রতন টাটার স্বপ্নের গাড়ির পুনর্জন্ম, প্রকাশ্যে Tata Nano-র ফিউচারিস্টিক লুক 

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 14, 2023 | 6:13 PM

Tata Nano Concept: এখনও পর্যন্ত দেশে টাটা ন্যানের থেকে কম দামি গাড়ি আর লঞ্চ হয়নি। এখন আর্টিস্ট SRK Designs নামক এক সংস্থা একটি ছবি শেয়ার করেছে। সেই ছবিটি দেখে মনে করা হচ্ছে, তা Tata Nano-র ভবিষ্যত প্রজন্মের গাড়ি।

রতন টাটার স্বপ্নের গাড়ির পুনর্জন্ম, প্রকাশ্যে Tata Nano-র ফিউচারিস্টিক লুক 
ভবিষ্যতের Tata Nano ঠিক এমনই দেখতে হবে!

Follow Us

বেশ কয়েক বছর হয়ে গেল রতন টাটার স্বপ্নের গাড়ি Tata Nano-র প্রোডাকশন ও বিক্রিবাট্টা বন্ধ হয়েছে। তারপর থেকেই সেই গাড়িটির কামব্যাক করার কথাও শোনা গিয়েছে একাধিক বার। কিন্তু Nano-র ফেরা নিয়ে টাটা মোটরস যেন স্পিকটি নট! এখনও পর্যন্ত সংস্থাটি জানায়নি, কবে নাগাদ তারা Tata Nano গাড়িটিকে দেশের মার্কেটে ইলেকট্রিক অবতারে নিয়ে আসবে। এর মধ্যেই আবার একাধিক রিপোর্ট থেকে জানা গেল, শীঘ্রই Tata Nano Electric গাড়িটি ভারতে লঞ্চ করবে।

টাটা ন্যানো ছিল রতন টাটার স্বপ্নের গাড়ি। তিনি চেয়েছিলেন, সাশ্রয়ী মূল্যের গাড়িটি ভারতে মধ্যবিত্ত পরিবারগুলোর গ্যারেজেও ঢুকে পড়ুক। এক সময় দেশের বাজারে এই গাড়ির নামই ছিল এক লাখি গাড়ি। কারণ, তার দাম ছিল 1 লাখ টাকা ও তার একটু বেশি। এখনও পর্যন্ত দেশে টাটা ন্যানের থেকে কম দামি গাড়ি আর লঞ্চ হয়নি। এখন আর্টিস্ট SRK Designs নামক এক সংস্থা একটি ছবি শেয়ার করেছে। সেই ছবিটি দেখে মনে করা হচ্ছে, তা Tata Nano-র ভবিষ্যত প্রজন্মের গাড়ি।

Tata Nano-র ইলেকট্রিক অবতারে আগমন বা পুনর্জন্ম সম্পর্কে SRK Designs-এর তরফে বলা হচ্ছে, “শহুরে পরিবহনের দিক থেকে বিপ্লবের জন্য ডিজাইন করা হয়েছে গাড়িটি। এই কনসেপ্টটি অত্যাধুনিক, সাশ্রয়ী প্ল্যাটফর্ম যা সহজেই ইলেকট্রিফায়েড হতে পারে এবং তার সুবিধার মাধ্যমে ক্রয়ক্ষমতা এবং স্থায়িত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। শহরবাসীর জন্য তৈরি একটি কম দামের বৈদ্যুতিক গাড়ির কথা কল্পনা করুন, যা পরিবেশ বান্ধব এবং শহুরে গতিশীলতার জন্য একটি অসাধারণ সমাধানসূত্র বের করে দিতে পারে।”

অর্থাৎ Tata Motors খুব শীঘ্রই তার Tata Nano গাড়িটিকে ইলেকট্রিক ভার্সন হিসেবে দেশের বাজারে নামাতে পারে। রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে, Tata Nano-র X3 প্ল্যাটফর্মটিতে ইলেকট্রিক ভেহিকলের ড্রাইভট্রেন ব্যবহার করা হবে।

এদিকে বিগত কয়েক মাসে টাটা মোটরস দেশে একের পর এক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। শীঘ্রই সংস্থাটি তাদের Tata Punch EV নিয়ে আসরে হাজির হচ্ছে, যার দাম হবে বেশ কম।

Next Article