বৃহস্পতিবার ২২ এপ্রিল আন্তর্জাতিক ধরিত্রী দিবস বা ইন্টারন্যাশনাল আর্থ ডে। আর এই বিশেষ দিনে বিশ্ববাসীকে এক বিশেষ বার্তা দেওয়ার জন্য গুগল ডুডলে দারুণ একটা ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই সকাল সকাল যাঁরা গুগল ক্রোম খুলেছে, তাঁরা দেখতেই পেয়েছেন যে সার্চবারের উপরের অংশে গাছের ছবি রয়েছে। পরিবর্তন হয়েছে ‘গুগল’ লেখার ফন্টের। আর সেই সঙ্গে ওই ছবির মাঝখানে ছোট্ট তিনকোণা আইকন রেখে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওখানে ক্লিক করলে ভিডিয়ো দেখা যাবে।
‘গাছ লাগাও, প্রাণ বাঁচাও’ স্লোগানের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবার আন্তর্জাতিক ধরিত্রী দিবসে সেই বার্তাই একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছেন গুগল কর্তৃপক্ষ। ডুডলে থাকা ৪০ সেকেন্ডের ইউটিউব ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাচ্চা মেয়ে এসে চারাগাছ পুঁতছে। মেয়েটির সঙ্গে সঙ্গেই বড় হচ্ছে ওই গাছটাও। তারপর ওই মহিলার শেষ জীবনে বৃদ্ধ অবস্থাতেই দেখা গিয়েছে ওই গাছটি মহিলার চিরসঙ্গী হয়ে থেকেছে।
ভিডিয়োর পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে যে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে এই বৃক্ষরোপণের বার্তা স্থানান্তরিত হচ্ছে। শিশুকাল থেকে বৃদ্ধ পর্যায় পর্যন্ত, জীবনের প্রতিটি পদে গাছই যে মানুষের চিরসখা, সেটাই জনসাধারণকে বোঝানোর চেষ্টা করা হয়েছে আজকের গুগল ডুডলে। পাশাপাশি তাঁদের বৃক্ষরোপণের ব্যাপারেও উৎসাহ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম ২২ এপ্রিল দিনটিতে ‘আর্থ ডে’ পালন করা হয়েছিল। Gaylord Nelson নামের এক মার্কিন সেনেটরের মস্তিষ্ক প্রসূত এই দিনের ভাবনা।
বৃহস্পতিবার ২২ এপ্রিল আন্তর্জাতিক ধরিত্রী দিবস বা ইন্টারন্যাশনাল আর্থ ডে। আর এই বিশেষ দিনে বিশ্ববাসীকে এক বিশেষ বার্তা দেওয়ার জন্য গুগল ডুডলে দারুণ একটা ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই সকাল সকাল যাঁরা গুগল ক্রোম খুলেছে, তাঁরা দেখতেই পেয়েছেন যে সার্চবারের উপরের অংশে গাছের ছবি রয়েছে। পরিবর্তন হয়েছে ‘গুগল’ লেখার ফন্টের। আর সেই সঙ্গে ওই ছবির মাঝখানে ছোট্ট তিনকোণা আইকন রেখে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওখানে ক্লিক করলে ভিডিয়ো দেখা যাবে।
‘গাছ লাগাও, প্রাণ বাঁচাও’ স্লোগানের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবার আন্তর্জাতিক ধরিত্রী দিবসে সেই বার্তাই একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছেন গুগল কর্তৃপক্ষ। ডুডলে থাকা ৪০ সেকেন্ডের ইউটিউব ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাচ্চা মেয়ে এসে চারাগাছ পুঁতছে। মেয়েটির সঙ্গে সঙ্গেই বড় হচ্ছে ওই গাছটাও। তারপর ওই মহিলার শেষ জীবনে বৃদ্ধ অবস্থাতেই দেখা গিয়েছে ওই গাছটি মহিলার চিরসঙ্গী হয়ে থেকেছে।
ভিডিয়োর পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে যে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে এই বৃক্ষরোপণের বার্তা স্থানান্তরিত হচ্ছে। শিশুকাল থেকে বৃদ্ধ পর্যায় পর্যন্ত, জীবনের প্রতিটি পদে গাছই যে মানুষের চিরসখা, সেটাই জনসাধারণকে বোঝানোর চেষ্টা করা হয়েছে আজকের গুগল ডুডলে। পাশাপাশি তাঁদের বৃক্ষরোপণের ব্যাপারেও উৎসাহ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭০ সালে প্রথম ২২ এপ্রিল দিনটিতে ‘আর্থ ডে’ পালন করা হয়েছিল। Gaylord Nelson নামের এক মার্কিন সেনেটরের মস্তিষ্ক প্রসূত এই দিনের ভাবনা।