Tata Nexon EV: টাটা লঞ্চ করল আরও ভাল নেক্সন ইলেকট্রিক SUV, জানুন গাড়ির ফিচার ও দাম
Tata Nexon EV Price In India: Tata Motors এটিকে আরও উন্নত করে বৈদ্যুতিক SUV Nexon-এর Max XZ Plus লাক্সারি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এতে কোম্পানির পক্ষ থেকে আরও অনেক ভাল ফিচার দেওয়া হয়েছে।
Tata Nexon EV Price: ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। পেট্রলের দাম যে হারে বাড়ছে তাতে মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। সেই মতোই বড় বড় কোম্পানিগুলিও বাজারে ইলেকট্রিক গাড়ি এনে হাজির করছে। দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মোটরস তাদের বৈদ্যুতিক গাড়িগুলি আরও উন্নত করার চেষ্টা করছে। কোম্পানিটি আরও ভাল ফিচার সহ ইলেকট্রিক SUV লঞ্চ করেছে। এই আপগ্রেডে এসইউভি কতটা উন্নত হয়েছে এবং এতে কী-কী ফিচার দেওয়া হয়ছে, চলুন জেনে নেওয়া যাক। Tata Motors এটিকে আরও উন্নত করে বৈদ্যুতিক SUV Nexon-এর Max XZ Plus লাক্সারি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এতে কোম্পানির পক্ষ থেকে আরও অনেক ভাল ফিচার দেওয়া হয়েছে।
Tata Nexon Electric-এর XZ Plus লাক্সারি ভেরিয়েন্টে একটি নতুন এবং বড় 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন সিস্টেম দেওয়া হয়েছে। এই স্ক্রিনে এইচডি ভিডিয়ো দেখতে পারবেন।হারম্যানের সিস্টেমের পাশাপাশি অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো, হাই ডেফিনিশন রিয়ার ভিউ ক্যামেরা, ছয়টি ভাষায় ভয়েস অ্যাসিস্ট্যান্স, 180টিরও বেশি ভয়েস কমান্ড, নতুন ইউজার ইন্টারফেসের মতো ফিচার এতে দেওয়া হয়েছে।
কোম্পানির তরফে বলা হয়েছে, এতে 40.5KWh ব্যাটারি দেওয়া হয়েছে। এটিকে IP-67 রেটিং সহ বাজারে আনা হয়েছে। গাড়িটি একবার চার্জে 453 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এর সবথেকে ভাল সুবিধা হল এটি DC ফাস্ট চার্জার দিয়ে শূন্য থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ হতে মাত্র 56 মিনিট সময় লাগে। ফলে আপনাকে চার্জের জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না। এই মোটর থেকে SUV 143 PS পাওয়ার এবং 250 Nm টর্ক উৎপন্ন হয়। গাড়ি চালানোর জন্য এতে ইকো, সিটি এবং স্পোর্ট মোড দেওয়া হয়েছে। এসইউভি মাত্র নয় সেকেন্ডে শূন্য থেকে 100 কিমি ঘণ্টা স্পিড তুলতে পারে।
XZ Plus লাক্সারি ভ্যারিয়েন্ট কোম্পানির টপ-এন্ড ভ্যারিয়েন্ট হিসেবে আনা হয়েছে। নতুন XZ Plus লাক্সারি ভ্যারিয়েন্টের দাম 18.79 লক্ষ টাকা (এক্স-শোরুম মূল্য)। আপনি এতে 3.3 KW AC চার্জার পেয়ে যাবেন।