Yamaha-র FZ এবং MT রেঞ্জের বাইকের দাম বাড়ল ভারতে, নতুন দাম কত?
নতুন Yamaha FZ-X বাইকটির দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে। ফলে, বাইকটির নতুন দাম 1,33,900 টাকা। অন্য দিকে আবার Yamaha FZ 25 এবং FZS 25 এর দামও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে, এই দুই মডেলের দাম এখন যথাক্রমে 1,47,900 টাকা এবং 1,52,400 টাকা।
Yamaha মোটরসাইকেল ভারতে তাদের FZ এবং MT রেঞ্জের বাইকের দাম বাড়িয়েছে। নতুন ঘোষণাটি সংস্থার জনপ্রিয় Yamaha YZF-R15 V4 স্পোর্টস বাইকের দাম বাড়ানোর পরপরই এই দুই মডেলের দাম বাড়ানোর কথা জানাল। এই মুহূর্তে দেশে ইয়ামাহা-র একাধিক বাইক দেশে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। সেই তালিকায় রয়েছে, FZ-X, FZ 25, FZS 25, এবং MT-15-এর মতো জনপ্রিয় বাইক। এখন এই Yamaha FZ এবং MT রেঞ্জের বাইকের দাম যথাক্রমে 500 টাকা থেকে 1000 টাকা করে বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধি বাইকগুলির প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য।
নতুন Yamaha FZ-X বাইকটির দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে। ফলে, বাইকটির নতুন দাম 1,33,900 টাকা। অন্য দিকে আবার Yamaha FZ 25 এবং FZS 25 এর দামও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে, এই দুই মডেলের দাম এখন যথাক্রমে 1,47,900 টাকা এবং 1,52,400 টাকা।
পাশাপাশি Yamaha MT 15-এর দামও বৃদ্ধি পেয়েছে। Yamaha R15-এর নেকেড এডিশনের দাম 500 টাকা বাড়ানো হয়েছে। ফলে, গাড়িটির দাম বর্তমানে 1,63,900 টাকা এবং এর বিভিন্ন রঙের ভ্যারিয়েন্টগুলির দাম 1,64,900 টাকা। তবে MT15 MotoGP সংস্করণের দাম একই থাকছে, আগের মতো 1,65,900 টাকা।
এদিকে কোম্পানি সম্প্রতি Aerox 155 ম্যাক্সি-স্কুটারে একটি নতুন রেঞ্জ-টপিং MotoGP কালারওয়ে চালু করেছে। এটি ইয়ামাহার মনস্টার এনার্জি Yamaha MotoGP M1 মোটরসাইকেল দ্বারা অনুপ্রাণিত এবং Yamaha MotoGP ব্র্যান্ডিং সহ একটি সম্পূর্ণ কালো রঙের ট্রিটমেন্ট পায় যা ভিসার, সামনের অ্যাপ্রোন, সামনের মাডগার্ড, সাইড প্যানেল, পিছনের প্যানেল এবং ‘X’ সেন্টার মোটিফে পাওয়া যাবে।
এই Yamaha AeroX MotoGP সংস্করণের মূল্য 1,41,300 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এটি ভারতে কোম্পানির প্রিমিয়াম ব্লু স্কোয়্যার আউটলেটে ইয়ামাহা গ্রাহকদের কাছে কেনার জন্য উপলব্ধ হবে।