রোবট যখন বারটেন্ডার! বানাতে পারে বিভিন্ন ধরণের ককটেল-মকটেল, বলতে পারে জোকসও

Sohini chakrabarty |

Apr 22, 2021 | 9:55 AM

আপনার বারটেন্ডার হয় একজন রোবট! এমন অভিনব অভিজ্ঞতা উপভোগ করতে হয় অনেকেই এই বিশেষ ধরণের বারে একবার হলেও যেতে চাইবেন।

রোবট যখন বারটেন্ডার! বানাতে পারে বিভিন্ন ধরণের ককটেল-মকটেল, বলতে পারে জোকসও
এই সুইস রোবট বার টেন্ডারকে দেখে চমকে গিয়েছে সকলেই।

Follow Us

উইকেন্ডে বার কিংবা পাবে গিয়ে একটু রিল্যাক্স করেন অনেকেই। সারা সপ্তাহ হাড়ভাঙা খাটনির পর সমস্ত স্ট্রেস কাটাতে সুরা হোক বা অন্যান্য পানীয়ে চুমুক দিতে পছন্দ করেন অনেকে। কিন্তু করোনা আবহে এইসব এড়িয়ে চলছেন অনেকে। একসঙ্গে এত মানুষের সংস্পর্শে আসার ঝুঁকি না নেওয়াই মঙ্গলের। কখন যে ভাইসের কবলে পড়ে যাবেন টেরও পাবেন না আপনি।

কিন্তু যদি আপনার বারটেন্ডার হয় একজন রোবট! এমন অভিনব অভিজ্ঞতা উপভোগ করতে হয় অনেকেই এই বিশেষ ধরণের বারে একবার হলেও যেতে চাইবেন। তবে এমন অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে সুইৎজারল্যান্ডে। জানা গিয়েছে, ওই সুইস বারটেন্ডাররের নাম বার্নি (Barney)। আর পাঁচজনের বারটেন্ডারের তুলনায় অনেকটাই আলাদা বার্নি। আসতে সে একটি রোবট। কিন্তু একাধিক পানীয়, ককটেল বা মকটেল বানিয়ে ফেলে অনায়াসে। এখানেই শেষ নয়। বারে আসা লোকজনদের মনোরঞ্জনের জন্য জোকসও পরিবেশন করে এই রোবট।

জানা গিয়েছে, ১৬ ধরণের স্পিরিট এবং ৮ ধরণের সোডা তৈরি করতে পারে এই রোবট। কাস্টমাররা ফোনের মাধ্যমে অনলাইনে নিজেরদের পছন্দসই পানীয় অর্ডার দেন। ড্রিঙ্ক তৈরি হয়ে গেলে বারে থাকা জায়ান্ট ডিসপ্লে- তে সেকথা জানিয়ে দেয় রোবট Barney। সারাক্ষণই বারের মধ্যে এদিক-ওদিক ঘুরে বেড়ায় সে। নিজেই নিজের হাত স্যানটাইজ করে নিতে পারে এই রোবট। Developer F & P Robotics- এর তরফে জানানো হয়েছে জনসাধারণের মধ্যে আশা জাগাচ্ছে ‘The Barney Bar’। করোনা আবহে মানুষ-হীন এই পরিষেবায় স্বস্তিতে সকলে। বিভিন্ন হোটেল, বার, শপিং সেন্টার হিম্যান-কনট্যাক্ট কমাতে চাইছে। সেই পরিস্থিতিতে এই রোবটের আগমন নিঃসন্দেহে আশার কথা।

আরও পড়ুন- গুগলের সার্চবারে গিয়ে টাইপ করুন ‘Ingenuity NASA’, ম্যাজিক দেখতে পাবেন আপনার স্ক্রিনে

শোনা গিয়েছে, কফি বানানোর ক্ষেত্রে ‘বারিস্তা ভার্সান’- এর একটি রোবটও নাকি তৈরি করা হয়েছে। এই দু’ধরণের রোবটের ক্ষেত্রেই কথোপকথন সেট করা রয়েছে। ফলে এরা জোকস বলতে পারে। মজার পরিবেশ তৈরি করতে পারে বারে আগতদের মধ্যে। হিউম্যান-লেস এই সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষও। কারণ ২৪ ঘণ্টা কাজ করতে পারে এই রোবট। প্রতিটি মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮,৬৪,৮৪০ টাকা।

ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে Barney রোবটের। জুরিখের যে সংস্থা এই রোবট এবং তার অপারেটিং সফটওয়্যার তৈরি করেছে, সেই সংস্থা এর আগে চিন এবং ওমানে এ ধরণের রোবট পাঠিয়েছিল। মূলত শপিং মলে মকটেল তৈরির কাজ করে এই রোবটরা।

Next Article