Speed 400 দিয়ে দেশের বাইকের বাজারে ঝড় তুলেছিল প্রিমিয়াম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Triumph। বাজাজ অটোর সঙ্গে জুটি বেঁধে সেই বাইকটি লঞ্চ করেছিল সংস্থাটি। এবার তারা আরও একটি পাওয়ারপ্যাক প্রোডাক্ট নিয়ে হাজির হল, যার নাম Scrambler 400 X। বাইকটি দেশে লঞ্চ করা হয়েছে 2.63 লাখ টাকা (এক্স-শোরুম)। বাইকটি বুক করতে কাস্টমারদের যেতে হবে Triumph-এর অথরাইজ়ড ডিলারশিপে। আবার কোম্পানির অফিসিয়াল সাইটেও অর্ডার করতে পারেন বাইকটি।
Triumph Scrambler 400X: লুক ও ডিজ়াইন
Triumph Scrambler 400X বাইকটি এমনই ভাবে ডিজ়াইন করা হয়েছে, যা সব ধরনের রাস্তায় চলার উপযুক্ত এবং বাইকাররা চরম আনন্দও উপভোগ করতে পারবেন। আর তার ক্রেডিটটা নিয়ে নেবে বাইকের রাগড্ ফ্রেম এবং হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স। স্ক্র্যাম্বলারটিতে কিছু অফ-রোড ক্ষমতাও রয়েছে, যা বাইকটিকে এই সেগমেন্টের সেরা করে তুলেছে। এই বাইকটি তাঁদের জন্য চমৎকার হতে চলেছে, যাঁরা স্মুধ ও রাফ দুরকমেরই রাইডিং পছন্দ করেন।
Triumph Scrambler 400X: ফিচার্স
সদ্য লঞ্চ হওয়া Scrambler 400X বাইকে রয়েছে একাধিক অ্যাডভান্সড ফিচার্স। তার মধ্যে যেমন অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবার রয়েছে, তেমনই আবার রিমুভেবল রাবার ইনসার্ট সহযোগে ফ্ল্যাট স্ক্র্যাম্বলার ফুট পেগ, একটি স্লিম ওয়েস্ট, রিল্যাক্সড্ স্ক্র্যাম্বলার আর্গোনমিক্স এবং আপসওয়েপ্ট এগসস্ট রয়েছে। এছাড়া বাইকের দুই প্রান্তের 50 mm লং-ট্রাভেল সাসপেনশন, 195 mm হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং 35 mm সিট হাইট ইত্যাদি একাধিক ফিচার্স থাকার ফলে বাইকটি তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সেরা বিকল্প হয়ে উঠেছে।
Triumph Scrambler 400X: ইঞ্জিন
এই বাইকটি তৈরি করা হয়েছে Triumph-এর লেটেস্ট TR সিরিজ়ের উপরে ভিত্তি করে। এই একই ইঞ্জিন ব্যবহৃত হয়েছিল Speed 400 বাইকেও। Scrambler 400x বাইকে রয়েছে একটি 398.15cc ইঞ্জিন, যা সর্বাধিক 39.5 bhp আউটপুট এবং 37.5 Nm পিক টর্ক দিতে পারে। ইউনিটটি পেয়ার করা থাকছে 6-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে।