সস্তায় স্কুটি কিনবেন? TVS Jupiter আর Honda Activa-র মধ্যে কে সেরা দেখুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 23, 2023 | 2:07 PM

TVS Jupiter Price: TVS Jupiter এবং Honda Activa 6G স্কুটার দু'টি ভারতে বেশ জনপ্রিয়। কিন্তু কোনটি কিনবেন তা বুঝে উঠতে পারছেন না? আপনার সেই চিন্তা দূর করতে TVS Jupiter এবং Honda Activa 6G স্কুটার দু'টির মধ্য়ে তুলনা করা হল।

সস্তায় স্কুটি কিনবেন? TVS Jupiter আর Honda Activa-র মধ্যে কে সেরা দেখুন

Follow Us

Honda Activa Price: কম দামে একটি ভাল স্কুটার কিনতে চান? তাহলে বাজারে টিভিএস মোটর (TVS Motor), হোন্ডা (Honda)-র মতো অনেক জনপ্রিয় কোম্পানিগুলির স্কুটার রয়েছে। তাদের স্কুটারগুলির মধ্য়ে থেকে আপনার পছন্দ মতো একটি স্কুটার কিনতে পারেন। TVS Jupiter এবং Honda Activa 6G স্কুটার দু’টি ভারতে বেশ জনপ্রিয়। কিন্তু কোনটি কিনবেন তা বুঝে উঠতে পারছেন না? আপনার সেই চিন্তা দূর করতে TVS Jupiter এবং Honda Activa 6G স্কুটার দু’টির মধ্যে তুলনা করা হল। এতে আপনি খুব সহজেই ঠিক করে নিতে পারবেন, কোনটি আপনার জন্য উপযুক্ত।

TVS Jupiter বনাম Honda Activa 6G: কার ক্ষমতা বেশি?

TVS Jupiter-এ একটি 109.7cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা 7000 rpm-এ 7.3hp শক্তি এবং 5500 rpm-এ 8.4Nm টর্ক জেনারেট করে। আর Honda Activa 6G-এ একটি 109.51cc ইঞ্জিন রয়েছে, যা প্রায় 7.7hp শক্তি এবং 8.79 Nm টর্ক জেনারেট করে।

TVS Jupiter বনাম Honda Activa 6G: ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ও ডিজ়াইনের পার্থক্য়

TVS Jupiter-এর দৈর্ঘ্য 1834 মিমি, প্রস্থ 678 মিমি, উচ্চতা 1286 মিমি, হুইলবেস 1275 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিমি। আর অন্য়দিকে Activa 6G০-এর দৈর্ঘ্য 1833 মিমি, প্রস্থ 697 মিমি, উচ্চতা 1156 মিমি, হুইলবেস 1260 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 171 মিমি। Activa 6G-এর তুলনায়, TVS Jupiter-এর দৈর্ঘ্য, উচ্চতা এবং হুইলবেস বেশি। আবার Activa 6G০-এ Jupiter-এর চেয়ে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। এমনকি এর প্রস্থও Jupiter-এর চেয়ে বেশি। Honda Activa 6G-এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.3-লিটার, আর Jupiter-এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 6-লিটার। Jupiter-এর ওজন 109 কেজি এবং Activa 6G এর ওজন 107 কেজি।

TVS Jupiter বনাম Honda Activa 6G:ব্রেকিং এবং রঙয়ের তুলনা

TVS Jupiter-এর সামনে এবং পিছনে 130mm ড্রাম ব্রেক রয়েছে। দু’টি স্কুটারেই টিউবলেস টায়ার পাওয়া যায়। Honda Activa 6G স্কুটার 6টি রঙয়ে কিনতে পারবেন। আর Honda Activa 6G স্কুটারটি 13টি রঙয়ে কিনতে পারবেন।

দামের দিক থেকে পার্থক্য কতটা?

Activa 6G দু’টি ভ্য়ারিয়েন্ট এসটিডি এবং ডিএলএক্সে আসে। যার দাম যথাক্রমে 65,419 এবং 66,919 টাকা (এক্স-শোরুম)। TVS জুপিটার তিনটি ভ্য়ারিয়েন্টে পাবেন। এর বেস ভ্য়ারিয়েন্টের দাম 63,102 টাকা, ZX ভ্য়ারিয়েন্টের দাম 65,102 টাকা এবং ক্লাসিক ভ্যারিয়েন্টের দাম 69,602 টাকা (এক্স-শোরুম)।

Next Article