Tata Harrier এবং Safari গাড়ি দুটির ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়ে গেল ভারতে। এই দুটি SUV-র প্রথম ঝলক দেখানো হয়েছিল গত সপ্তাহেই। দুটি গাড়িতেই দেওয়া হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। Harrier এবং Safari-র ফেসলিফ্ট ভার্সন দুটিতে একাধিক কসমেটিক আপগ্রেডও দেওয়া হয়েছে। এদের মধ্যে Tata Harrier ফেসলিফ্টের দাম শুরু হচ্ছে 15.49 লাখ টাকা থেকে। গাড়িটির হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম 24.49 লাখ টাকা। এদিকে আবার Tata Safari ফেসলিফ্টের দাম 16.19 লাখ টাকা এবং তার হাই-এন্ড মডেলটি পাওয়া যাবে 25.49 লাখে। দুটি SUVই এখন ডার্ক এডিশন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Tata Harrier এবং Safari: এক্সটিরিয়ার ডিজ়াইন
Harrier এবং Safari এই দুটি গাড়িরই ফেসলিফ্টেড ভার্সনে স্লিক-লুকিং কানেক্টেড LED DRL দেওয়া হয়েছে ফ্রন্ট গ্রিল এবং বনেটের মাঝখানে। ভার্টিক্যালি স্ট্যাকড্ স্প্লিট হেডলাইট প্লেস করা হয়েছে নতুন স্ট্রেচড ফ্রন্ট গ্রিলের নিচে এবং ডিজ়াইন করা ফ্রন্ট বাম্পারের উপরে। Harrier গাড়িতে অল-ব্ল্যাক স্কিড প্লেট থাকছে, সেখানে সাফারিতে থাকছে সিলভার-কালারের স্কিড প্লেট।
দুটি SUVতেই এখন 19 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। হেডলাইট ও টেইল ল্যাম্পে রয়েছে ওয়েলকাম ও গুডবাই ফিচার্স। পাশাপাশি এই দুটি গাড়িই এখন কানেক্টেড রিয়ার LED হেডলাইট পেয়েছে।
Tata Harrier এবং Safari: ইন্টিরিয়ার ও ফিচার্স
Harrier এবং Safari গাড়ি দুটির কেবিন ইন্টিরিয়ারের ওভরহউল চমৎকার করা হয়েছে। Tata Curvv কনসেপ্ট থেকে ডিজ়াইন এলিমেন্টগুলি নেওয়া হয়েছে। দুটি SUVতেই ফ্যান্সি টুইন স্পোক স্টিয়ারিং হুইল রয়েছে, সেখানেই জ্বলজ্বল করছে কোম্পানির লোগো। গাড়িটির ড্যাশবোর্ডও নতুন করে ডিজ়াইন করা হয়েছে, যেখানে সেন্ট্রাল এয়ার ভেন্ট গাড়ির ডিজ়াইনের সঙ্গে খুব সুন্দর ভাবে ব্লেন্ড করেছে।
লেটেস্ট মডেল দুটি ফিজ়িক্যাল বাটনের পরিবর্তে টাচ কন্ট্রোল পেয়েছে। ড্যাশে রয়েছে সফট-টাচ মেটিরিয়াল। গাড়িটির ইনফোটেইনমেন্ট সিস্টেমটি এখন 12.3 ইঞ্চির এবং ইনস্ট্রুমেন্ট কন্সোলটি সম্পূর্ণ ভাবে ডিজিটাল ইউনিটের, যা কাস্টমাইজ় করা যেতে পারে।
Safari ও Harrier গাড়ি দুটির সেগমেন্ট লিডিং ফিচার্সের মধ্যে রয়েছে ভয়েস-অ্যাসিস্টেড ডুয়াল-জ়োন ক্লাইমেট কন্ট্রোল, 50টিরও বেশি কানেক্টেড কার ফিচার্স ও তার সঙ্গে iRA 2.0, প্রায় 250টিরও বেশি ভয়েস কমান্ড, ইমার্জেন্সি এবং ব্রেকডাউন কল অ্যাসিস্ট, অ্যালেক্সা কার টু হোম কানেক্টিভিটি সহ আরও একাধিক ফিচার্স।
সেফটি প্যাকেজের দিক থেকে Harrier ও Safari দুটি গাড়িতেই রয়েছে সাতটি এয়ারব্যাগ, অটো হোল্ড-সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম ও আরও অনেক কিছু। এদের মধ্যে আবার টপ-স্পেক ট্রিমটি ADAS ফিচার অফার করছে, যাতে অ্যাডাপ্টিভ ক্রুজ় কন্ট্রোল স্টপ অ্যান্ড গো ফাংশন (AT অনলি), অটোনমাস ইমার্জেন্সি ব্রেকিং, যার মধ্যে রয়েছে পেডেস্ট্রিয়ান এবং সাইকেল, ফরোয়ার্ড কলিসন ওয়ার্নিং, রিয়ার কলিসন ওয়ার্নিং ইত্যাদি।
Tata Harrier এবং Safari: ইঞ্জিন স্পেসিফিকেশন
Harrier এবং Safari দুটি গাড়িতেই পাওয়ারের জন্য রয়েছে 2 লিটারের ডিজ়েল ইঞ্জিন, যা 168 bhp এবং 350 Nm টর্ক ডেভেলপ করতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে 6 স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন বা একটি 6 স্পিডের টর্ক কনভার্টার অটোমেটিকের সঙ্গে। দুটি SUVই এখন তিনটি ড্রাইভ মোড অফার করছে- ইকো, সিটি এবং স্পোর্ট। এছাড়াও থাকছে নর্মাল, রাফ ও ওয়েট তিনটি ট্র্যাকশন কন্ট্রোল কমান্ড।