White Cars Preferences In India: খুব ভাল করে পারফরম্যান্স রিভিউ দেখে নিয়েছেন, ড্রাইভিং কমফোর্ট চেক করে নিয়েছেন, দেখে নিয়েছেন বুট স্পেস, লেগ রুম, ইনফোটেইনমেন্ট-সহ আরও অনেক কিছু। গাড়ি কেনার সময় এত সবকিছু খতিয়ে দেখার আগে আসে যে প্রশ্নটা সেটা হল, কী রঙের গাড়ি কিনবেন? আর আপনি যদি প্রথমবার গাড়ি কেনেন, তাহলে তো দিগ্বিদিক অনেক কিছু ভাবার পর শেষে একটা সাদা গাড়িই কিনবেন। 2022 সালে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, প্রথমবার যাঁরা গাড়ি কেনেন, তাঁদের 10 জনের মধ্যে 4 জনই সাদা রঙের গাড়ি কেনেন। আর এবার সংবাদমাধ্যম বিজ়নেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এখনও অধিকাংশ ভারতীয়ের পছন্দের গাড়ি সাদা রঙেরই হয়।
Jato Dynamics-এর পরিসংখ্যানকে তুলে ধরে বিজ়নেস স্ট্যান্ডার্ড তাদের রিপোর্টটি প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, 2021 সালের তুলনায় 2022 সালে সাদা ছাড়াও অন্যান্য রঙিন গাড়িগুলির বিক্রিবাট্টা বেড়েছে। কিন্তু এক নম্বর জায়গাতে রয়েছে সেই সাদা গাড়িই। পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, 2022 সালে দেশে যে পরিমাণ গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে 42.2 শতাংশই হল সাদা গাড়ি। যদিও 2021 সালের তুলনায় সংখ্যাটা কিছুটা হলেও নেমেছে। সে বছর সাদা রঙের গাড়ি বিক্রির পরিসংখ্যান ছিল 43.9 শতাংশ। প্রসঙ্গত, Jato Dynamics-এর এই ডেটা রিভিউ করে দেখেছে সংবাদমাধ্যম বিজ়নেস স্ট্যান্ডার্ড। সাদা ব্যতিরেকে কালো, ধূসর, নীল, লাল, সবুজ, সোনালি, রূপালি ইত্যাদি রঙের গাড়ি কেনার হারও 2021 সালের তুলনায় 2022 সালে বেড়েছে।
কিন্তু সাদা গাড়ির প্রতি মানুষের এত ঝোঁক কেন? শুধুই যে ব্যক্তিগত স্তরে মানুষ সাদা গাড়ি কেনেন, এমনটা নয়। সেই সঙ্গেই আবার Ola, Uber, InDiver-সহ যত অ্যাপ ক্যাব পরিষেবা রয়েছে, সেখানে তো সাদা ছাড়া আর কোনও গাড়িই ব্যবহৃত হয় না। Maruti Suzuki-র মার্কেটিং ও সেলস ডিপার্টমেন্টের সিনিয়র এগজ়িকিউটিভ অফিসার শশাঙ্ক শ্রীবাস্তব বলছেন, “স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (SUV) সেগমেন্টে মানুষ এখন বেশি করে ডার্ক কালারের গাড়ি কিনছেন। কিন্তু আমার মনে হয়, গাড়ির রং বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষ আরও বেশি পার্সোনালাইজ়ড হয়ে যাচ্ছেন। সেই কারণেই অন্যান্য রঙের গাড়ির বিক্রি আগের তুলনায় বাড়ছে। কিন্তু এখনও সাদা বেশিরভাগ ভারতীয়ের অন্যতম পছন্দ। দীর্ঘ সময় ধরে এ দেশে সাদা, রূপালি এবং ধূসর রঙের গাড়ি ভারতের সামগ্রিক গাড়ির বাজারের 65-70 শতাংশ-জুড়ে থাকে।”
এদিকে Hyundai Motor Company-র তরফ থেকে বলা হচ্ছে, একাধিক কারণে ভারতীয়দের পছন্দ সাদা রঙের গাড়ি। রক্ষণাবেক্ষণ, অপেক্ষাকৃত কম দাম, গরমে অন্যান্য রঙিন গাড়িগুলির তুলনায় কম তাপ শোষণ, ধূলোবালি কম দেখা যায়— সাদা গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের মাথায় এই সব একাধিক ফ্যাক্টর কাজ করে। দেশে সাদা রঙের গাড়ির এমন রমরমার ব্যাপারে বিশেষজ্ঞরাও বেশ কিছু কারণের কথা জানিয়েছিলেন। তাঁদের দাবি, সাদা গাড়ি রক্ষণাবেক্ষণ সহজ, দীর্ঘ সময় ধরে উজ্জ্বল থাকে, পরিবারের লোকজন রিজেক্ট করতে পারেন না, রিসেল ভ্যালু খুব ভাল, রাতের নিরাপত্তা দিতে পারে, গরম কালে কম পরিমাণে তাপ শোষণ করে, ছোট গাড়িকে বড় করে দেখায় এবং সর্বোপরি ক্রেতারা এই রংকে কখনই অশুভ বলে মনে করেন না।
Tata Motors প্যাসেঞ্জার ভেহিকলসের ভাইস প্রেসিডেন্ট মোহন সাভারকর বলছেন, “2022-23 অর্থবর্ষে টাটা মোটরসের সাদা গাড়ির বিক্রির পরিমাণ 36 শতাংশ। আমাদের গবেষণা অনুযায়ী, সাদা গাড়ি অনেক বছর ধরে মার্কেটে দাপট দেখিয়ে চলেছে, কারণ এই রংটা এক্কেবারে পক্ষপাতদুষ্ট নয়। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলে ব্যবহার করতে পছন্দ করেন। পাশাপাশি সাদা গাড়ির রিসেল ভ্যালুও খুব ভাল।”
কেন ভারতে সাদা গাড়ি সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়?
1) রক্ষণাবেক্ষণ করা সহজ – সাদা গাড়িতে স্ক্র্যাচ সে ভাবে দৃশ্যমান হয় না। তাই এই রঙের গাড়ি পুনরায় রং করাও খুব সুবিধার হয়।
2) রিসেল ভ্যালু ভাল – অন্যান্য রঙের থেকে সাদা রঙের গাড়ির রিসেল ভ্যালু খুব ভাল। তার কারণ হল, সাদা রঙের গাড়ি কারও পছন্দ না হলেও কেউ অপছন্দও করেন না।
3) পরিবেশগত দিক থেকেও ভাল – অন্যান্য ডার্ক কালারের তুলনায় সাদা রঙের গাড়ি অপেক্ষাকৃত বেশি ঠান্ডা থাকে। বিশেষ করে গরমকালে বোঝা যায় যে, সাদা রং গাড়ি ঠান্ডা রাখার ক্ষেত্রে কতটা সহায়ক।
4) রাতের বেলা ড্রাইভিং – রাত্রিবেলা অন্ধকারে দূর থেকে কোনও গাড়ি এলে তা বোঝা যায় খুব সহজেই, যদি তা সাদা রঙের হয়।
5) কালার সাইকোলজি – অনেকেই আছেন, যাঁদের পার্সোনালিটি কালার বা ব্যক্তিত্বের রংটাই সাদা। শুধু গাড়ি কেন, বাড়ি থেকে শুরু করে সবকিছুতেই তারা সাদা রংটাই পছন্দ করেন। এবং সাদা রং যেসব মানুষজনের পছন্দ, তাঁরা খুব সরল এবং নিষ্পাপ মানুষ হন।
6) পরিবার ও বন্ধুবান্ধবের পরামর্শ – কী রঙের গাড়ি কিনবেন, তা যদি পরিবারের নিকট কেউ বা আপনার বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করেন, তাহলে চট করে উত্তরটা সাদাই হবে। সাইকোলজি, টেস্ট যে মানুষের যাই হোক না কেন, বেশিরভাগই সাদা রঙের গাড়ি কেমার পরামর্শ দেন।