এবার Tata Altroz-এ সানরুফ, সস্তার গাড়িতে এই প্রথম, দাম 7.90 লাখ টাকা

এই সেগমেন্টে Hyundai i20-র পর দ্বিতীয় গাড়ি হিসেবে Tata Altroz-এ যোগ করা হল এই সানরুফ ফিচার। পাশাপাশি ভারতের সবথেকে কম দামি গাড়ি হিসেবেও এই ফিচারটি পেল Tata Altroz। তবে এই Altroz-এর সানরুফ যেমন ভয়েস কমান্ডে অপারেট করা যাবে, i20-র ক্ষেত্রে ম্যানুয়ালি অপারেট করা যায়।

এবার Tata Altroz-এ সানরুফ, সস্তার গাড়িতে এই প্রথম, দাম 7.90 লাখ টাকা
সানরুফ পেল Tata Altroz।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 5:57 PM

Tata Altroz গাড়িতে নতুন কিছু ফিচার্স যোগ করা হল। প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটির CNG ভার্সন লঞ্চ করেছে গত মাসেই। Tata Altroz-এর স্ট্যান্ডার্ড এবং CNG ভার্সনে এমনই কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেগুলি এই প্রথম বার কোনও কম দামি গাড়িতে দেওয়া হল। তার মধ্যেই উল্লেখযোগ্য হল সানরুফ। এই সেগমেন্টে Hyundai i20-র পর দ্বিতীয় গাড়ি হিসেবে Tata Altroz CNG-তে যোগ করা হল এই সানরুফ ফিচার। পাশাপাশি ভারতের সবথেকে কম দামি গাড়ি হিসেবেও এই ফিচারটি পেল Tata Altroz।

এখন এই Altroz-এর ইলেকট্রিক সানরুফটি ভয়েস কমান্ড ফিচারের সাহায্যে কাজ করে। গাড়িটির স্টিয়ারিং কন্ট্রোলে একটি বাটন মাউন্ট করা রয়েছে। সেই বাটনে ক্লিক করলেই চালকরা সানরুফটি অপারেট করতে পারবেন। কমান্ড দিলেই সানরুফ সিস্টেমটি খুলে যাবে বা বন্ধ হয়ে যাবে। এই সেগমেন্টে ভয়েস কমান্ডের মাধ্যমে সানরুফ ফিচারটিও প্রথম দেওয়া হল। Hyundai i20-তে যে সানরুফ রয়েছে, তা ম্যানুয়ালি অপারেট করতে হয়।

অন্যান্য ফিচারের মধ্যে Tata Altroz-এ এখন ওয়্যারলেস চার্জার এবং এয়ার পিউরিফায়ার দেওয়া হবে। স্ট্যান্ডার্ড ভার্সনের পাশাপাশি এই ফিচার দুটি Altroz-এর CNG ভার্সনেও দেওয়া হয়েছে।

Tata Motors এখন তার প্রতিটি পাওয়ারট্রেন অপশনেই সানরুফ ফিচারটি দেবে বলে জানিয়েছে। সেই তালিকায় রয়েছে পেট্রল এবং টার্বো পেট্রল ভ্যারিয়েন্টের XM+, XMA+, XZ+, XZA+ পাওয়ারট্রেন অপশনগুলিতে। অন্য দিকে ডিজ়েলের দিক থেকে XM+ S, XZ+ S এবং XZ+ S Dark ভ্যারিয়েন্টেও দেওয়া হবে সানরুফ। এখন সানরুফ সহযোগে Tata Altroz-এর দাম শুরু হচ্ছে 7.90 লাখ টাকা থেকে। হাই-এন্ড মডেলের দাম 10.74 লাখ টাকা। প্রকৃত পক্ষে এখন সানরুফ দেওয়ার ফলে Tata Altroz-এর বিভিন্ন মডেলে কাস্টমারদের 45,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে।