প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএনএলের নতুন প্ল্যান, থাকছে আনলিমিটেড কল এবং ডেটা পরিষেবা

Jan 11, 2021 | 10:58 AM

নতুন বছরে গ্রাহকদের জন্য ফের সুখবর আনল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএনএলের নতুন প্ল্যান, থাকছে আনলিমিটেড কল এবং ডেটা পরিষেবা
ফাইল ছবি

Follow Us

ফের নতুন প্ল্যান লঞ্চ করল বিএসএনএল। ইতিমধ্যেই সমস্ত ডোমেস্টিক কলের ক্ষেত্রে এফইউপি লিমিট তুলে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। অর্থাৎ এই টেলিকম সংস্থার কানেকশন যাঁদের রয়েছে তাঁরা সকলেই সমস্ত কানেকশনের ক্ষেত্রে ফ্রি-কলের পরিষেবা পাবেন। আপাতত বিএসএনএল আনলিমিটেড কল এবং ডেটা ভাউচারের সঙ্গে সঙ্গে এসটিভি এবং কম্বো প্যাকও চালু করেছে। ট্রাই-এর নির্দেশ অনুসারেই ২০২১ সালে প্রথম থেকে নতুন নিয়ম চালু করেছে সরকার অধিকৃত এই টেলিকম সংস্থা।

নতুন করে ৩৯৮ টাকার একটি অফার প্ল্যান চালু করেছে বিএসএনএল। ৩০ দিনের জন্য প্রযোজ্য থাকবে এই প্ল্যান। আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের পরিষেবাও পাবেন গ্রাহকরা। হোম এবং ন্যাশনাল রোমিং, দু’ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফ্রি এসএমএসের পরিষেবা। এমটিএনএল নেটওয়ার্ক কাজ করবে দিল্লি এবং মুম্বইয়ের ক্ষেত্রে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্ল্যান কার্যকর হবে না। আউটগোয়িং নম্বর, আন্তর্জাতিক নম্বত এবং অন্যান্য চার্জেবল শর্টকোডের ক্ষেত্রে বিএসএনএলের ৩৯৮ টাকার এই প্ল্যান কার্যকর হবে না। আর কেবলমাত্র প্রিপেড কানেকশনের ক্ষেত্রেই এই প্ল্যান প্রযোজ্য। থাকবে আনলিমিটেড ডেটা পরিষেবাও।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যেও বিশেষ অফার এনেছে বিএসএনএল। ১৯৯৯ টাকার যে প্যাক চালু করা হয়েছিল যার মেয়াদ ২১ দিন বাড়ানো হয়েছে। ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্ল্যান। অর্থাৎ মোট ৩৮৬ দিনের জন্য প্রযোজ্য থাকবে এই প্ল্যান। এছাড়াও ২৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এই প্যাকের মধ্যে PRBT এবং Eros Now- এর পরিষেবা পাওয়া যাবে এক বছরের জন্য। আগে ২৩৯৯ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৬০০ দিন। তবে এখন ভ্যালিডিটি ৩৬৫ দিন। যদিও প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন বাড়ানো হয়েছে। অতএব এখন এই প্ল্যানের ভ্যালিডিটি মোট ৪৩৭ দিনের। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে এই প্ল্যান।

Next Article