AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Emoji: সবথেকে জনপ্রিয় ইমোজি পাঠিয়ে একজনের 50 লাখ টাকা জরিমানা, আপনিও এই ভুল করছেন?

Thumbs Up Emoji Controversy: সম্প্রতি ইমোজি পাঠানো নিয়েই একটা ঘটনায় আপনার চোখ কপালে উঠতে পারে, ইমোজি নিয়ে আপনাকে আরও সতর্ক করতে পারে সেই ঘটনা। ঠিক কী ঘটেছে? ইমোজি পাঠানোর কারণে এক ব্যক্তিকে 50 লাখ টাকার জরিমানা দিতে হয়েছে।

Emoji: সবথেকে জনপ্রিয় ইমোজি পাঠিয়ে একজনের 50 লাখ টাকা জরিমানা, আপনিও এই ভুল করছেন?
একটা থাম্বস আপ যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, আপনার ধারণা নেই!
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 8:21 PM
Share

Thumbs Up Emoji Canada: যে কোনও মেসেজে আমরা এখন ইমোজি পাঠাতে সিদ্ধহস্ত! হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টা, ফেসবুক হোক বা হালফিলের থ্রেডস, সর্বস্ব, সর্বস্তরে আমরা প্রতিদিন অগুনতি ইমোজি পাঠিয়ে চলেছি। কিন্তু সব ইমোজির মানে কি আমাদের সত্যি জানা? কতটা জেনে আমরা ইমোজি পাঠাই? সম্প্রতি ইমোজি পাঠানো নিয়েই একটা ঘটনায় আপনার চোখ কপালে উঠতে পারে, ইমোজি নিয়ে আপনাকে আরও সতর্ক করতে পারে সেই ঘটনা। ঠিক কী ঘটেছে? ইমোজি পাঠানোর কারণে এক ব্যক্তিকে 50 লাখ টাকার জরিমানা দিতে হয়েছে। ঘটনাটি এদেশের না হলেও যে কোনও সময় তা আপনার সঙ্গেও ঘটতে পারে। তাই, ইমোজি পাঠান তার অর্থ জেনেই, সঠিক জায়গায় সঠিক ইমোজির প্রয়োগ করুন।

পুরো ব্যাপারটা কী?

কানাডার সাসকাচোয়ানে এই ঘটনাটি ঘটেছে। সেখানে 2021 সালের মার্চ মাসে একজন ক্রেতা অনলাইন মেসেজে স্থানীয় কৃষক ক্রিস অ্যাক্টরের ফসল কেনার জন্য একটি চুক্তি পাঠান। সেই বার্তার উত্তরে ক্রিস অ্যাক্টর নামের ওই কৃষক ওই থাম্বস আপ ইমোজি দিয়ে দিন। কথা ছিল, নভেম্বরের মধ্যে ওই ক্রেতার কাছে ফসল পাঠিয়ে দেবেন অ্যাক্টর। কিন্তু নভেম্বর কেন, তারপরে কয়েক বছর কেটে গেলেও ওই ক্রেতা কৃষক অ্যাক্টরের কাছ থেকে ফসলের ডেলিভারি পাননি। ব্যস! কেস গড়ায় আদালত পর্যন্ত। সম্প্রতি আদালতে আসার কারণেই এই ঘটনা নিয়ে নতুন করে শোরগোল পড়েছে।

ইমোজির অর্থ নিয়ে বিতর্ক

ইমোজির অর্থ এক-একজনের কাছে এক-একরকম। ওই কৃষক বলছেন, থাম্বস আপ ইমোজি পাঠানোর অর্থ তাঁর কাছে চুক্তিটি পাওয়া। অর্থাৎ তিনি যে চুক্তিটি পেয়েছেন, তা নিশ্চিত করতেই থাম্বস আপ পাঠিয়েছেন। এদিকে ফসলের ক্রেতা বলছেন, তাঁর কাছে এই থাম্বস আপের অর্থ হল চুক্তির শর্তগুলি নিশ্চিত করা। এদিকে এই থাম্বস আপের বিতর্ক যখন কোর্টে পৌঁছল, তখন সেখানে কৃষককেই দোষী করা হল। কোর্টের তরফে বলা হয়েছে, এই থাম্বস আপের অর্থ হল চুক্তিটিকেই নিশ্চিত করা এবং যথাসময়ে সেই ফসল ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। কোর্টের তরফে কৃষককে জরিমানা বাবদ 61,442 মার্কিন ডলার বা প্রায় 50 লক্ষ টাকা দিতে বলা হয়েছে ওই ক্রেতাকে।

আপনিও কি এমন ভুল করেন?

আপনিও যদি ইমোজির অর্থ না বুঝে কাউকে পাঠিয়ে দেন, তাহলে আপনাকেও কোর্ট পর্যন্ত দৌড়তে হতে পারে। যে কোনও ইমোজি যখন পাঠাচ্ছেন, তখন তার অর্থ ভাল করে বুঝেই তারপর পাঠান, তা না হলে বিপদে পড়তে পারেন। তার থেকেও বড় কথা হল, কোন অভিব্যক্তির প্রকাশে কোন ইমোজি পাঠাচ্ছেন, সেটাও ঠিক করুন।

থাম্বস আপ ইমোজির অর্থ কী?

একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, বিশ্বে সবথেকে বেশি ব্যবহার হয় থাম্বস আপ ইমোজি। থাম্বস আপ আক্ষরিক অর্থে, কোনও কাজ বা কথা পছন্দ হলেই তবে পাঠানো যায়। উল্টোদিকে থাম্বস ডাউনের অর্থ হল, কোনও কাজ বা বক্তব্য পছন্দ না হওয়া। এরকম ভাবেই বিভিন্ন ইমোজির নানাবিধ অর্থ রয়েছে।