5 kW মোটর দেওয়া হয়েছে স্কুটারটিতে। 72Nm টর্ক জেনারেট করতে পারে এই স্কুটার।

সিম্পলের নতুন বৈদ্যুতিক স্কুটারে দেওয়া হয়েছে 12 ইঞ্চির চাকা। স্কুটারটি মাত্র 2.77 সেকেন্ডের মধ্যে 0-40 Kmph বেগে দৌড়তে পারে। টাচ স্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও দেওয়া হয়েছে এই স্কুটারে। সিটের নিচে থাকছে 35 লিটারের স্টোরেজ স্পেস।

একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে সিম্পল ডট ওয়ান ইলেকট্রিক স্কুটারের। অ্যাজ়িওর ব্ল্যাক, ব্র্যাজ়েন ব্ল্যাক, গ্রেস হোয়াইট এবং নাম্মা রেড এই চারটি রঙে পাওয়া যাবে স্কুটারটি।

Next Article