No Gates No Tyres Car: দিন যতই এগিয়ে চলেছে, ততই অটোমোবাইলের দুনিয়া আমাদের অবাক করে চলেছে। হরেক কিসিমের গাড়ি, তাদের ভিন্ন-ভিন্ন ডিজ়াইন, আকর্ষণীয় ফিচার্স মানুষের মন কেড়ে নেয়। গাড়ি কেনার পরিকল্পনা বা সামর্থ্য থাকে না, এমন মানুষজনও অনন্য লুক, ডিজ়াইন ও শক্তিশালী ইঞ্জিনের প্রতি আকৃষ্ট হয়ে শেষমেশ গাড়িটা কিনেই ফেলেন! সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ‘বিশ্বের সবথেকে নিচু গাড়ি’টিকে। সে এক এমনই গাড়ি, যাতে কোনও চাকা নেই, এমনকি গাড়িতে কোনও দরজাও নেই। তা-ও সেই গাড়ি চলছে, তার ভিতরে বসে কেউ একজন চালাচ্ছেন গাড়িটিকে।
বিশ্বের সবথেকে নিচু গাড়ি
এটি বিশ্বের সবথেকে নিচু গাড়ি। আশ্চর্যজনক বিষয়টি হল, তাতে কোনও চাকা নেই এবং দরজাও নেই। টুইটারে যে ভিডিয়োটা ভাইরাল হয়েছে, তাতে গাড়িটির সিয়ান টপ দেখা যাচ্ছে যার জানলা রয়েছে এবং সামনের বনেটের ফ্ল্যাপ রাস্তায় ছুটছে। চাকা বাদ দিয়ে একটা গাড়ি ঠিক যেমন হয়, এই গাড়িটাও ঠিক তাই। গাড়িটিকে চলতে দেখে সেখানে যে মানুষজন দাঁড়িয়ে ছিলেন, তাঁরা হাসিতে ফেটে পড়েন, ঘনঘন হাততালি দিতে থাকেন। টুইটারে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিশ্বের সবথেকে নিচু গাড়ি’।
The lowest car in the world
[? carmagheddon (IT): https://t.co/9z0IrZySua]pic.twitter.com/AvExqIFJnA
— Massimo (@Rainmaker1973) June 25, 2023
লোকজন কী বলছেন
ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। গত 26 জুন এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যার ভিউ এর মধ্যেই 1 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। গাড়িটি নিয়ে মানুষজনের মধ্যে যে কতটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে দিয়েছে ভিডিয়োর কমেন্ট সেকশন। একজন লিখছেন, ‘শক্ত মাটিতে নেভিগেট করতে এই গাড়িটি ত্রিমাত্রিক জ্যামিতি নোডের স্পেস র্যাপ প্রযুক্তি ব্যবহার করছে।’ আর একজন মজা করেই যোগ করলেন, ‘হুইল অফ ফরচুন হোমে আমি যে হাফ গাড়িটি চালাচ্ছিলাম, এটা সেটাই।’
কারা তৈরি করলেন এই গাড়ি
এই গাড়িটি তৈরি করেছে ইতালির অটোমোবাইল ইনফ্লুয়েন্সার, যারা Caramagheddon নামক একটি ইউটিউব চ্যানেল চালায়। এই চ্যানেলে এমন কিছু অসাধারণ ভিডিয়ো রয়েছে, যেখানে অনবদ্য লুকের মডিফায়েড গাড়ি নজরে এসেছে। একটা ভাঙা গাড়িকে নিয়েই তারা তৈরি করেছেন বিশ্বের সবথেকে নিচু গাড়িটি। প্রথমে এই ভাঙা গাড়িটিতে একটি বৈদ্যুতিক রোবো ইনস্টল করে একটি কাঠের বোর্ডে স্থাপন করা হয়। গাড়ির ঠিক মাথায় রয়েছে একটি GoPro, যা তাদের দেখতে সাহায্য করবে পথে কোনও বাধা রয়েছে কি না।