অত্যাধুনিক ডিজাইনের অ্যাম্বুল্যান্স আনছে টাটা মোটরস, রয়েছে আধুনিক পরিষেবাও
গাড়ির আকার-আয়তনও খুব বড় করা হয়নি। সরু রাস্তাতেও যাতে এই অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে।
টাটা মোটরস একটি ম্যাজিক এক্সপ্রেস পেশেন্ট ট্রান্সপোর্ট অ্যাম্বুল্যান্স লঞ্চ করতে চলেছে। হেলথকেয়ার মোবিলিটি, অর্থাৎ চলন্ত গাড়িতে রোগীর সেবা-শুশ্রুষার কথা মাথায় রেখেই এই অ্যাম্বুল্যান্সের ডিজাইন তৈরি করা হয়েছে। মেডিক্যাল এবং হেলথ— অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেবে এই অ্যাম্বুল্যান্স।
গাড়ির আকার-আয়তনও খুব বড় করা হয়নি। সরু রাস্তাতেও যাতে এই অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে। এর ফলে ইমার্জেন্সি ক্ষেত্রে দ্রুত রোগীকে হাসপাতালে পাঠানো সম্ভব হবে। তবে আকার-আয়তনে ছোট হলেও ডিজাইনের দিক থেকে এই অ্যাম্বুল্যান্স যথেষ্টই আধুনিক। ভিতরে রয়েছে পর্যাপ্ত জায়গা। রোগীর আরাম বা স্বাচ্ছন্দ্যের পাশাপাশি, খেয়াল রাখা হয়েছে সুরক্ষার দিকেও। নিরাপত্তার খাতিরে রোগীর থাকবেন অ্যাটেনডেন্ট। AIS 125- এর সমস্ত নিয়মবিধি মেনে চলবে এই অ্যাম্বুল্যান্স।
দ্য ম্যাজিক এক্সপ্রেস অ্যাম্বুল্যান্সে থাকবে এসেনশিয়াল ইকুইপমেন্ট বা প্রয়োজনীয় যাবতীয় জিনিস। এই তালিকায় থাকবে অটো লোডিং স্ট্রেচার, মেডিক্যাল ক্যাবিনেট, অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গা, ডাক্তারের সিট, অগ্নিনির্বাপক যন্ত্র। এছাড়াও ভিতরের অংশের আলো, ফ্লেম রেসিসট্যান্ট ইন্টেরিয়র এবং ঘোষণা করার জন্য অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকবে এই অ্যাম্বুল্যান্সে। AIS 125 সার্টিফায়েড retro reflective decals এবং সাইরেন সহ- beacon light থাকবে এই অ্যাম্বুল্যান্সে। চালক এবং রোগীর অংশ আলাদা করা থাকবে পার্টিশন ওয়াল অর্থাৎ একটা দেওয়ালের মতো জিনিস দিয়ে। কোভিড আবহে এর ফলে সতর্কতা এবং সুরক্ষা দুইই বজায় থাকবে।
টাটা মোটরসের এই অ্যাম্বুল্যান্সে থাকবে ৮০০সিসি- র TCIC ইঞ্জিন। এই ইঞ্জিন 44hp পাওয়ার এবং 110Nm টর্ক দেয়। টাটা মোটরস- ই দেশের একমাত্র ম্যানুফাকচারিং সংস্থা, যারা ওয়াইড রেঞ্জের অ্যাম্বুল্যান্স তৈরি করে। সেই তালিকাতেই রয়েছে এই Magic Express Ambulance। এর দামও সাধ্যের মধ্যেই। এছাড়াও এই রেঞ্জের মধ্যে রয়েছে টাটা উইঙ্গার অ্যাম্বুল্যান্স এবং মাল্টি স্ট্রেচার অ্যাম্বুল্যান্স।