সমুদ্রের জলে Ola S1 Pro ডুবিয়ে দিলেন চালক! তোলার পরেও হর্ন, টাচ স্ক্রিন, ইন্ডিকেটর সব OK

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 05, 2023 | 12:04 PM

Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার নিয়ে চালকরা নানাবিধ পরীক্ষা করে দেখেছেন। কখনও এই স্কুটারের উপরে চড়ে কেউ স্টান্ট দেখিয়েছেন। কখনও আবার পাহাড়ের উপরে স্কুটারটি চালিয়েও পরীক্ষা করা হয়েছে। আর এবার সমুদ্রে এই স্কুটারটি চালালেন এক ব্যক্তি। তার ফলাফল কী বেরোল, দেখুন একবার।

Follow Us

Ola S1 Pro Salty Water Test: দেশের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা Ola Electric প্রতিটা মাসেই তাদের বিক্রিবাট্টার পরিসংখ্যান বাড়িয়ে চলেছে। আর তার ক্রেডিটের পুরোটাই নিয়ে নেবে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারটি। এই ওলা স্কুটারের গুণমান নিয়ে একাধিক বার প্রশ্ন উঠেছে। কিন্তু সেই সব প্রশ্নকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই চলছে জোরদার কেনাকাটি। Ather 450X Gen 3, Ather 450 Plus Gen 3, Hero Vida V1, M2GO X1, Okinawa iPraise-এর মতো একাধিক ইলেকট্রিক স্কুটারকে প্রতিযোগিতায় বারংবার পিছনে ফেলেছে Ola S1 Pro। এহেন ইলেকট্রিক স্কুটার নিয়েই চালকরা নানাবিধ পরীক্ষা করেও দেখেছেন। কখনও এই স্কুটারের উপরে চড়ে কেউ স্টান্ট দেখিয়েছেন। কখনও আবার পাহাড়ের উপরে স্কুটারটি চালিয়েও পরীক্ষা করা হয়েছে। আর এবার সমুদ্রে এই স্কুটারটি চালালেন এক ব্যক্তি। যাচাই করে দেখতে চেয়েছিলেন, স্কুটারের ব্যাটারি ওয়াটারপ্রুফ কি না। তার একটি ভিডিয়োও ইউটিউবে শেয়ার করেছেন, যা এখন রীতিমতো ভাইরাল।

নোনা জলে Ola S1 Pro-র পরীক্ষা

ভিডিয়োতে দেখা গেল, ওই চালক স্কুটারটি নিয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। তারপর সেটিকে জলে পুরোদস্তুর ডুবিয়ে দিলেন। এটা ভাবলেন না যে, ইলেকট্রিক স্কুটার জলে ডোবানোর ফলে শর্ট সার্কিট হতে পারে বা অন্য কোনও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর কিছুক্ষণ পরেই দেখা গেল, ওই চালক স্কুটারটিকে নোনা জলে একপ্রকার ছুঁড়ে ফেললেন। এমন ভাবেই ছুঁড়ে ফেললেন যে, স্কুটারের একটা অংশও দৃশ্যমান হচ্ছিল না।

শেষমেশ কী হল

জলে তো ডুবল। নদীর জল নয়, পুকুরের জল নয়, এক্কেবারে সমুদ্রের নোনা জলে ডুবল Ola S1 Pro। কিন্তু কী হল তাতে? স্কুটারটি কি শেষমেশ ঠিক পরিস্থিতিতে ছিল? ভিডিয়োটি যখন শেষের দিকে এগোতে থাকল, চালক তখন সেটিকে সমুদ্রের জল থেকে ইকো মোডে চালিয়ে নিয়ে এলেন বিচে। তাঁকে বলতে শোনা গেল, স্কুটারের সবকিছু ঠিকঠাক চলছে। হর্ন থেকে শুরু করে ইন্ডিকেটর্স, টাচ স্ক্রিন, এই সব কিছুই জলে এক্কেবারে ঠিকভাবে চলছিল।

তবে শুধু কঠিন পরিস্থিতিতে স্কুটারের ক্ষমতার পরীক্ষা নয়। সত্যিই এই স্কুটার কতটা রেঞ্জ দিতে পারে, তারও পরীক্ষা করা হয়েছে একাধিক বার। সেই সব পরীক্ষা থেকেই উঠে এসেছে, Ola S1 Pro এক চার্জে 177 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিয়েছে। এদিকে সংস্থাটি জানিয়েছে, গত মাসে তারা 35,000টি ওলা ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। এখনও পর্যন্ত বিক্রিবাট্টার এই সংখ্যা ওলা ইলেকট্রিকের জন্য সর্বাধিক।

Ola S1 Pro Salty Water Test: দেশের জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা Ola Electric প্রতিটা মাসেই তাদের বিক্রিবাট্টার পরিসংখ্যান বাড়িয়ে চলেছে। আর তার ক্রেডিটের পুরোটাই নিয়ে নেবে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটারটি। এই ওলা স্কুটারের গুণমান নিয়ে একাধিক বার প্রশ্ন উঠেছে। কিন্তু সেই সব প্রশ্নকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই চলছে জোরদার কেনাকাটি। Ather 450X Gen 3, Ather 450 Plus Gen 3, Hero Vida V1, M2GO X1, Okinawa iPraise-এর মতো একাধিক ইলেকট্রিক স্কুটারকে প্রতিযোগিতায় বারংবার পিছনে ফেলেছে Ola S1 Pro। এহেন ইলেকট্রিক স্কুটার নিয়েই চালকরা নানাবিধ পরীক্ষা করেও দেখেছেন। কখনও এই স্কুটারের উপরে চড়ে কেউ স্টান্ট দেখিয়েছেন। কখনও আবার পাহাড়ের উপরে স্কুটারটি চালিয়েও পরীক্ষা করা হয়েছে। আর এবার সমুদ্রে এই স্কুটারটি চালালেন এক ব্যক্তি। যাচাই করে দেখতে চেয়েছিলেন, স্কুটারের ব্যাটারি ওয়াটারপ্রুফ কি না। তার একটি ভিডিয়োও ইউটিউবে শেয়ার করেছেন, যা এখন রীতিমতো ভাইরাল।

নোনা জলে Ola S1 Pro-র পরীক্ষা

ভিডিয়োতে দেখা গেল, ওই চালক স্কুটারটি নিয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। তারপর সেটিকে জলে পুরোদস্তুর ডুবিয়ে দিলেন। এটা ভাবলেন না যে, ইলেকট্রিক স্কুটার জলে ডোবানোর ফলে শর্ট সার্কিট হতে পারে বা অন্য কোনও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর কিছুক্ষণ পরেই দেখা গেল, ওই চালক স্কুটারটিকে নোনা জলে একপ্রকার ছুঁড়ে ফেললেন। এমন ভাবেই ছুঁড়ে ফেললেন যে, স্কুটারের একটা অংশও দৃশ্যমান হচ্ছিল না।

শেষমেশ কী হল

জলে তো ডুবল। নদীর জল নয়, পুকুরের জল নয়, এক্কেবারে সমুদ্রের নোনা জলে ডুবল Ola S1 Pro। কিন্তু কী হল তাতে? স্কুটারটি কি শেষমেশ ঠিক পরিস্থিতিতে ছিল? ভিডিয়োটি যখন শেষের দিকে এগোতে থাকল, চালক তখন সেটিকে সমুদ্রের জল থেকে ইকো মোডে চালিয়ে নিয়ে এলেন বিচে। তাঁকে বলতে শোনা গেল, স্কুটারের সবকিছু ঠিকঠাক চলছে। হর্ন থেকে শুরু করে ইন্ডিকেটর্স, টাচ স্ক্রিন, এই সব কিছুই জলে এক্কেবারে ঠিকভাবে চলছিল।

তবে শুধু কঠিন পরিস্থিতিতে স্কুটারের ক্ষমতার পরীক্ষা নয়। সত্যিই এই স্কুটার কতটা রেঞ্জ দিতে পারে, তারও পরীক্ষা করা হয়েছে একাধিক বার। সেই সব পরীক্ষা থেকেই উঠে এসেছে, Ola S1 Pro এক চার্জে 177 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিয়েছে। এদিকে সংস্থাটি জানিয়েছে, গত মাসে তারা 35,000টি ওলা ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। এখনও পর্যন্ত বিক্রিবাট্টার এই সংখ্যা ওলা ইলেকট্রিকের জন্য সর্বাধিক।

Next Article