ভারতে এল নতুন ইলেকট্রিক বাইক, দাম মাত্র ৪০ হাজার! জানুন Detel Easy Plus- এর খুঁটিনাটি

Sohini chakrabarty |

Mar 21, 2021 | 6:54 PM

বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ইলেকট্রিক বাইক। ক্রেতারা পছন্দ অনুযায়ী রঙ বেছে নিতে পারবেন। মেটালিক ইয়েলো, মেটালিক রেড, মেটালক ব্ল্যাক, গানমেটাল এবং পার্ল হোয়াইট--- এইসব রঙে পাওয়া যাবে এই বাইক।

ভারতে এল নতুন ইলেকট্রিক বাইক, দাম মাত্র ৪০ হাজার! জানুন Detel Easy Plus- এর খুঁটিনাটি
Detel Easy Plus- এ রয়েছে 250W- এর মোটর। তার সঙ্গে রয়েছে 20Ah lithium-ion ব্যাটারি।

Follow Us

দু’চাকার ইলেকট্রিক যান নির্মাণ করে Detel। সম্প্রতি এই সংস্থা ভারতে লঞ্চ করেছে তাদের ‘ইজি প্লাস ইলেকট্রিক বাইক’। ভারতের বাজারে এই বাইকের দাম ৩৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)। Detel- এর অফিশিয়াল ওয়েবসাইটে ইজি প্লাস ইলেকট্রিকের বাইকের প্রিবুকিং করা যাচ্ছে। পরিবর্তে দিতে হচ্ছে ১৯৯৯ টাকা।

একনজরে এই ইলেকট্রিক বাইকের বিভিন্ন ফিচার-

১। Detel Easy Plus- এ রয়েছে 250W- এর মোটর। তার সঙ্গে রয়েছে 20Ah lithium-ion ব্যাটারি। ১০০ শতাংশ চার্জ হতে এই ব্যাটারির সময় লাগে ৪ থেকে ৫ ঘণ্টা। বাইক নির্মাণ সংস্থার দাবি, সিঙ্গল ফুল চার্জে এই ইলেকট্রিক বাইক একটানা ৬০ কিলোমিটার চলতে পারবে। ঘণ্টায় ২৫ কিলোমিটার এই বাইকের সর্বোচ্চ স্পিড।

আরও পড়ুন- অত্যাধুনিক ডিজাইনের অ্যাম্বুল্যান্স আনছে টাটা মোটরস, রয়েছে আধুনিক পরিষেবাও

২। এই বাইকে রয়েছে পাউডার কোটিং এবং মেটাল অ্যালয় বডি। ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, টিউবলেস টায়ার, ড্রাম ব্রেক এবং প্যাডেল— এইসব যুক্ত রয়েছে The Detel Easy Plus electric bike- এ। ১৭০ কেজি পর্যন্ত ওজন চাপানো যাবে এই বাইকে।

৩। বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ইলেকট্রিক বাইক। ক্রেতারা পছন্দ অনুযায়ী রঙ বেছে নিতে পারবেন। মেটালিক ইয়েলো, মেটালিক রেড, মেটালক ব্ল্যাক, গানমেটাল এবং পার্ল হোয়াইট— এইসব রঙে পাওয়া যাবে এই বাইক।

৪। এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই Detel Easy Plus ইলেকট্রিক বাইকে। ব্যাটারির ক্ষেত্রে আলাদা করে স্ট্যান্ডার্ড ২ বছর, ৪০ হাজার কিলোমিটার চলা পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। Detel সূত্রে জানা গিয়েছে, prepaid roadside assistance package- এর সঙ্গে বিক্রি করা হবে এই ইলেকট্রনিক বাইক।

Next Article