Crash Bandicoot: On the Run, প্লেস্টেশন এক্সক্লুসিভ গেম এবার মোবাইলে

Sohini chakrabarty |

Mar 25, 2021 | 9:23 PM

১৯৯৬ সালে প্রথম এই Crash Bandicoot: On the Run গেম লঞ্চ হয়েছিল। কিন্তু তখন কেবল প্লেস্টেশনেই খেলা যেত এই গেম। তবে এবার মোবাইল ভার্সান লঞ্চ হতে চলেছে।

Crash Bandicoot: On the Run, প্লেস্টেশন এক্সক্লুসিভ গেম এবার মোবাইলে
গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর, দু'জায়গা থেকেই ডাউনলোড করা যাচ্ছে এই গেম।

Follow Us

Crash Bandicoot: On the Run, বহু পুরনো এবং জনপ্রিয় এই গেম এবার গ্লোবালি অর্থাৎ সারা বিশ্বে অ্যানড্রয়েড এবং আইওএস ভার্সানের জন্য লঞ্চ হতে চলেছে। ক্যান্ডি ক্রাশ- গেমের ডেভেলপার ‘কিং’- এর তরফে এই গেমের মোবাইল ভার্সান লঞ্চ করা হচ্ছে। গতবছর জুলাই মাস থেকে শুরু হয়ে গিয়েছে প্রি রেজিস্ট্রেশন। যাঁরা প্রি রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা সকলেই একটি করে Blue Hyena skin পেয়েছেন।

১৯৯৬ সালে প্রথম এই Crash Bandicoot: On the Run গেম লঞ্চ হয়েছিল। কিন্তু তখন কেবল প্লেস্টেশনেই খেলা যেত এই গেম। তবে এবার মোবাইল ভার্সান লঞ্চ হতে চলেছে। এই গেমে রয়েছে দু’জন মূল চরিত্র। একজন Crash Bandicoot। এই চরিত্রের স্রষ্টা Doctor Neo Cortex। আর এই Doctor Neo Cortex- কে সবসময় হারাতে চায় Crash Bandicoot।

এই গেম অনেকটাই টেম্পল রানের মতো। যেখানে দৌড় কখনই শেষ হয় না। একটি গন্তব্যে পৌঁছনোর আগেই গেমারের সামনে হাজির হয় নতুন চ্যালেঞ্জ। আর সব চ্যালেঞ্জ পূরণ করে বাধাবিপত্তি কাটিয়ে কেবল দৌড়লেই গন্তব্যে পৌঁছনো যায় না। প্রবল গতিতে ছোটার সঙ্গে সঙ্গে মাঝে মাঝেই লাফ দিতে হয় গেমারকে। এছাড়াও রয়েছে ডিগবাজি খাওয়া। Crash Bandicoot: On the Run গেমের মোবাইল ভার্সানে বেশ কিছু পরিবর্তন এলেও গেমের চরিত্ররা একই রয়েছে।

গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর, দু’জায়গা থেকেই ডাউনলোড করা যাচ্ছে এই গেম। Crash Bandicoot: On the Run- এই গেমের সাইজ ২০০ এমবি- রও কম। তবে অ্যাডিশনাল অনেক ফিচার ডাউনলোড করতে হবে। এমনিতে এই গেমের ডাউনলোড ফ্রি রয়েছে। তবে গেমের ভিতর এমন অনেক অপশন রয়েছে যেগুলো গেমারদের কিনতে হতে পারে।

Next Article