গুগল ডুডলে বসন্ত উদযাপন, অ্যানিমেশনে রঙের খেলা
নীল, লাল, গোলাপি, হলুদ--- এই চারটি রঙের ছোঁয়া রয়েছে ওই অ্যানিমেশন গ্রাফিক্সে।
বসন্ত আসছে। সামনেই হোলি উৎসব। চারপাশে এখন রঙের খেলা। উৎসবের আমেজ রয়েছে সর্বত্র। আর সেই ট্রেন্ডেই রয়েছে গুগল ডুডলও। বসন্ত আগমনের উদযাপনে মেতেছে তারা। আজ ‘অনসেট অফ স্প্রিং’ অর্থাৎ ২০২১ সালে বসন্ত আগমনের সেলিব্রেশনে গুগল ডুডলেও রয়েছে রঙের ছোঁয়া। আঁকা হয়েছে একটি রঙিন গ্রাফিক্স।
উল্লেখ্য উত্তর গোলার্ধে বসন্তের আগম হয় ২০ মার্চ। আর মরশুম শেষ হয় ২১ জুন। শীতের বিদায় এবং গ্রীষ্মের আগমনের এই মধ্যবর্তী সময় আসলে ফুলের সময়। নানা রঙের ফুল থেকে মনে হয় পৃথিবী জুড়ে যেন রঙের খেলা শুরু হয়েছে। আর এই রঙিন প্রকৃতিকে বোঝাতেই গুগল ডুডলে আঁকা হয়েছে একটি hedgehog। অ্যানিমেটেড এই গ্রাফিক্সে রয়েছে এমন একটি বাগানের ছবি যেখানে গাছে ফুটে রয়েছে নানা রঙের ফুল। নীল, লাল, গোলাপি, হলুদ— এই চারটি রঙের ছোঁয়া রয়েছে ওই অ্যানিমেশন গ্রাফিক্সে। গাছের আশপাশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জীবজন্তু। hedgehog- এর পিঠে আবার দেখা গিয়েছে একটি ফুলের তোড়া। সেখানে ভিড় জমিয়েছে মৌমাছিরা।
উত্তর গোলার্ধে আজ থেকে শুরু হয়েছে বসন্তকাল। দক্ষিণ গোলার্ধে এখন চলবে শরৎকাল। আবার এর ঠিক উল্টোটাও দেখা যায়। অর্থাৎ উত্তর গোলার্ধে শরৎকালের সময় দক্ষিণ গোলার্ধে থাকে বসন্তকাল। spring equinox- এর ক্ষেত্রে দিন এবং রাতের দৈর্ঘ বা ডিউরেশন সমান হয়। অর্থাৎ ১২ ঘণ্টা দিন এবং ১২ ঘণ্টা রাত। এরপর গ্রীষ্মের আগমনে দিনের দৈর্ঘ বাড়তে থাকে। আর কমতে থাকে রাতের সময়। জলবায়ু বিজ্ঞানীরা বলেন, বছরের তিনমাস গ্রীষ্ম আর তিনমাস শীত। বাকি সময়ের মধ্যে থাকে অটাম বা শরৎকাল এবং স্প্রিং বা বসন্তকাল।