AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ather Energy- র ই-স্কুটারের ডেলিভারি শুরু দিল্লিতে, অন্তত আরও ৩০টি শহরে ব্যবসা বাড়াতে চায় সংস্থা

Ather Energy- র তরফে জানানো হয়েছে যে তাদের ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড শুরু হবে দিল্লির লাজপত নগর এলাকায়। এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে যে তাদের এক্সপিরিয়েন্স সেন্টার Ather Space- ও চালু হয়ে যাবে চলতি বছর মে মাস থেকেই। এই নিয়ে তৃতীয় এক্সপিরিয়েন্স সেন্টার খুলতে চলেছে Ather Energy।

Ather Energy- র ই-স্কুটারের ডেলিভারি শুরু দিল্লিতে, অন্তত আরও ৩০টি শহরে ব্যবসা বাড়াতে চায় সংস্থা
আপাতত দু’টি মডেল লঞ্চ হয়েছে ভারতে। ৪৫০ এক্স এবং ৪৫০ প্লাস।
| Updated on: Apr 11, 2021 | 8:41 PM
Share

বেঙ্গালুরুর ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা Ather Energy। ইতিমধ্যেই বাজারে এনেছে দু’টি মডেল। ৪৫০ এক্স এবং ৪৫০ প্লাস। ৪৫০ এক্স- এর দাম ১.৪৬ লক্ষ টাকা। আর ৪৫০ প্লাসের দাম ১.২৭ লক্ষ টাকা। দু’ক্ষেত্রেই দাম এক্স শোরুম দিল্লি অনুযায়ী। রবিবার থেকে ৪৫০ এক্স মডেলের ডেলিভারিও শুরু করেছে এই সংস্থা। দিল্লির ক্রেতারা ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি পেতে শুরু করেছেন। প্রথম ই-স্কুটারের ডেলিভারি দেওয়া হয়েছে হিরো মোটোকর্পের সিইও এবং চেয়ারম্যান পবন মুঞ্জলকে।

Ather Energy- র তরফে জানানো হয়েছে যে তাদের ইলেকট্রিক স্কুটারের টেস্ট রাইড শুরু হবে দিল্লির লাজপত নগর এলাকায়। এর পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে যে তাদের এক্সপিরিয়েন্স সেন্টার Ather Space- ও চালু হয়ে যাবে চলতি বছর মে মাস থেকেই। এই নিয়ে তৃতীয় এক্সপিরিয়েন্স সেন্টার খুলতে চলেছে Ather Energy।

ইতিমধ্যেই বেঙ্গালুরুর এই ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী স্টার্টআপ ১০টি ফাস্ট চার্জিং পয়েন্ট তৈরি করে ফেলেছে। এইসব চার্জিং পয়েন্টের নাম Ather Grid। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদে রয়েছে এইসব ফাস্ট চার্জিং পয়েন্ট। দিল্লি-এনসিআর চত্বরে আরও বেশি চার্জিং পয়েন্ট বসানোর লক্ষ্য রয়েছে সংস্থার। আপাতত ১৮টি শহরে ১২৮টি পাবলিক ফাস্ট চার্জিং পয়েন্ট বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। মুম্বইতে ইতিমধ্যেই ১০টি ফাস্ট চার্জিং পয়েন্ট রয়েছে। ২০২১-২০২২ অর্থবর্ষ শেষ হওয়ার আগেই আরও অন্তত ৩০টি ফাস্ট চার্জিং পয়েন্ট বসানোর লক্ষ্য রয়েছে Ather Energy- র।

কেবল ফাস্ট চার্জিং পয়েন্ট নয়, অন্যান্য শহরে ব্যবসাও বাড়াতে চায় এই সংস্থা। রাজস্থানের জয়পুরে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি গোয়া, কোয়েম্বাটোর, নাসিক, ইন্দোর, ত্রিচি, কালিকট ও আরও অনেক শহরেই ব্যবসা বাড়ানোর লক্ষ্য রয়েছে Ather Energy- র। তাদের টার্গেট মার্কেটের তালিকায় রয়েছে কলকাতাও। তবে আপাতত দিল্লিকেই প্রধান বাজার হিসেবে নজর দিচ্ছে সংস্থা। ২০১৮ সালে বেঙ্গালুরুতে এই সংস্থা প্রথম যাত্রা শুরু করে। এরপর একে একে চেন্নাই, পুণে, আহমেদাবাদ, হায়দরাবাদ, কোচি এবং মুম্বইতেও ব্যবসা শুরু করেছে এই ইলেকট্রিক স্কুটার নির্মাণ সংস্থা। আরও অন্তত ৩০টি শহরে ব্যবসা বাড়াতে চায় Ather Energy।