ভরা বর্ষায় একটা নতুন বাউন্সার দিল Tata Motors। তাদের Harrier EV-র পর্দা উন্মোচিত হল। দেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি তাদের এই অল-ইলেকট্রিক ফুল সাইজ় এসইউভি-র একটি ছবিও প্রকাশ করেছে টুইটার এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে। Tata Motors এর আগে 2023 Auto Expo-র সময় তাদের Harrier EV-র ঝলক প্রথমবারের মতো দেখিয়েছিল।
Tata Harrier EV: নতুন কী রয়েছে
Tata Harrier EV-র এই লেটেস্ট টিজ়ারে প্রিমিয়াম ব্রোঞ্জ় এবং হোয়াইট ডুয়াল টোন পেইন্ট নজরে এসেছে। ডিজ়াইনটিকে আরও অনন্য করতে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি অল-ব্ল্যাক পেইন্ট ব্যবহার করেছে গাড়িটির সমস্ত প্রান্তে। ইভির ফ্রন্ট ফ্যাসিয়া আপডেট করা হয়েছে, তার ফলে এর লুক ICE ভার্সনের থেকে অনেকটাই আলাদা হয়েছে। ইলেকট্রিক গাড়িটিতে এখন LED DRL স্ট্রিপ দেওয়া হয়েছে এনক্লোজ়ড ফ্রন্ট গ্রিলের ঠিক উপরে।
Tata Harrier EV: কবে নাগাদ লঞ্চ হতে পারে
Harrier EV কবে নাগাদ লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি Tata Motors। তবে সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে মনে করা হচ্ছে, 2024 সালেই টাটার এই ইলেকট্রিক SUV দেশের বাজারে হাজির হতে পারে। বুকিং এবং লঞ্চের দিনক্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা যখন প্রশ্ন করছিলেন, তার উত্তরে সংস্থাটি বলে, ‘নিজেদের এই গাড়িটি ড্রাইভ করতে দেখতে পারেন 2024 সালে।’
Tata Harrier EV: স্পেসিফিকেশন ও ফিচার
চলতি বছরের অটো এক্সপো-র সময় Tata Motors নিশ্চিত বার্তা দিয়েছিল, Harrier EV-র পাওয়ারের জন্য থাকছে ডুয়াল ইলেকট্রিক মোটর এবং একটি অল-হুইল ড্রাইভ সিস্টেম। যদিও সংস্থার তরফ থেকে গাড়িটির ব্যাটারি এবং পারফরম্যান্স ফিগার নিয়ে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, এক চার্জে Tata Harrier ইলেকট্রিক গাড়িটি 400-500km চলতে পারবে। একাধিক চার্জিং অপশন থাকতে পারে গাড়িটিতে যেমন, ভেহিকল টু লোড এবং ভেহিকল টু ভেহিকল।