Yulu Wynn: লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন এই ই-স্কুটার, 55,555 টাকার পরিবর্তে এখন মাত্র 1,750 টাকায়
Yulu Wynn Financing Option: এই ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 55,555 টাকা (এক্স-শোরুম) থেকে। তবে, আপনি মাত্র 6,000 টাকা দিয়েই বাড়ি নিয়ে আসতে পারেন ইলেকট্রিক স্কুটারটি। ফাইন্যান্সিং অপশনে আপনাকে 3 বছরের জন্য 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে 1,750 টাকা দিতে হবে।
Latest E-Scooter: বিগত কয়েক বছরে দেশে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। সম্প্রতি FAME II সাবসিডির পরিমাণে কাটছাঁট হওয়ার ফলে একাধিক সংস্থাই তাদের ইলেকট্রিক স্কুটার বা বাইকের দাম বাড়াতে চলেছে। কিন্তু তা গ্রাহকমহলে খুব একটা প্রভাব ফেলবে না। EV ভারতে জনপ্রিয়তার এমন মাত্রা ছুঁয়ে ফেলেছে যে, প্রতিটি সংস্থাই তাদের ভাল রেঞ্জের মডেল নিয়ে আসতে তোড়জোড় শুরু করে দিয়েছে। ভারতে খুব সম্প্রতি একটি দুর্দান্ত ই-স্কুটার লঞ্চ করা হয়েছে, যার নাম Yulu Wynn। বেশ কম দামেই এই ই-স্কুটারটি আপনি পেয়ে যাবেন। আপাতত, Yulu Wynn ইলেকট্রিক স্কুটার বুক করতে আপনাকে মাত্র 999 টাকা খরচ করতে হবে।
Yulu Wynn: নিরাপত্তার জন্য রয়ছে ড্রাম ব্রেক
হাই ক্যাপাসিটি 51 V/19.3 Ah ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এর সর্বাধিক স্পিড 24.9 kmph। রয়েছে 250 W মোটর এবং অপ্টিমাম পারফরম্যান্সের জন্য একটি BLDC মোটর। চালকের নিরাপত্তা নিশ্চিত করতে ইলেকট্রিক স্কুটারটিতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই ব্রেকগুলি স্কুটারটির দুটি চাকাই স্বতন্ত্র ভাবে কন্ট্রোল করতে সাহায্য করে এবং দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।
Yulu Wynn: 12 ইঞ্চির বড় চাকা
দীর্ঘ পথ ভ্রমণ এবং মনোরম যাত্রার জন্য তৈরি করা হয়েছ এই ইলেকট্রিক স্কুটার। এর সিট কনট্যুরটি এমন ভাবেই ডিজ়াইন করা হয়েছে, যা শুধুই ইউজার-ফ্রেন্ডলি নয়, অনন্যও বটে। কম্পিউটারাইজ়ড কনসোল দেওয়া হয়েছে স্কুটারটিতে, যা এর চেহারাকে আরও উন্নত করেছে। স্কুটারের ডিজ়াইন, আকার ও আয়তন যতটা সম্ভব ছোট রাখা হয়েছে, যাতে তা রাস্তায় নিয়ন্ত্রণ করা সহজ হয়। Yulu Wynn ই-স্কুটারটিতে রয়েছে 12 ইঞ্চির বড় হুইল, যা একে একটি স্টাইলিশ লুক দিয়েছে। তবে এই ছোট্ট, কিউট ইলেকট্রিক স্কুটার চালাতে আপনার লাইসেন্সের প্রয়োজন হবে না।
Yulu Wynn: সাসপেনশন
ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার শক অ্যাবজ়র্বার সাসপেনশন রয়েছে স্কুটারটিতে। তার ফলে রুক্ষ্ণ রাস্তায় স্কুটারটিতে কোনও জার্ক অনুভূত হয় না। তবে এর গতি একটু কম। Yulu Wynn ইলেকট্রিক স্কুটার টক্কর দিতে পারে Hero Electric Eddy, Okinawa R30 এবং Joy E-Bike এর সঙ্গে।
Yulu Wynn: দাম, অফার
এই ই-স্কুটারের দাম শুরু হচ্ছে 55,555 টাকা (এক্স-শোরুম) থেকে। তবে, আপনি মাত্র 6,000 টাকা দিয়েই বাড়ি নিয়ে আসতে পারেন ইলেকট্রিক স্কুটারটি। ফাইন্যান্সিং অপশনে আপনাকে 3 বছরের জন্য 9.7 শতাংশ সুদের হারে প্রতি মাসে 1,750 টাকা দিতে হবে।