AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: অটোপাইলট মোডে পুলিশকেই ধাক্কা মারল টেসলার গাড়ি, চালক তখন সিনেমা দেখতে ব্যস্ত!

চালক তখন ফোনে সিনেমা দেখছেন। আর সিনেমা দেখবেন বলে গাড়িটি অটোপাইলট মোডে রেখে দিয়েছেন। টেসলার সেই গাড়ি ধাক্কা মারল নর্থ ক্যারোলিনার দুই পুলিশ অফিসারকে।

Viral Video: অটোপাইলট মোডে পুলিশকেই ধাক্কা মারল টেসলার গাড়ি, চালক তখন সিনেমা দেখতে ব্যস্ত!
ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 5:03 AM
Share

অটোপাইলট মোডে (Autopilot) দুটি পুলিশ অফিসারকে ধাক্কা দিল একটি টেসলা (Tesla) গাড়ি। নর্থ ক্যারোলিনার অফিসাররা একটি ড্যাশ-ক্যাম রেকর্ডিং (Dash-Cam Recording) প্রকাশ্যে নিয়ে এসেছেন। সেখানেই দেখা গিয়েছে এই ঘটনা। ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশেই এক জায়গায় একটি গাড়ি পার্ক করে দাঁড়িয়ে রয়েছেন দুই পুলিশ অফিসার। হুট করেই ওই টেসলা গাড়িটি এসে দুই অফিসারকে ধাক্কা মারে। ইউটিউবে এই ড্যাশ-ক্যাম রেকর্ডিং শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োর ভিউ ইতিমধ্যেই ৬৬,০০০ হতে চলেছে।

ভিডিয়োটি দেখুন এখানে ক্লিক করে

ভিডিয়োটি যখন শুরু হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটি গাড়ির সামনে রয়েছেন দুই অফিসার। রাতের শহরে ট্রাফিকের নজরদারি করছেন তাঁরা। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করছেন দুজনে। বেশ কিছুক্ষণ পর হঠাৎই সেই টেসলা গাড়িটি ওই দুই অফিসারকে ধাক্কা মারে। তাঁদের মধ্যে এক অফিসার আর এক অফিসারকে একটু ঠেলে দেন, যাতে তিনি বেশি ক্ষতির সম্মুখীন না হন। অন্য দিকে টেসলার গাড়িটি একটু ডান দিক ঘেঁষে চলতেই থাকে এবং সামনে গিয়ে শেষে থেমেও যায়।

গাড়ি বিষয়ক সংবাদমাধ্যম কারস্কুপের কাছে ন্যাশ কাউন্টি শেরিফ কেইথ স্টোন দাবি করেছেন যে, এই দুর্ঘটনা আরও ভয়ঙ্কর হতে পারত। তাঁর কথায়, “স্টেট ট্রুপার আমাদের ডেপুটিকে ভাগ্যক্রমে ঠেলে দিয়েছিলেন। তা না হলে কয়েক সেকেন্ডের মধ্যে একজন বা একাধিক মৃত্যু হতে পারত।”

কারস্কুপের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এটি আসলে টেসলা মডেল এস। গাড়িটি অটোপাইলট মোডে রেখে দিয়েছিলেন চালক, তিনি একজন ডাক্তার, নাম দেবাইন্দর গোলি। ২০২০ সালে এই দুর্ঘটনা ঘটেছিল। সম্প্রতি এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। অভিযোগ, ওই ডাক্তার গাড়িটি অটোপাইলট মোডে রেখে, সেই সময় ফোনে একটি সিনেমা দেখছিলেন।

অফিসাররা জানিয়েছেন যে, ওই সময়ে তাঁরা অন্য একটি ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন। এই গাড়ির চালককেও তাঁরা গ্রেফতার করেছিলেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ভারতে প্রথম ইলেকট্রিক বাইক নিয়ে আসছে পিওর ইভি, দাম ও ফিচার্স সম্পর্কে জেনে নিন

আরও পড়ুন: বিএমডব্লিউয়ের আসন্ন বৈদ্যুতিক গাড়িকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কত দাম হতে চলেছে এই গাড়ির?

আরও পড়ুন: ক্যানোপাস ভারতে চারটি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল, আধ ঘণ্টায় ৮০% চার্জিং, সঙ্গে সোয়্যাপেবল ব্যাটারি